ধর্মশালায় অজি ব্যাটসম্যানদের রুদ্ররুপ দেখল কিউইরা
২৮ অক্টোবর ২০২৩, ০২:৫৭ পিএম | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩, ০৫:২৯ পিএম
ট্রাভিস হেডের উপর অস্ট্রেলিয়ার কেন এত অগাধ আস্থা সেটি প্রমাণ করতে মাত্র একটি ইনিংসই নিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান ।ইনজুরি থেকে ফেরা মাত্রই ওপেনিংয়ে থিতু হওয়া মিচেল মার্শকে নিচে নামিয়ে হেডকে ফিরিয়ে দেওয়া হয় তার প্রিয় ওপেনিং পজিশন। আর দলে ফিরেই তিনি করলেন ঝড়ো এক সেঞ্চুরি। অবশ্য শুধু হেডই নয়, শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে খুনে মেজাজে ছিলেন অধিকাংশ অজি ব্যাটসম্যানরা।
ওপেনিংয়ে তার তার সঙ্গে নামা ডেভিড ওয়ার্নারও ৮১ রানের এক ঝড়ো ইনিংস। কিউই বোলারদের সমানে পিটিয়ে ওপেনিং জুটিতে দুইজনে মিলে ১৭৫ রান যোগ করে ফেলেন মাত্র ১৯ ওভারেই।তখন মনে হচ্ছিল ৪০০ পেরিয়েও আরও অনেক দূর গড়াবে অস্ট্রেলিয়ার সংগ্রহ। তবে মাঝখানে মার্শ,স্মিথ,লাবুশানের কিছুটা ধীরগতির ব্যাটিংয়ে ছন্দ হারায় অজিরা। সময় নিয়েও তাদের কেউ উইকেটে থিতু হতে পারেননি।তখন মনে হচ্ছিল তিনশোর আশেপাশে থেমে যাবে অজিরা।
তবে শেষ দিকে ম্যাক্সওয়েল,ইংলিশ ও প্যাট কামিন্সের ঝড়ে ফের চারশোর সম্ভাবনা জাগিয়ে তোলে অস্ট্রেলিয়া।৩৮৯ রানে অলআউট হওয়া প্যাট কামিন্সের দল শেষ ৮ বলেই হারায় চার উইকেট। তবে বিশ্বকাপের প্রথম দল হিসেবে ৪০০ রানের মাইলফলক ছোঁয়া না হলেও নিউজিল্যান্ডের সামনে অসম্ভব এক লক্ষ্যই দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।
ধর্মশালায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার নিউজিল্যান্ডের শুরুটা ছিল একেবারেই সাদামাটা।প্রথম ওভার থেকেই কিউই পেসারদের উপর চড়াও হন হেড-ওয়ার্নার।এই ওপেনার আগ্রাসী ব্যাটিং থেকে রক্ষা পাননি বোল্ট,হেনরি,ফার্গুসন কোন পেসারই।দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৫ বলে হয় দলীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ওয়ার্নারের বিদায়ে ১৭৫ রানে ভাঙে এই জুটি।
সেঞ্চুরির পথে ছিলেন দুজনেই।তবে পার্ট টাইম স্পিনার গেলেন ফিলিপ্সে বলে ৬৫ বলে ৮১ রান করে আউট হন ওয়ার্নার।তবে মাত্র ৫৯ বলেই সেঞ্চুরি তুলে নেন হেড।তবে ইনিস আর বড় করতে পারেননি তিনি(১০৯)।মিচেল মার্শের ৫১ বলে ৩৬ রানে ধীরগতির ইনিংসে রানের চাকা কিছুটা ধীর হয়ে আসে।স্মিথ,লাবুশানেও ফিরেন অল্পতে। তবে আগের ম্যাচে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করা ম্যাক্সওয়েল এ ম্যাচেও গুরুত্বপূর্ণ সময়ে রেখেছেন অবদান।৫ চার ও ২ ছক্কায় ২৪ বলে তিনি করেন ৪১ রান।
তাকে আউট করলেও স্বস্তি পায়নি কিউই বোলাররা।ইংলিস,কামিন্সে সপ্তম উইকেট জুটিতে চার ছক্কার ফুলঝুরি ছুটান।সেখান থেকে ইংলিস, কামিন্স স্রেফ ২২ বলে যোগ করেন ৬২ রান। ৪ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৩৮ রান করেন ইংলিস। অধিনায়ক কামিন্স খেলেন ২ চার ও ৪ ছক্কায় ১৪ বলে ৩৭ রানের ইনিংস।ফলে শেষে দুই ওভারে রান না আসার পরেও ৩৮৯ রানের বড় সংগ্রহ পায় অজিরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার