মলিন বিশ্বকাপের শেষে জয়ের স্বস্তি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের
১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম
ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়েই গত মাসে ভারতে পা রেখেছিল ইংল্যান্ড। তারকায় ঠাসা ইংলিশরা ছিল বিশ্লেষকদের চোখে অন্যতম ফেভারিটও।তবে আসরের শুরু থেকে অপ্রত্যাশিত ছন্দপতনের শুরু জস বাটলারের বাহিনীর।ফেভারিট হিসেবে শুরু করলেও পুরো আসর জুড়ে নিজেদের ছায়া হয়েছিল জস ইংল্যান্ড।ওপেনার টপ ওয়াটার ব্যাটসম্যানদের ভয়ংকর অফ ফর্ম,মিডল অর্ডারে বাটলার ব্রুকদের ছন্দহীনতা ও বোলারদের বিবর্ণতায় যেন ম্যাচ জিততেই ভুলে গিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। একের এক ম্যাচ হেরে অনেক আগেই ছিটকে গিয়েছিল সেমিফাইনালে দৌড় থেকেও।
তবে মলিন বিশ্বকাপের শেষটা স্বস্তির জয়ের করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ৯৩ রানে হারিয়েছে ইংল্যান্ড।শনিবার কলকাতার ইডেন গার্ডেনে ইংলিশদের দেওয়া ৩৩৭ রানের জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ২৪৪ রানে।১৯১ রানে ৯ উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত ২৪৪ অবধি যেতে পেরেছে তার অবদান হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিমের। শেষ উইকেট জুটিতে দ্রুত ব্যাট চালিয়ে এই দুই পেসার মিলে ৩৫ বলে যোগ করেন ৫৩ রান। যেটি ইনিংসেরই সর্বচ্চো জুটি।এই জয়ে সপ্তম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেটও নিশ্চিত করল ইংল্যান্ড।
নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে আমার ডেভিড উইলি ব্যাট হাতে শেষদিকে দ্রুত রান তোলার পর বল হাতেও ইংলিশ দারুণ শুরু এনে দিয়েছিলেন।নিজের প্রথম দুই ওভারেই দুই পাকিস্তানি ওপেনার মোহাম্মদ শফিক ও ফখর জামানের উইকেট তুলে নেন এই বাঁহাতি পেসার।১০ রানে দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তাননের হয়ে তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেন বাবর আজম ও রিজওয়ান।দুজনে মিলে দেখেশুনে ব্যাট করে যোগ করেন ৫১ রান।তবে দলীয় ৬১ রানের মাথায় ক্রমাগত বাড়তে থাকা আস্কিং রেটে চাপে বড় শট খেলতে গিয়ে বার বাবর আজম(৩৮) ক্যাচ দিয়ে আউট হলে এর পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড।
অধিনায়ক আউট হওয়ার পর সৌদ শাকিলকে নিয়ে চতুর্থ উইকেটে ৩৯ রানের আরেকটি ছোট জুটি গড়েন রিজওয়ান। তবে এবার ৩৬ রানে নিজে আউট হয়ে সতীর্থকে একা রেখে যান উইকেটরক্ষক ব্যাটার। কিছুক্ষণ পর অবশ্য ২৯ রানে শাকিলও ফিরে যান।আগা সালমানের ৪৫ বলে ৫১ রানের ইনিংসে কিছুটা লড়াই করলেও বাকি ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে দুইশোর আগেই অলআউটের শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে উইকেটে ৫৩ রানের জুটিতে হারিস রউফ ও ওয়াসিম জুনিয়র দলের মান বাচান। ক্যারিয়ারে শেষ ওয়ানডেতে ৫৬ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার উইলি।দুটি করে উইকেট শিকার করেছেন মইন আলী ও আদিল রাশিদ।
এর আগে দিনের শুরুতে 'ইডেনে গার্ডেনে সময় যত গড়ায় পিচে ততই ব্যাটম্যানদের জন্য কঠিন হয়ে পড়ে'-এটি বিবেচনায় নিয়ে জস বাটলার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
ওপেনিং জুটিতে কিছুটা সাবধানে শুরুর পর রেয়ারোস্টো ও মালান দুজনই হাত খুলে খেলেছেন।এই দুজনের ব্যাটে ভর করে ৭ ওভারেই ৫০ রানের কোটা পেরুনো ইংল্যান্ড ১০ ওভার শেষে বিনা উইকেটে তুলে ফেলে ৭১ রান।চলতি বিশ্বকাপে ছয় ম্যাচ পর পাওয়ার প্লে তে কোন উইকেট না হারায়নি ইংলিশরা।
তবে দারুণ শুরু এনে দেওয়ার পরে ইনফর্ম মালান(৩১) পার্ট টাইমার ইফতিখারের বলে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে ৮১ রানের উদ্বোধনী জুটি।পুরনো রুপে ফেরা বেয়ারোস্টো এর খানিক পরেই তুলে নেন আসরের নিজের দ্বিতীয় ফিফটি। যদিও হারিস রউফের বলে আগা সালমানকে ক্যাচ দিয়ে ফিফটির একটু পরেই ফিরেন এ মারকুটে ব্যাটসম্যান। তার ব্যাট থেকে আসে ৫৯ রান।এরপর তৃতীয় উইকেট যদি রুট ও স্টোকস দলকে এগিয়ে নেন।রুট শুরুতে কিছুটা সময় নিলেও স্টোকাস শুরু ব্যাট করেছেন করেছেন ইতিবাচক ধারায়। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান স্টোকস এই ম্যাচেও ছিলেন সেঞ্চুরির পথে। তবে দারুণ খেলতে থাকা এই বাঁহাতি অলরাউন্ডারকে ব্যক্তিগত ৮৪ রানে বোল্ড করেন শাহিন আফ্রিদি।আর তাতে রুট স্টোকসের ১২৩ রানে জুটি।
বিশ্বকাপে এটি স্টোকসের টানা তৃতীয় অর্ধশতক ছাড়ানো ইনিংস।সেঞ্চুরি না পেলেও ১১ চার ও দুই ছক্কা সাজানো পরিণত ইনিংসে স্টোক দলকে বড় রানের ভীত এনে দেন।স্টোক্স ফেরার আগে ফিফটি পূর্ণ করার রুটও শাহিন আফ্রিদির বলে দ্রুত রান তুলতে গিয়ে আউট হন ব্যাক্তিগত ৬০ রানে।৪২ ওভারে আড়াইশো পেরুনো ইংল্যান্ডের
হয়ে শেষ দিকে দ্রুত রান তোলার কাজটি করেন ব্রুক ও বাটলার।পঞ্চম উইকেট যদি তে দুইজনে মিলে যোগ করেন ২৬ বলে ৪৫ রান।ব্রুক করেন ১৭ বলে ৩০ রান,বাটলারের ব্যাট থেকে ১৮ বলে আসে ২৭ রান।শেষদিকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নানা উইলির ৫ বলে ১৫ রানের ইনিংসে ৩৩০ রানের কোটা পার করে ইংল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
স্পেনের ভ্যালেন্সিয়ায় বন্যা মোকাবিলায় কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে হাজারো মানুষের বিক্ষোভ
নতুন ধারাবাহিক 'হাউজ হাজবেন্ড' নিয়ে ছোট পর্দার ফিরছেন নির্মাতা ফরিদুল হাসান
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে তারেক রহমানের বাণী
বেনাপোল বন্দর দিয়ে যাত্রী পারপার কমে অর্ধেকের নিচে, রাজস্ব আদায়ে ধস
ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
কুড়িগ্রামে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
হোয়াইট হাউজে বাইডেনের সঙ্গে বুধবার দেখা করবেন ট্রাম্প
দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না : হাসনাত আব্দুল্লাহ
তারেক রহমানের পিপিই বিতরণ, বহিস্কৃত শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদক ফিরে পেলেন সদস্যপদ
বাতিল হচ্ছে শেখ পরিবারের নামের সব পুরস্কার
বাতিল হচ্ছে শেখ পরিবারের নামের সব পুরস্কার
ব্রিটিশ রাজা চার্লস ও পুত্র উইলিয়াম সমালোচনার মুখে পড়েছেন!
কোন বয়সে কতটা ঘুমোনো উচিত? আপনাদের বয়স অনুযায়ী মিলিয়ে নিন তালিকা
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার লিভ টু আপিল শুনানি শুরু
আ. লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা
শহীদ নূর হোসেনের প্রতি পরিবারের শ্রদ্ধা
গাজীপুরে বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত
বাতিল হচ্ছে হাওরের উড়ালসড়ক-মেট্রোরেলসহ বহু ‘ইচ্ছাপূরণ’ প্রকল্প
রাশিয়ার সঙ্গে উ.কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি আইন হিসেবে স্বাক্ষর পুতিনের
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানজনক বেতন কাঠামো হবে : ধর্ম উপদেষ্টা