‘দুয়ো আমাদের প্রাপ্য’ দায় স্বীকার করে সাকিব
৩০ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম
১৯৯৯ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত সাতটি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনালে ওঠা। সেটি ২০১৫ বিশ্বকাপে। এক বিশ্বকাপে তিনটি ম্যাচ জেতাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ২০০৭ থেকে ২০১৯- এই চার বিশ্বকাপেই তিনটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ২০০৭ বিশ্বকাপে নয়টি ম্যাচ খেলে তিন জয়ের পথে সুপার এইটেও উঠেছিল। গত বিশ্বকাপেও নয়টি ম্যাচ খেলে জিতেছিল তিনটি। এ ছাড়া আর কোনো বিশ্বকাপেই নয়টি ম্যাচ খেলার সুযোগ পায়নি কিংবা সুযোগ করে নিতে পারেনি বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আগে গ্রæপেই নয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ এবং সেটি সর্বশেষ বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ীই। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এক জয় এবং টানা পাঁচ ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের দল। সবশেষ সেহঙোগী দেশ নেদারল্যান্ডসের কাছেও মেনে নিতে হয়েছে লজ্জার হার। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আছে নবম স্থানে। হাতে আছে আর তিন ম্যাচ। এই পরিসখ্যানগুলো মাথায় নিয়েই বুঝি গতপরশু সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তাইতো আগে কখনোই যেটা দেখা যায়নি, এদিন সংবাদ সম্মেলনে প্রতিটি প্রশ্নই মনোযোগী শ্রোতার মতো শুনছেন সাকিব, উত্তরও দিচ্ছিলেন ভেবে। সেই ধারাবাহিকতায় প্রশ্নটি এল অবধারিতভাবেই- এটাই বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না?
সংবাদ সম্মেলনে সাকিবকে মনে করিয়ে দেওয়া হলো, তিনি বলেছিলেন, আগের চারটি বিশ্বকাপে তিনটি করে ম্যাচ জিতলেও এর কোনোটিই তার কাছে আহামরি পারফরম্যান্স বলে মনে হয়নি। গতপরশু পর্যন্ত যদি ধরা হয়, তাহলে এবারের বিশ্বকাপটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না? সাকিবের উত্তর, ‘হ্যাঁ, সেটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন এবং আমি দ্বিমত করব না এটাতে।’ সাকিব মনে করেন, দল এখন যে অবস্থায় আছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন, ‘সত্যি কথা বলতে, খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। সুযোগ এখনো আছে আমাদের। তবে খুবই কঠিন। আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আমাদের কিছু করার নেই।’ সেই ‘চেষ্টা’ বহুদিন ধরেই করে আসছে বাংলাদেশ দল। তাতে আর মন ভিজছে না সমর্থকদের। তাইতো দেশের ক্রিকেটের সবচাইকে বড় বিজ্ঞাপন সাকিবকেও শুনতে হয়েছে দর্শকের দুয়ো। সেটিও নিজের চেনা আঙিনা মিরপুরের হোম অব ক্রিকেটেও!
বিশ্বকাপে বাজে পার্ফরমেন্সের মাঝে হঠাৎই দেশে ফিরেছিলেন সাকিব। সাবেক ক্রিকেট গুরু ও মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে মিরপুরে কাজ করেছেন নিজের ব্যার্থতা ঘোঁচাতে। চেনা আঙিনা হোম অব ক্রিকেটে সেই অনুশীলনের সময়ই ভক্তাদের দুয়ো শুনতে হয়েছিল বিশ্বসেরা অলরাউন্ডারকে। সেখান থেকে ফিরেও ফেরেনি সাকিবের ভাগ্য। বাজেভাবে হেরে গেছেন সহযোগী নেদারল্যান্ডসের কাছে। অথচ ইডেন গার্ডেন্সের গ্যালারিতে বেশিরভাগ সমর্থকই ছিলেন বাংলাদেশের পক্ষে। খেলার একটা পর্যায়ে লাল-সবুজ জার্সি পরা এসব দর্শকই বাংলাদেশের ক্রিকেটারদের দিকে ছুঁড়ে দিতে থাকেন কটু মন্তব্য। বিশেষ করে মানুষের আক্রোশের ম‚ল লক্ষ্য ছিলেন অধিনায়ক নিজে। চরম বিব্রতকর হারের পর মানুষের এমন প্রতিক্রিয়ায় হতাশা জানালেও সেটা প্রত্যাশিত বলে মনে করেন সাকিব। চতুর্থ ব্যাটার হিসেবে দলের ৬৩ রানে ক্যাচ দিয়ে বিদায় নেন সাকিব। ১৪ বলে ৫ রান করে ফেরার পথে ড্রেসিংরুমের কাছে এলে ক্লাব হাউজ গ্যালারি থেকে ভেসে আসে ‘ভুয়া’, ‘ভুয়া’ ধ্বনি। যারা বলছিলেন তারা সবাই ছিলেন বাংলাদেশের সমর্থক।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২৩০ রান তাড়ায় মাত্র ১৪২ রানে গুটিয়ে যাওয়া ৮৭ রানে হারের পর এসব নিয়ে কোন অভিযোগ জানানোর অবস্থা নেই সাকিবের। দর্শকদের দুয়ো নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন হলে বাংলাদেশ অধিনায়ক জানান, এমন পারফম্যান্সের পর এই আচরণ তাদের প্রাপ্য, ‘হতাশাজনক (দর্শকদের দুয়ো)। তারা আসলে ভালো কিছু আশা করেন। স্বাভাবিকভাবেই সেটা না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো বলার। তাদের প্রতি কোনো অভিযোগ নেই। আমরা যেভাবে খেলেছি আমি মনে করি এটা আমাদের প্রাপ্য।’ হারের দায় স্বীকার করে সাকিব শুধু একটা কথাই বলছেন যেমন খেলেছেন তারচেয়ে অনেক ভালো দল তারা, ‘কাউকে দোষারোপ করা ঠিক হবে না। আমরা এর চেয়ে ভালো দল। সেভাবে কিছুই করতে পারেনি। আমি নিশ্চিত ড্রেসিংরুমে সবাই এটা স্বীকার করবে। আমরা যা পারি এর কিছুই করতে পারিনি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...
মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক
থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের