পাকিস্তানকে গুটিয়ে দিল দক্ষিণ আফ্রিকা
২৭ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ০৭:০১ পিএম
ব্যাটারদের প্রত্যেকেই পেলেন ভালো শুরু। কিন্তু ইনিংস টেনে লম্বা করতে পারলেন না কেউই। পাকিস্তানও পরল না পুরো ওভার খেলতে। বাবর আজমের দলকে গুটিয়ে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা পেল তুলনামূলক সহজ লক্ষ্য।
চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ২৬তম ম্যাচে শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ২০ বল বাকি থাকতে ২৭০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফিফটি পেয়েই আউট হন বাবর ও সউদ শাকিল।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৬০ রানে ৪ উইকেট নিয়েছেন স্পিনার তাবরিজ শামসি। ৪৩ রানে তিনটি নিয়েছেন মার্কো জানসেন।
একটা পর্যায়ে তিনশোর্ধো সংগ্রহের পথে ছিল পাকিস্তান। ষষ্ঠ উইকেটে যখন ব্যাটে ছিলেন সউদ শাকিল ও শাদাব খান। ৪০তম ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২২৫ রান। এসময় রীতিমত প্রটিয়াদের হুমকি হয়ে উঠেছিলেন শাবাদ ও শাকিল। দুজনের জুটি ছিল ৭১ বলে ৮৪ রানের।
জেরাল্ড কোয়েৎজিকে হাঁকাতে গিয়ে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে আউট হন দারুণ খেলতে থাকা শাদাব। জুটি ভেঙে স্বস্তি ফেরে প্রটিয়া শিবিরে। পরপরই আউট হন শাকিলও, শামসির বলে কট বিহাইন্ড হয়ে। মোহাম্মদ নওয়াজও লড়াইয়ের আভাস দিয়ে আউট হয়ে গেলে পাকিস্তানের পুরো ৫০ ওভার খেলার আশা শেষ হয়ে যায়।
৩৬ বলে ৪৩ রান আসে শাদাবের ব্যাট থেকে। ৫২ বলে ৭ চারে ৫২ রান করেন শাকিল।
তাদের জুটির আগে দলকে টেনে নিচ্ছিলেন বাবর। তৃতীয় ও চতুর্থ উইকেটে দুটি চল্লিশোর্ধো জুটির নেতৃত্বে ছিলেন তিনি। ইমাম-উল হক (১৮ বলে ১২), মোহাম্মদ রিজওয়ান (২৭ বলে ৩১) ও ইফতিখার আহমেদকে (৩১ বলে ২১) থিতু হয়ে আউট হতে দেখেন অধিনায়ক। শেষ পর্যন্ত আউট হয়ে যান দলপতি নিজেও।
ছন্দ ফিরে পাওয়ার লড়াইয়ে এবার বাবরের ব্যাট থেকে এসেছে ৬৫ বলে লড়াকু ৫০ রানের ইনিংস। শামসিকে স্ক্রুপ করতে গিয়ে দুর্ভাগ্যজনক কট বিহাইন্ড হয়ে যান র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটার।
আসরে আগের পাঁচ ম্যাচের চারটিতেই তিনশোর্ধো রান করেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে আছে ৪২৮, ৩৯৯ ও ৩৮২ রানের ইনিংসও। সেই হিসাবে ২৭১ রানের লক্ষ্য মামুলি মনে হতেই পারে।
অবশ্য সময় গড়ানোর সাথে সাথে উইকেট কিছুটা বাউন্সি হতে শুরু করে। এই যা পাকিস্তানের জন্য আশার দিক। তবে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নওয়াজরা কতটা এর সুবিধা নিতে পারবেন সেইটাই এখন দেখার।
আগের পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে পাকিস্তান। তাদের সবশেষ হার আফগানিস্তানের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকা সমান ম্যাচে হেরেছে একটিতে, নেদারল্যান্ডসের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৬.৪ ওভারে ২৭০ (শফিক ১২, ইমাম ১২, বাবর ৫০, রিজওয়ান ৩১, ইফতিখার ২১, শাকিল ৫২, শাদাব ৪৩, নওয়াজ ২৪, শাহিন ২, ওয়াসিম ৭, রউফ ০*; অতিরিক্ত ১৯; জানসেন ৯-১-৪৩-৩, এনগিদি ৭.৪-০-৪৫-১, মার্করাম ৪-০-২০-০, মহারাজ ৯-০-৫৬-০, কোয়েৎজি ৭-০-৪২-২, শামসি ১০-০-৬-৪)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস