ভারতকে অল্পতেই আটকে দিল ইংল্যান্ড
২৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পিএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পিএম
এবারের বিশ্বকাপে প্রধমবারের মত চাপে পড়তে দেখা গেল ভারতকে। আহত সিংহের মত ভারতের রাশ টেনে ধরলেন ইংল্যান্ডের বোলাররা। শুরুর ধাক্কা সামাল দিয়ে ভারতকে টানেন রোহিত শর্মা আর লোকেশ রাহুল। পরে সুর্যকুমার যাদবের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় বিশ্বকাপের স্বাগতিকরা।
বিশ্বকাপের ২৯তম ম্যাচে লক্ষ্ণৌতে রোববার নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রানে আটকে গেছে ভারত। রোহিতের নেতৃত্বের শততম ম্যাচে হঠাৎই হতচ্ছড়া দলের ব্যাটিং।
এ ম্যাচ জিতলে সেমির পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে রোহিত শর্মার দলের। অন্যদিকে, সেমির নিভু নিভু আশাটুকুও বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের সামনে। এমন সমীকরণের সামনে জ্বলে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এরপর দলকে টেনে নেন দলপতি রোহিত ও মিডল অর্ডার লোকেশ রাহুল। দুজনে চতুর্থ উইকেটে ১১১ বলে ৯১ রান যোগ করেন। ৫৮ বলে ৩৯ রান করে বিদায় নেন রাহুল।
পরে সুর্যকুমারের সাথে জুটিটা টেনে নিতে পারেননি রোহিত। ১৩ রানের জন্য হাতছাড়া করেন সেঞ্চুরিও। ১০১ বলে ১০টি চার ও ৩ ছক্কায় ৮৭ রানের ইনিংসটি সাজান অধিনায়ক।
ইনিংসটি দিয়ে তিনটি মাইলফলক ছুঁয়েছেন রোহিত। পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রান, ২০২৩ সালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে এক হাজার রান এবং সাকিব আল হাসান ও বিরাট কোহলির পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন বিশ্বকাপে ১২তম অর্ধশতকের ইনিংসের মাইলফলক।
ভারতের স্বীকৃত ব্যাটারদের মধ্যে আর দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল সুর্যকুমার। ৪৭ বলে ৪৯ রান করেন এই মিডল অর্ডার ব্যাটার। এক অঙ্কে আউট হয়েছেন শুবমান গিল ( ১৩ বলে ৯), বিরাট কোহলি (৯ বলে ০), শ্রেয়াস আয়ার (১৬ বলে ৪) ও রবীন্দ্র জাদেজা (১৩ বলে ৮)।
ডেভিড উইলির বলে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন কোহলি। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ৫৬ ইনিংসে এটি কোহলির প্রথম ‘ডাক’।
শেষ দিকে জাসপ্রিত বুমরাহ আর কুলদিপ যাববের ব্যাটে সংগ্রহটা ভদ্রস্ত করতে পারে ভারত। নবম উইকেটে তারা ২২ বলে ২১ রান যোগ করেন।
৩ উইকেট নেন উইলি। দুটি করে নেন ক্রিস ওকস ও আদিল রশিদ।
বিশ্বকাপে স্বাগতিক ভারতের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। প্রথম ৫ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ৫ ম্যাচে কেবল একটিতে জয় ইংল্যান্ডের।
২০০৩ সালের পর বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাতে পারেনি ভারত। এবারও সেই কাজটি কঠিন করে দিয়ে গেলেন ব্যাটাররা।
ভারত: ৫০ ওভারে ২২৯/৯ (রোহিত ৮৭, শুবমান ৯, কোহলি ০, আইয়ার ৪, রাহুল ৩৯, সূর্যকুমার ৪৯, জাদেজা ৮, শামি ১, বুমরাহ ১৬, কুলদীপ ৯*; অতিরিক্ত ৭; উইলি ১০-২-৪৫-৩, ওকস ৯-১-৩৩-২, রশিদ ১০-০-৩৫-২, উড ৯-১-৪৬-১, লিভিংস্টোন ৪-১-২৯-০, মইন ৮-০-৩৭-০)।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, লাইম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার