নেদারল্যান্ডসের কাছেও পাত্তা পেল না সাকিব বাহিনী

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম

ছবি: আইসিসি

ধ্বংসস্তুপ থেকে বেরিয়ে কিভাবে ম্যাচ জিততে হয় সেটাই যেন শেখাল নেদারল্যান্ডস। সহজ প্রতিপক্ষ পেয়েও হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশ। উল্টো বাজে ফিল্ডিং ও হতশ্রী ব্যাটিংয়ে অপেক্ষাকৃত খর্বশক্তির নেদারল্যান্ডসের বিপক্ষে উড়ে গেছে সাকিব আল হাসানের দল।

রানবন্যার বিশ্বকাপে স্রেফ ২৩০ রানের লক্ষ্যেও বাংলাদেশের হার ৮৭ রানের বিশাল ব্যবধানে। ৪২.২ ওভারে ১৪২ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। স্রেফ ২৩ রানে ৪ উইকেট নিয়ে ডাচদের জয়ের নায়ক পল ফন মিকেরেন।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরে ছয় ম্যাচে বাংলাদেশের এটি টানা পঞ্চম পরাজয়। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় জয়ের স্বাদ পেল নেদারল্যান্ডস। তাদের আগের জয়টি ছিল শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে ৬৮ রানের ইনিংস খেলে ব্যাট হাতে ডাচদের জয়ের নায়ক দলপতি স্কট এডওয়ার্ডস।

অথচ এই এডওয়ার্ডস আউট হতে পারতেন শূন্য রানেই। লিটন কুমার দাস আর মুশফিকুর রহিমের পিচ্ছিল হাতের কারণে তা আর হয়নি। দিন শেষে তারই মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে।

এই হারে পয়েন্ট তালিকার নয়ে নেমে গেছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে আটে উঠেছে নেদারল্যান্ডস।

তুলনামূলত সহজ লক্ষ্য তাড়ায় সতীর্থদের সাজঘরের পথ দেখিয়ে প্রথম আউটের শিকার হন লিটন। সেটাও দৃষ্টিকটু রিভার্স সুইপ খেলতে গিয়ে। সেই শুরু। এরপর উইকেটে যেন দাঁড়াতেই ছিল ব্যাটসম্যানদের যত অস্বস্তি। ১৯ রানে দাঁড়িয়েই পরের ওভারে ফন ভিকের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড আরেক ওপেনার তানজিদ হাসান।

শুরুর ধ্বস কাটিয়ে ওঠার আভাস দিয়ে বিশ্বকাপে ব্যর্থতার ধারা ধরে রাখেন নাজমুল হোসেন শান্তও। ফন মিকরেনের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। সহ-অধিনায়কের অবদান ১৮ বলে ৯।

এমন সময়ে দল যার ব্যাটের দিকে তাকিয়ে ছিল সেই সাকিবও আউট হয়ে যান দৃষ্টিকটুভাবে। ফন মিকেরেনের বলে খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন অধিনায়ক। প্রবল চাপে পড়া দল আর এই ধাক্কা কাটিয়ে উঠবে কি, উল্টো ৭০ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিমও। ২ উইকেটে ৪৫ থেকে ৭০ রানে যেতেই ৬ উইকেট নেই।

মিরাজের ৪০ বলে ৩৫ রানের ইনিংসটি বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

এরপর পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল মাহমুদউল্লাহর ব্যাটের দিকে। মেহেদি হাসানকে নিয়ে সর্বোচ্চ ৩৮ রানের জুটিও গড়েন। কিন্তু এ যাত্রায় আর ত্রাতা হতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। জোর করে স্ট্রাইক নিতে গিয়ে মেহেদিকে রান আউট করার পরে হাঁকাতে গিয়ে আউট হন মাহমুদউল্লাহ নিজেও।

এরপর নেদারল্যান্ডসের জয়ের অপেক্ষা বাড়ান তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। নবম উইকেটে তারা ৫৭ বলে যোগ করেন ২৯ রান।

দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান মাহমুদউল্লাহ ও মুস্তাফিজের।

অথচ দিনটা কী দারুণভাবেই না শুরু করেছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে ১০৭ রান জমা হতেই নেদারল্যান্ডসের ৫ উইকেট তুলে নেন তাসকিন, মুস্তাফিজ, শরিফুলরা। এরপরই লিটন-মুশফিকের সেই ক্যাচ মিস। এডওয়ার্ডসের ক্যাচটি নিতে পারলে হয়ত দেড়শর আগেই গুটিয়ে যেন ডাচরা।

মুস্তাফিজুর রহমানের একই ওভারে দুইবার উইকেটের পিছনে ক্যাচ দিয়েছিলেন এডওয়ার্ডস। প্রথমবার স্লিপে দুই হাতের তালুতে পেয়েও সহজ ক্যাচ মিস করেন লিটন। পরে নাগালে পেয়েও ডানে ঝাপিয়ে ক্যাচ নিতে পারেননি উইকেটকিপার মুশফিক।

দিনশেষে বাংলাদেশ হেরেছে সেই এডওয়ার্ডসের ব্যাটেই। ডাচরা যে ২২৯ রানের সংগ্রহ গড়ে তার মূল কারিগর এই কিপার-ব্যাটার। প্রতিপক্ষ দলপতি করেন ৮৯ বলে ৬ চারে ৬৮ রান।

বাস ডি লিডিকে নিয়ে চতুর্থ উইকেটে ৭৪ বলে ৪৪ ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে নিয়ে পঞ্চম উইকেটে ১০৫ বলে ৭৮ যোগ করেন এডওয়ার্ডস।

শেষ ওভারে ১৭ রান দেন মেহেদি হাসান। তাসকিনের ওভার থাকলেও মেহেদিকে আনেন সাকিব। তাতেই আসে ইনিংসের সর্বোচ্চ রানের ওভার।

মুস্তাফিজ, তাসকিন, শরিফুল ও মেহেদি নেন দুটি করে উইকেট। একটি নেন সাকিব। অন্যটি রান আউট।

এই মাঠেই আগামী মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডস: ৫০ ওভারে ২২৯ (বিক্রমজিত ৩, ডাউড ০, বারেসি ৪১, অ্যাকারম্যান ১৫, এডওয়ার্ডস …, ডি লিডি ১৭, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৫, লোগান ফন বিক ২৩*, শারিজ আহমেদ ৬, আরিয়ান দত্ত ৯, পল ফন মিকেরেন ০; অতিরিক্ত ১২; শরিফুল ১০-০-৫১-২, তাসকিন ৯-১-৪৩-২, সাকিব ১০-১-৩৭-১, মিরাজ ৪-০-১৭-০, মুস্তাফিজ ১০-১-৩৬-২, মেহেদি ৭-০-৪০-২)।

বাংলাদেশ: ৪২.২ ওভারে ১৪২ (লিটন ৩, তানজিদ ১৫, মিরাজ ৩৫, নাজমুল ৯, সাকিব ৫, মুশফিকুর ১, মাহমুদউল্লাহ ২০, মেহেদী ১৭, তাসকিন ১১, মোস্তাফিজুর ২০, শরীফুল ০*; অতিরিক্ত ৬; আরিয়ান ১০-৩-২৬-১, লোগান ৯-১-৩০-১, আকারম্যান ৭-১-২৫-১, মিকেরেন ৭.২-০-২৩-৪, ডি লিডি ৭-০-২৫-০, আহমেদ ২-০-১৩-০)।

ফল: বাংলাদেশ ৮৭ রানে পরাজিত।

ম্যান অব দা ম্যাচ: পল ফন মিকেরেন।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার