দুইয়ে দুইয়ে সিরিজ বাংলাদেশের
২৮ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
ব্যাট হাতে সম্মিলিত পারফরম্যান্সে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ নারী দল। পরে বোলাররা আটকে রাখলেন পাকিস্তানের ব্যাটারদের। দারুণ জয়ে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২০ রানে জিতেছে বাংলাদেশ। ১২১ রানের লক্ষ্যে পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১০০ রানে থেমেছে পাকিস্তান।
তিন ম্যাচ সিরিজের প্রথমটি ৫ উইকেটে জেতে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পঞ্চমবারে এসে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল তারা। সব মিলিয়ে এই সংস্করণে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয় এটি। এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ড ও পরের বছর থাইল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা।
১টি করে চার-ছক্কায় দলের সর্বোচ্চ ২৭ রান করেন স্বর্ণা আক্তার। ২২ বলের এই ইনিংসের সৌজন্যে ১১ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার ম্যাচ সেরার স্বীকৃতি পেলেন ১৬ বছর বয়সী অলরাউন্ডার। প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে জয়ের কারিগর নাহিদা আক্তার এবার ধরেন ১৫ রানে ২ শিকার। এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় সালমা খাতুনের পাশে বসলেন তিনি। দুজনেরই এখন সমান ৮৪ উইকেট। সাবেক অধিনায়ক সালমা ৯৩ ইনিংসে পেয়েছিলেন ৮৪ উইকেট। বর্তমান দলের সহ-অধিনায়ক ৭১ ইনিংসেই ছুঁয়ে ফেললেন তাকে।
সাগরিকায় এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু পায় বাংলাদেশ। ২ চার ও ১ ছক্কায় ১৩ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন শামিমা সুলতানা। আরেক ওপেনার মুর্শিদা খাতুন একপ্রান্ত ধরে খেলতে থাকেন। তিন নম্বরে নেমে সোবহানা মোস্তারিও করেন ইতিবাচক শুরু। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। রান আউটে শেষ হয় তার ২ চারে ১১ বলে ১৬ রানের ইনিংসের। মুর্শিদা আউট হন ২৮ বলে ২০ রান করে। অধিনায়ক নিগার সুলতানা বেশিক্ষণ টিকতে পারেননি। পঞ্চম উইকেটে রিতু মনির সঙ্গে স্বর্ণার ৩৮ রানের জুটিতে দলের রান একশ পার হয়। রিতু ২১ বলে করেন ১৯ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিয়ানা বেগ।
পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারেই নাটালিয়া পারভেজকে বোল্ড করে দেন মারুফা আক্তার। এরপর বিসমাহ মারুফ এক প্রান্ত আগলে রাখলেও অন্যরা টিকতে পারেননি। ২ চারে ৪৪ বলে ৩০ রান করে ফাহিমা খাতুনের বলে স্টাম্পড হন বিসমাহ। শেষ দিকে ইরাম জাভেদ, উম্মে হানিরা চেষ্টা করলেও পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছু করতে পারেননি।
একই মাঠে আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস