বিপিএল দিয়েই ফিরবেন সাকিব-তামিম
২৪ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম
একজন আছেন চোটে, চোটের পাশাপাশি আগামী বেশ কিছু দিন তার থাকবে নির্বাচনী ব্যস্ততা। আরেকজনে এই মুহূর্তে নতুন কোন চোটে না থাকলেও লম্বা সময় নেই খেলায়, তার খেলায় ফেরার সহসা আভাসও মিলছে না। বাংলাদেশের ক্রিকেটের দুই বড় তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে তাই বিপিএলের আগে খেলতে দেখার সম্ভাবনা নেই।
২৮ নভেম্বর থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। আঙুলের চোটে সেখানে আগে থেকেই নেই সাকিব। প্রস্তুত না থাকায় আপাতত টেস্ট না খেলার কথা বিসিবিকে জানান তামিম। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের পর পরই কিউইদের দেশে যাবে বাংলাদেশ দল। সেখানে আছে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। সাকিব -তামিমকে কিউই সফরেও পাওয়া যাবে না।
নিউজিল্যান্ড সফরের আগে আঙুলের চোট ভালো হয়ে গেলেও সাকিব ব্যস্ত থাকতে পারেন নির্বাচনী কাজে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে তিনটি আসনে নমিনেশন চেয়েছেন তিনি। আগামী ৭ জানুয়ারি হবে জাতীয় সংসদ নির্বাচন। একটি আসনেও নমিনেশন পেলে ডিসেম্বর মাসজুড়ে প্রবল ব্যস্ত থাকতে হবে সাকিবকে।
তামিমের পরিস্থিতি ভিন্ন। টি-টোয়েন্টি থেকে তিনি আগেই অবসর নিয়েছেন। নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডেতেও তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এমনিতে পিঠের চোটে ভোগা তামিম খেলা চালিয়ে যাচ্ছিলেন ম্যানেজ করে। বিশ্বকাপ না খেলার সময়টায় তামিম চলে যান প্রস্তুতির বাইরে। খেলার মতন ফিটনেস পেতে সময় লাগবে তার।
ডিসেম্বর মাসে তার নিজেকে প্রস্তুত করার কাজে লাগাতে পারেন তিনি। জাতীয় নির্বাচন সময় মতন হলে ডিসেম্বরের ১০ তারিখ থেকে শুরু হতে পারে বিপিএলের নতুন আসর। সেক্ষেত্রে টি-টোয়েন্টির আসরটিতে ফরচুন বরিশালের হয়ে প্রস্তুত হয়ে নামতে পারেন তামিম।
বিপিএলের পর বাংলাদেশের খেলা আছে আর আগামী মার্চে। ঘরের মাঠে সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা। সাকিব-তামিম সেই সিরিজে খেলতে পারেন। তবে নিজেদের পরিকল্পনা এখনো বিসিবিকে জানাননি তারা। চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসর নেওয়া তামিমকে ঘিরে হয় চরম নাটকীয়তা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ফিরে এলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ার কোনদিকে যাবে বোঝা যাচ্ছে না। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেললেও অনেক ঘটনার পর আর তিনি থাকেননি বিশ্বকাপ দলে। বিশ্বকাপের পর তামিম আর বাংলাদেশের জার্সিতে কবে খেলবেন তা বলতে পারছেন না কেউ।
এদিকে, বিশ্বকাপটা ভালোভাবে কাটিয়েই দুঃসংবাদ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। কাঁধের চোটে নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে গেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তার চোট এবং পুনর্বাসন প্রক্রিয়ার ব্যাপারে জানতে চাইলে বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপের শেষ ম্যাচে ডাইভ দিতে গিয়ে কাঁধে আঘাত পায়। সেটার গুরুত্ব বিবেচনা করে রিয়াদকে আমরা দীর্ঘ সময় পুনর্বাসনের মধ্যে থাকার ব্যাপারে উপদেশ দিয়েছি। আপাতত ৪ সপ্তাহের জন্য বিশ্রামে থাকবে। প্রথম ২ সপ্তাহে পুরো বিশ্রামে রাখব আমরা। এরপরে সে ফিজিওথেরাপি শুরু করবে। বর্তমানে সে ফিজিওথেরাপি শুরুর প্রক্রিয়ার মধ্যেই আছে। আমরা ২-৩ সপ্তাহ পরপর রিভিউ করব এবং এরপর নির্দেশনা জানানো হবে। ওর কিছু ফিজিওথেপারি, অনুশীলন শুরু হয়েছে। পুনর্বাসনের প্রাথমিক পর্যায়ে সে আছে।’
এছাড়া হাঁটুর চোটে মাঠের বাইরে আছেন পেসার এবাদত হোসেন চৌধুরীও। হাঁটুর অস্ত্রোপ্রচারের প্রায় ২ মাস পর উন্নতি দেখলেও ক্রিকেটে ফেরার ব্যপারে কোনো আশার বানী শোনাতে পারলেন না দেবাশীষ, ‘লিগামেন্ট অপারেশনের পর খেলায় ফিরতে গড়ে ৮ মাসের মত সময় লাগে। পেসারদের ক্ষেত্রে বেশিও লাগতে পারে। ওর ২ মাসের কিছু বেশি হয়েছে। সেক্ষেত্রে অই হিসাবে আরও ৬ মাসের বেশি সময় লাগতে পারে।’
বিসিবির এই প্রধান চিকিৎসক জানালেন, ২-১ দিনের মধ্যে রিভিউর জন্য ইংল্যান্ডে যাচ্ছেন এবাদত। চলতি মাসের ৩০ তারিখ এপোয়েন্টমেন্ট করা আছে তরুন এই গতি তারকার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা