পাকিস্তানকে হতাশ করে লাগাম অস্ট্রেলিয়ার হাতেই
১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম
তৃতীয় দিন শেষেও পার্থ টেস্টের লাগাম পুরোপুরি নিজেদের হাতেই রেখেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দিতে চায় তারা। এজন্য সফরকারী দলটিকে ফলোঅন করিয়ে আবার ব্যাটিংয়ে পাঠানোর সুযোগ থাকলেও তা করলেন না স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স।
তৃতীয় দিন শেষে ৩০০ রানের লিড অস্ট্রেলিয়ার। হাতে ৮ উইকেট। শেষ বিকেলে অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটিতে ক্রিজে আছেন উসমান খাজা ও স্টিভেন স্মিথ। দুজন পার করে দিয়েছেন ২৫.৪ ওভার। ১০৬ বলে ৩৪ রানে ব্যাট করছেন খাজা। স্মিথ ব্যাটে আছেন ৭২ বলে ৪৩ রানে।
২ উইকেটে ১৩২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান আর ১৩৯ রান তুলতেই হারিয়ে ফেলে বাকি ৮ উইকেট। প্রথম ইনিংসে তারা গুটিয়ে যায় ২৭১ রানে। প্রথম ইনিংস তারা শেষ করে ২১৬ রানে পিছিয়ে। প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
তৃতীয় দিন পুরোপুরি দুই সেশন ব্যাট করেছে পাকিস্তান। তাদের ইনিংস গুটিয়ে যাওয়ার সাথেই আসে চা বিরতির ঘোষণা। আগের দিন এক উইকেট নেওয়া নাথান লায়ন এদিন নেন ইমাম–উল–হক এবং আমের জামালের উইকেট। ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে আর এক উইকেট দরকার এই অফ স্পিনারের।
৩ উইকেটে ১৮১ রানের মুটামুটি ভালো অবস্থানে ছিল পাকিস্তান। এরপর ১৪ রানের ব্যবধানে তারা হারিয়ে বসে ৪ উইকেট। ভালো শুরু পেয়েও ৫৪ বলে ২১ রান করে মিচেল মার্শের বলে কটবিহাউন্ড হন সবচেয়ে বড় আস্থান নাম বাবর আজম। ধৈর্যের পরীক্ষায় নামা ইমাম-উল হক হঠাৎই তা হারিয়ে বসেন। শেষ পর্যন্ত ১৯৯ বলে ৬২ রানে লায়নকে ক্রিজে ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন ইমাম।
তার আগে বাবরকে নিয়ে ১০৪ বলে ৪৮ রানের জুটি গড়েছিলেন এই বাঁহাতি। পাকিস্তান এরপর তেমন বড় জুটি গড়তে পারেনি। সপ্তম উইকেটে আগা সালমান ও সৌদ শাকিল ৬৬ বলে ৩৫ রানের জুটি গড়ে পাল্টা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু ২৮ রান করা সৌদ জস হ্যাজলউডকে উইকেট দেন। আগা সালমান ২৮ রানে এক প্রান্তে অপরাজিত ছিলেন।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ছয় বোলারই পেয়েছেন উইকেটের দেখা। ৬৬ রানে ৩ উইকেট লায়নের। ২টি করে উইকেট প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের।
বল হাতে দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের আভাস দেন অভিষিক্ত খুররাম শেহজাদ। দলীয় ৫ রানেই তিনি সাজঘরে ফেরান প্রথম ইনিংসে দেড়শর্ধো ইনিংস খেলা ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনকে। এরপরই প্রতিরোধ গড়ে তোলেন খাজা ও স্মিথ।
অস্ট্রেলিয়ার মাটিতে কখনই টেস্ট সিরিজ না জেতা পাকিস্তানকে এই ম্যাচ জিততে অভাবনীয় কিছুই করে দেখাতে হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা