ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

তবুও সিরিজ বাঁচলো না

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২১ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম

সৌম্য সরকারের ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচাতে পারেনি বাংলাদেশ! গতকাল নেলসনের সাক্সটন ওভালে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড ২২ বল হাতে রেখেই ৭ উইকেটে হারায় বাংলাদেশকে। এই জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে কিউইরা। আগে ব্যাট করে ওপেনার সৌম্য সরকারের দৃষ্টিনন্দন শতকে ৪৯.৫ ওভারে ২৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে উইল ইয়াং ও হেনরি নিকোলসের দারুণ হাফসেঞ্চুরিতে ৪৬.২ ওভারে ৩ উইকেটে ২৯৬ রান তুলে বড় জয়ের সঙ্গে সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড।

ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল সিরিজ বাঁচানোর লড়াই। তাই এ ম্যাচ জেতার জন্য প্রাণপণ চেষ্টা করেছে টাইগাররা। সৌম্য সরকারের দেড়শ’ ছাড়ানো দুর্দান্ত ইনিংসের উপর ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহও পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত কিউইদের আটকানো যায়নি। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় তারা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এনামুল হক বিজয় ও সৌম্যর উদ্বোধনী জুটি ভাঙে পঞ্চম ওভারে দলীয় ১১ রানেই। অ্যাডাম মিলনের বেরিয়ে যাওয়া বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় সিøপে ক্যাচ দিয়ে ফেরেন বিজয় (১২ বলে ২)। সঙ্গী হারালেও সৌম্যকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, উইল ও’রউর্কের করা ইনিংসের অষ্টম ওভারে তিনটি বাউন্ডারি হাঁকান এ বাঁহাতি। কিন্তু পরের ওভারেই ফের ধাক্কা খায় বাংলাদেশ। এবার সৌম্যকে রেখে ড্রেসিংরুমে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরাবরের মতো দৃষ্টিকটু আউট হন শান্ত (৯ বলে ৬)। জ্যাকব ডাফির বলটি আলগাভাবে ফ্লিক করতে গেলে ব্যাটের সাইডে লেগে উঠে যায় আকাশে। সহজ ক্যাচ নেন নিকোলস। দলীয় ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটন কিউই পেসার ডাফির বলে দৃষ্টিনন্দন এক বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই কভার পয়েন্টে উইকেট বিলিয়ে দেন। তিনি ১১ বলে করেন ৬ রান। ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ। সৌম্য আর তাওহিদ হৃদয়ের জুটিটা ভালোভাবেই এগোচ্ছিল। ৩৬ রানে তাদের জুটি ভাঙে দুর্ভাগ্যজনকভাবে। সৌম্যর শট বোলার ক্লার্কসনের হাতে লেগে ভেঙে যায় ননস্ট্রাইকের স্টাম্প। হৃদয় কিছুটা বাইরে ছিলেন। ১৬ বলে ১২ করে ফিরতে হয় তাকে। ফলে ১৬.৫ ওভারে ৮০ রানে বাংলাদেশ হারায় ৪ উইকেট। সেখান থেকে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে পঞ্চম উইকেটে দারুণ এক জুটি গড়েন সৌম্য। ১০৭ বলে তারা যোগ করেন ৯১ রান। অবশেষে মুশফিককে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে জুটিটি ভাঙেন ডাফি। ৫৪ বলে ৫ বাউন্ডারিতে ৪৫ রান করেন মুশফিক। তবে সৌম্য তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ১১৬ বলে। অসাধারণ ব্যাটিংয়ে চার-ছক্কায় মাঠ গরম করা সৌম্যের সুযোগ ছিল দেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি গড়া। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। সৌম্য মাত্র ৮ রানের জন্য তাকে পেছনে ফেলতে পারেননি। ইনিংসের পাঁচ বল বাকি থাকতে দলীয় ২৯০ রানে উইলিয়াম ও’রোর্কের বলে এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য। ১৫১ বলে গড়া সৌম্যের ১৬৯ রানের ইনিংসে ছিল ২২টি চার ও ২টি ছক্কার মার। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে বড় শট খেলতে গিয়ে ও’রোর্কের বলে নিকোলসের হাতে ধরা পড়েন তিনি। সৌম্য আউট হওয়ার পর দলীয় সংগ্রহে মাত্র ১ রান যোগ করতে পেরেছেন পরবর্তী দুই ব্যাটার। বিলিয়ে দিয়েছেন আরও দুই উইকেট। অর্থাৎ শেষ ওভারে বাংলাদেশ মাত্র ১ রানে হারায় তিনটি উইকেট। ১ বলে ১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শরিফুল ইসলাম। ইনিংসের এক বল বাকি থাকতে তিনশ’ থেকে মাত্র ৯ রান দূরে থেকে গুটিয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রোর্ক এবং জ্যাকব ডাফি যথাক্রমে ৪৭ ও ৫১ রানে প৪ান ৩টি করে উইকেট।

জয়ের জন্য বড় লক্ষ্য তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রাবিন্দ্রা। উদ্বোধনী জুটিতে ৭৬ রান তোলেন তারা। ১১ ওভারে ফিফটির (৩৩ বলে ৭ চার ও এক ছক্কায় ৪৫ রান) কাছাকাছি গিয়ে হাসান মাহমুদের বলে রিসাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন রাবিন্দ্রা। তবে সেঞ্চুরির দিকে ঠিকই এগিয়ে যান ইয়াং। কিন্তু হাসান মাহমুদ তাকে সেঞ্চুরি করতে দেননি। ৮৯ রানের মাথায় (৯৪ বলে) ইয়াংকে বোল্ড করে দেন এই ডানহাতি পেসার। ইয়াংয়ের ইনিংসে ৮টি চার ও ২টি ছয়ের মার ছিল। ফলে ৩২.৫ ওভারে দলীয় ২০৪ রানে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা। তবে তিন নম্বরে নেমে আরও একটি দুর্দান্ত ইনিংস খেলেন হেনরি নিকোলস। ফিফটি হাঁকানোর পর সেঞ্চুরির একেবারে কাছাকাছি গিয়ে ফেরেন তিনি। ৪০.৪ ওভারে দলীয় ২৬০ রানে শরিফুলের বলে রিসাদকে ক্যাচ দেন নিকোলস। ফেরার আগে ৯৯ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৯৫ রান। এরপর অধিনায়ক টম ল্যাথাম ৩২ বলে ৩৪ আর টম ব্লান্ডেল ২০ বলে ২৪ রান তুলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। বাংলাদেশের হয়ে ৫৭ রানে ২ উইকেট পান হাসান মাহমুদ। শরিফুল ৪৯ রান খরচায় পান ১টি উইকেট। হেরেও ম্যাচসেরার পুরস্কার পান সৌম্য সরকার। সিরিজের শেষ ম্যাচটি আগামী শনিবার মাঠে গড়াবে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা