এখনও সেমির স্বপ্ন দেখছেন তাসকিন

অঘটনের আশায় বাংলাদেশ!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৮ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম

দশ দলের বিশ্বকাপের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে বাংলাদেশ দল আট নম্বরে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জেতা বাংলাদেশ পরের চার ম্যাচই হেরেছে বড় ব্যবধানে। সাকিব আল হাসানের দলের এখনো চার ম্যাচ বাকি। সমীকরণ বলছে বাকি চার ম্যাচ জিতলেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত নয় বাংলাদেশের। চার ম্যাচের চারটিতেই জিতলে এবং পয়েন্ট টেবিলে রান রেটের হিসেব মিললে তবেই সেমির সম্ভবনা তৈরি হবে টাইগারদের। প্রশ্ন হলো দলের এমন ভ-ুল পরিস্থিতি নিয়ে বাকি চার ম্যাচই কি জেতা সম্ভব? আশা হারাচ্ছেন না তাসকিন আহমেদ। বাকি চার ম্যাচই জিতে এবং রান রেটের হিসেব মিলিয়ে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, তেমন প্রত্যাশা এই পেসারের।কলকাতার ইডেন গার্ডেনে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।বাঁচা-মরার ডাচ ম্যাচের আগে গতকাল দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা তাসকিনের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাংলাদেশের সেমিফাইনালে ওঠার স্বপ্ন যেহেতু বড় ধাক্কা খেয়েছে, আগামী ৪ ম্যাচে দলের কি লক্ষ্য থাকবে? তাসকিনের উত্তরটি জানানোর আগে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান জানিয়ে রাখা ভালো। ৫ ম্যাচে ১ জয় ও ৪ হারে ২ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে বাংলাদেশ। হাতে আছে আর ৪ ম্যাচ। এই চার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ- নেদারল্যান্ডস, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তাসকিন এসব প্রতিপক্ষ সামনে রেখেই উত্তর দিয়েছেন, ‘আশা এখনো শেষ হয়নি। এখনো ৪ ম্যাচ আছে এবং আমরা যদি এই ৪ ম্যাচ জিততে পারি, তাহলে যেকোনো কিছুই ঘটতে পারে। কারণ, রানরেটের হিসাব আছে।’
কাগজে-কলমে ও র‌্যাঙ্কিংয়ে ডাচরা বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও স্কট এডওয়ার্ডসের দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক দেখিয়েছে তারা। এবার এই দলটিকে হারিয়ে ‘অঘটন’ ঘটাতে চায় বাংলাদেশ! তাসকিন এরপর ব্যাখ্যা করলেন, ‘ইংল্যান্ড দল আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে। আবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে এই নেদারল্যান্ডস। তাই আমরা ৪টি ম্যাচ জিততে পারলে দৃশ্যপট পাল্টেও যেতে পারে। কিন্তু এখন আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। হ্যাঁ, আমরা প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারিনি। সেটি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই। তবে এখনো হাতে ৪ ম্যাচ আছে এবং আমরা এসব ম্যাচে ভালো করতে চাই।’
তাসকিনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- ক্রিকেটের এই তিন বিভাগের কোথায় কোথায় ভুল হচ্ছে বলে মনে করেন? উত্তরে তাসকিন বলেছেন, ‘ফিল্ডিংয়ে টুর্নামেন্টজুড়েই আমরা ভালো করছি। কিন্তু ব্যাটিং ও বোলিংয়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। তাই এ দুটি বিভাগে উন্নতির অনেক জায়গা আছে। আমরা জানি, যেভাবে খেলছি আমরা, তার চেয়ে ভালো দল ও সামর্থ্যও আছে। কিন্তু এটা ঠিক ভালো করতে পারছি না। সামনের ম্যাচগুলোতে সেগুলো শুধরে নিতে চাই।’
কাঁধের চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি। খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। চোট গুরুতর না হলেও তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি দল, জানিয়েছিলেন অধিনায়ক সাকিব। তবে গুরুত্ববুঝে কয়েক দিন বিশ্রাম শেষে এখন আবার মাঠে নামার জন্য প্রস্তুত এই পেসার, ‘কাঁধে চোট প্রথম পেয়েছিলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, প্রায় দুই বছর আগে। অনেক আগে থেকেই টেন্ডনে একটু টিয়ার (ছেঁড়া) আছে। এটা ম্যানেজ করেই সব সময় খেলেছি। এমনকি এশিয়া কাপ ও বিশ্বকাপ এই ব্যথা নিয়েই খেলেছি। হঠাৎ ব্যথাটা বেড়ে গিয়েছিল। ম্যানেজমেন্ট, ডাক্তার, ফিজিও পরে এমআরআই করে দেখে, ভেতরে একটু ফুলে গিয়েছিল। এর জন্য কয়েকটা দিন বিশ্রামে নিয়ে এখন ভালো বোধ করছি। মনে হচ্ছে, ভালো অবস্থাতেই আছি। খেললে আরও বোঝা যাবে, কী অবস্থা হয়।’
বিশ্বকাপে আজই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আইকনিক ইডেন গার্ডেনে। ভারতের এই মাঠে তাসকিন একটি টেস্ট খেলেছেন। এবার ওয়ানডে খেলতে এসে উইকেট কেমন দেখলেন প্রশ্নে তাসকিনের জবাব, ‘আগামীকাল (আজ) আমরা এখানে (ইডেন গার্ডেনে) বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলব। তাই এখানে আগে কোনো ম্যাচ আমরা দেখিনি। সম্ভবত উইকেট খুব ভালো হবে। স্পোর্টিং উইকেট আশা করছি। এখানে আমি আগে যখন খেলেছি, যেটা দেখেছি, ব্যাটিং করার জন্য খুব ভালো ছিল। আউটফিল্ডও খুব ফাস্ট। তবে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের জন্যও সাহায্য থাকবে। তাই আমার মনে হয়, স্পোর্টিং উইকেটই হবে।’

বাংলাদেশ-নেদারল্যান্ডসমুখোমুখি বাংলাদেশ নেদারল্যান্ডস টাই/পরি.২              ১             ১               ০/০বিশ্বকাপে    ১            ০              ০/০


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস

উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস