জন্মদিনে টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করলেন কোহলি
০৫ নভেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ পিএম
‘সিটি অব জয়’ খ্যাত কলকাতায় বিরাট কোহলি নিজের ৩৫তম জন্মদিন রাঙালেন নিজস্ব ভঙ্গিমায়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচিন টেন্ডুলকারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। সাথে শ্রেয়াস আয়ারের ফিফটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে ভারত।
কলকাতার ইডেন গার্ডেন্সে আসরের ৩৭তম ম্যাচে টসজয়ী ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে তুলেছে ৩২৬ রান।
একদিনের ক্রিকেটে টেন্ডুলকারের ৪৯তম রেঞ্চুরির রেকর্ড স্পর্শ করার দিনে ১২১ বলে ১০ চারে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছেন কোহলি।
২৮৮ ম্যাচে ২৭৬ ইনিংসে এই কীর্তি গড়লেন কোহলি। সমান সংখ্যক শতক করতে টেন্ডুলকারের লেগেছিল ৪৬৩ ম্যাচ আর ৪৫২ ইনিংস।
এদিন দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এসেছে শ্রেয়াসের ব্যাট থেকে। চারে নেমে তিনি করেছেন ৮৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৭ রান।
এছাড়া রোহিত শর্মার ২৪ বলে ৪০, সূর্যকুমার যাদবের ১৪ বলে ২২ ও রবীন্দ্র জাদেজার ১৫ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস ভারতের বড় সংগ্রহে অবদান রাখে।
৩৫ বলে ৬২ রানের উড়ন্ত সূচনা এনে দেন রোহিত ও শুবমান গিল। এরপর পঞ্চাশোর্ধো জুটি আর একটি। তৃতীয় উইকেটে কোহলি-শ্রেয়াস জুটি থেকে আসে ১৫৮ বলে ১৩৪ রান। শ্রেয়াস লুঙ্গি এনগিদির শিকার হয়ে ফিরলেও শেষ পর্যন্ত খেলে মাঠ ছাড়েন কোহলি। কলকাতার কঠিন কন্ডিশনে দুইশ মিনিটের বেশি সময় ধরে ব্যাটিং করেন বার্থডে বয়।
১০ ওভারে স্রেফ ৩০ রানে ১ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার কেশব মহারাজ। মার্কো ইয়েনসেন ৯.৪ ওভারে দিয়েছেন ৯৪ রান। ওভারপ্রতি সাতের নিচে রান দিয়েছেন অআর কেবল কাগিসো রাবাদা, ১০ ওভারে ৪৮ রানে এই পেসার নেন রোহিতের উইকেট।
তবে প্রটিয়া দলে সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ইনিংসের শেষ ওভার অসমাপ্ত রেখেই এনগিদির খুড়িয়ে মাঠ ছাড়া।
সাত ম্যাচের সবকটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে দশ দলের তালিকায় শীর্ষে ভারত। সমান সংখ্যক ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে দক্ষিণ আফ্রিকা। নেট রান রেটে এগিয়ে থাকায় স্বাগতিকদের হারাতে পারলে তালিকার শীর্ষে উঠবে প্রটিয়ারা।
এখন পর্যন্ত ৯০ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫০টিতে এবং ভারতের জয় ৩৭ ম্যাচে। পরিত্যক্ত হয়েছে ৩ ম্যাচ।
বিশ্বকাপেও ভারতের বিপক্ষে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। পাঁচ বারের মোকাবেলায় দক্ষিণ আফ্রিকার জয় ৩টিতে। ভারত জিতেছে ২ ম্যাচে। অবশ্য বিশ্বকাপে সর্বশেষ দুই আসরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় আছে ভারতের।
ভারত: ৫০ ওভারে ৩২৬/৫ (রোহিত ৪০, শুভমান ২৩, কোহলি ১০১*, শ্রেয়াস ৭৭, রাহুল ৮, সূর্যকুমার ২২, জাদেজা ২৯*; অতিরিক্ত ২৬; এনগিদি ৮.২-০-৬৩-১, ইয়ানসেন ৯.৪-০-৯৪-১, রাবাদা ১০-১-৪৮-১, মহারাজ ১০-০-৩০-১, শামসি ১০-০-৭২-১, মার্করাম ২-০-১৭-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় ব্যবহৃত চাকুসহ আরো এক আসামী গ্রেফতার
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো
৪২ মিনিটেই নেইমারের আয় ১০১ মিলিয়ন ইউরো
ফেব্রুয়ারিতে পার্স-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
মাগুরায় পিলখানা হত্যাকান্ডে হত্যাকারী ও পরকল্পনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
কসাই থেকে নদীখেকো জাফর
পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাসের পাঁচ কর্মকর্তা প্রত্যাহার
ফ্যাসিবাদের চোখ রাঙানি উপেক্ষা করে সক্রিয় ছিল ইবি ছাত্রদল
সামনের বর্ষায় ঘাসে ঢাকা হবে রাজধানীর অনাবৃত সড়ক বিভাজন: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
মাদারীপুরে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের ৩ দফা দাবিতে মানববন্ধন
পূর্বাচলে প্লট দুর্নীতি : দুদকের মামলায় হাসিনা-পুতুলসহ ১৬ আসামি
কোকোর দেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান বড় ভূমিকা ছিল: কাজী শিপন
তারেক রহমান একজন মানবিক মানুষ: কাইয়ুম চৌধুরী
রাবির সাত হলে কুরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস, তদন্ত কমিটি গঠন
ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও সউদী আরব থেকে
যশোরে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন
অপরাধী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আবারও সিলেটের নায়ক জাকির, খুলনার টানা দ্বিতীয় হার
এবার হাসিনা-জয়ের বিরুদ্ধে নারী আইনজীবীর মামলা
ব্যবসায়ীকে কোপানোয় শাস্তির হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের