ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
স্টোকসের পর সরে দাঁড়ালেন রুট

সাকিব-লিটন-মুস্তাফিজ নেই

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৭ নভেম্বর ২০২৩, ১২:২২ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩, ১২:২২ এএম

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং ওপেনার লিটন কুমার দাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সে আর নেই। এ দুইজনকে আইপিএলের পরের মৌসুমের আগেই এ দুইজনকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স। এছাড়া মুস্তাফিজুর রহমানকেও আসন্ন আইপিএলে দেখা যাবে না দিল্লি ক্যাপিটালসে। তাকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের পর আইপিএলের আগামী আসর থেকে সরে দাঁড়িয়েছেন তারকা ব্যাটার জো রুট।
কলকতা এবং দিল্লি যথাক্রমে সকিব, লিটন ও মুস্তাফিজকে ছেড়ে দেওয়ায় আইপিএলের পরের মৌসুমে টুর্নামেন্টে খেলতে চাইলে তাদেরকে ফের নিলামে নাম তুলতে হবে। আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের পরের মৌসুমের নিলাম। তবে তার আগে গতকাল ছিল খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিন। গত কয়েক দিনে বেশ কয়েকজন খেলোয়াড় কেনাবেচা হয়েছে, কয়েকজন পরের মৌসুমে না খেলার ঘোষণাও দিয়েছেন। সর্বশেষ মৌসুমে নিলামে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। যদিও শেষ পর্যন্ত গতবারের আইপিএলে খেলেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলের একাধিক সিরিজের সঙ্গে সাংঘর্ষিক ছিল আইপিএলের সূচি। কলকাতার অনুরোধের ভিত্তিতে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে কয়েকটি ম্যাচের জন্য লিটনকে পেয়েছিল কলকাতা। তবে একটি ম্যাচ খেলেই ‘জরুরি পারিবারিক কারণে’ দেশে ফিরে আসেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সর্বশে মৌসুমে মুস্তাফিজ দিল্লির হয়ে খেলেছিলেন ২টি ম্যাচ। দুই ম্যাচ মিলিয়ে এ বাঁহাতি পেসার নিয়েছিলেন ১টি উইকেট।
এবার সাকিব-লিটনসহ ১২ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে কলকাতা। তাদের মধ্যে আছেন টিম সাউদি, লকি ফার্গুসন, শার্দূল ঠাকুরও। তবে দুই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে ধরে রেখেছে তারা। শ্রেয়াস আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়কেও রেখে দিয়েছে দলটি। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ছাড়াও দিল্লি ছেড়ে দিয়েছে রোভম্যান পাওয়েল, ফিল সল্ট, রাইলি রুশোকে। তারা ধরে রেখেছে পৃথ্বিশকে। অন্য দলগুলোর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স জফরা আর্চারকে ও সানরাইজার্স হায়দরাবাদ হ্যারি ব্রুকে ছেড়ে দিয়েছে। গতবারই ১৩ কোটি ২৫ লাখ রুপিতে ইংলিশ তরুণ ব্যাটসম্যানকে কিনেছিল দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। চেন্নাই সুপার কিংস বেন স্টোকস এবং রাজস্তান রয়্যালস ছেড়ে দিয়েছে জো রুটকে। যদিও এ দু’জনই ব্যক্তিগত কারণে নিজেদের আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন। ফলে আইপিএলের আগামী আসরে দেখা যাবে না স্টোকস ও রুটকে। এ বছরের শুরুতে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক হয় রুটের। ২০২৪ আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার একদিন আগে গতপরশু সাবেক ইংলিশ অধিনায়কের সরে দাঁড়ানোর খবর জানিয়ে রাজস্থান বলেছে, এই সিদ্ধান্তকে ‘সম্মান করে’ তারা। ২০২৩ আইপিএলের আগে নিলামে ১ কোটি রুপিতে রুটকে দলে নিয়েছিল রাজস্থান। তবে পুরো আসরে মাত্র তিন ম্যাচে সুযোগ পান তিনি, ব্যাটিং করেন একটি ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ওই ম্যাচে ১০ রান করেন তিনি। ক’দিন আগে আইপিএল থেকে সরে দাঁড়ান বেন স্টোকস। ওয়ার্কলোড সামলাতে ও ফিটনেস ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেন গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই অলরাউন্ডার।
এদিকে আবার নিজের পুরোনো দল মুম্বাইয়ে ইন্ডিয়ান্সে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। গত দুই মৌসুমে যিনি নেতৃত্ব দিয়েছিলেন নতুন দল গুজরাট টাইটানসকে। যদিও পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে রেখেই কাল ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে গুজরাট।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা