সাকিব-লিটন-মুস্তাফিজ নেই
২৭ নভেম্বর ২০২৩, ১২:২২ এএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩, ১২:২২ এএম
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং ওপেনার লিটন কুমার দাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সে আর নেই। এ দুইজনকে আইপিএলের পরের মৌসুমের আগেই এ দুইজনকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স। এছাড়া মুস্তাফিজুর রহমানকেও আসন্ন আইপিএলে দেখা যাবে না দিল্লি ক্যাপিটালসে। তাকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের পর আইপিএলের আগামী আসর থেকে সরে দাঁড়িয়েছেন তারকা ব্যাটার জো রুট।
কলকতা এবং দিল্লি যথাক্রমে সকিব, লিটন ও মুস্তাফিজকে ছেড়ে দেওয়ায় আইপিএলের পরের মৌসুমে টুর্নামেন্টে খেলতে চাইলে তাদেরকে ফের নিলামে নাম তুলতে হবে। আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের পরের মৌসুমের নিলাম। তবে তার আগে গতকাল ছিল খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিন। গত কয়েক দিনে বেশ কয়েকজন খেলোয়াড় কেনাবেচা হয়েছে, কয়েকজন পরের মৌসুমে না খেলার ঘোষণাও দিয়েছেন। সর্বশেষ মৌসুমে নিলামে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। যদিও শেষ পর্যন্ত গতবারের আইপিএলে খেলেননি তিনি। বাংলাদেশ জাতীয় দলের একাধিক সিরিজের সঙ্গে সাংঘর্ষিক ছিল আইপিএলের সূচি। কলকাতার অনুরোধের ভিত্তিতে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে কয়েকটি ম্যাচের জন্য লিটনকে পেয়েছিল কলকাতা। তবে একটি ম্যাচ খেলেই ‘জরুরি পারিবারিক কারণে’ দেশে ফিরে আসেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সর্বশে মৌসুমে মুস্তাফিজ দিল্লির হয়ে খেলেছিলেন ২টি ম্যাচ। দুই ম্যাচ মিলিয়ে এ বাঁহাতি পেসার নিয়েছিলেন ১টি উইকেট।
এবার সাকিব-লিটনসহ ১২ জন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে কলকাতা। তাদের মধ্যে আছেন টিম সাউদি, লকি ফার্গুসন, শার্দূল ঠাকুরও। তবে দুই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনকে ধরে রেখেছে তারা। শ্রেয়াস আইয়ার, রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়কেও রেখে দিয়েছে দলটি। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ছাড়াও দিল্লি ছেড়ে দিয়েছে রোভম্যান পাওয়েল, ফিল সল্ট, রাইলি রুশোকে। তারা ধরে রেখেছে পৃথ্বিশকে। অন্য দলগুলোর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স জফরা আর্চারকে ও সানরাইজার্স হায়দরাবাদ হ্যারি ব্রুকে ছেড়ে দিয়েছে। গতবারই ১৩ কোটি ২৫ লাখ রুপিতে ইংলিশ তরুণ ব্যাটসম্যানকে কিনেছিল দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়েছে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। চেন্নাই সুপার কিংস বেন স্টোকস এবং রাজস্তান রয়্যালস ছেড়ে দিয়েছে জো রুটকে। যদিও এ দু’জনই ব্যক্তিগত কারণে নিজেদের আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন। ফলে আইপিএলের আগামী আসরে দেখা যাবে না স্টোকস ও রুটকে। এ বছরের শুরুতে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেক হয় রুটের। ২০২৪ আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার একদিন আগে গতপরশু সাবেক ইংলিশ অধিনায়কের সরে দাঁড়ানোর খবর জানিয়ে রাজস্থান বলেছে, এই সিদ্ধান্তকে ‘সম্মান করে’ তারা। ২০২৩ আইপিএলের আগে নিলামে ১ কোটি রুপিতে রুটকে দলে নিয়েছিল রাজস্থান। তবে পুরো আসরে মাত্র তিন ম্যাচে সুযোগ পান তিনি, ব্যাটিং করেন একটি ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ওই ম্যাচে ১০ রান করেন তিনি। ক’দিন আগে আইপিএল থেকে সরে দাঁড়ান বেন স্টোকস। ওয়ার্কলোড সামলাতে ও ফিটনেস ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেন গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা এই অলরাউন্ডার।
এদিকে আবার নিজের পুরোনো দল মুম্বাইয়ে ইন্ডিয়ান্সে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। গত দুই মৌসুমে যিনি নেতৃত্ব দিয়েছিলেন নতুন দল গুজরাট টাইটানসকে। যদিও পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে রেখেই কাল ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে গুজরাট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার