ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১
শচীন-মুশফিককে ছাড়িয়ে সৌম্য

আস্থার প্রতিদান দেয়া স্মরণীয় সেঞ্চুরি

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২১ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম

ব্যাটে রান নেই, ফিল্ডিং-বোলিংও যাচ্ছেতাই। চারিদিকে সৌম্য সরকারকে নিয়ে যখন সমালোচনার ঝড় তখন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ শতক উপহার দিলেন এই বাঁহাতি ব্যাটার। ৫ বছর পর তিন অঙ্কের দেখা পেলেন এই ওপেনার। ক্যারিয়ারে এটি তার তৃতীয় শতক। দ্বিতীয় শতকটি এসেছিল ২০১৮ সালের অক্টোবরে। দেশটিতে বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন তিনি।

ঘুরে দাঁড়ানোর ইনিংস সম্ভাবত একেই বলে। ধারাবাহিক খারাপ ফর্মের কারণে চারিদিকে যখন তাকে নিয়ে এত সমালোচনা তখন রেকর্ডে মোড়া এক ইনিংস উপহার দিলেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গতকাল নেলসনের সেক্সটন ওভালে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ২৯১ রান। যেখানে সৌম্য একাই করেন ১৫১ বলে ১৬৯। যাতে ছিল ২২টি চার ও ২টি ছক্কা। দেশের বাইরে কোনো বাংলাদেশির এটিই সর্বোচ্চ রানের ইনিংস। এশিয়ার কোনো দেশের হয়েও সর্বোচ্চ ইনিংস এটি।

ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে স্বীকৃত ক্রিকেটে সর্বশেষ শতকের দেখা পেয়েছিলেন সৌম্য। মাঝে ছিলেন দলের বাইরে। নিউজিল্যান্ডের কন্ডিশনে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে ভরসা রাখা হয় তার ওপর। প্রথম ম্যাচে ০ রানে ফিরলেও দ্বিতীয় ওয়ানডেতে টিম ম্যানেজমেন্টের সে আস্থার প্রতিদান দিলেন সৌম্য। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে কিংবা দেশটিতে রেকর্ড মোটেও ভালো নয় সৌম্যর। সেটা কিছুটা ভালো করতে পারলেন এবার। প্রথম ম্যাচে শূন্যতে ফেরার পর করলেন দারুণ সেঞ্চুরি। শতকে যেতে তার লেগেছে ১১৫ বল। ফিফটির পর ভাগ্যের ছোঁয়া পেয়েছেন মোট চারবার। ৫০-৬০ রানের মাঝে জীবন পেয়েছেন তিনবার। ৯০-এর পর গিয়ে আরেকবার। সে সব কাজে লাগিয়ে খেলেন ঝলমলে এক সেঞ্চুরি।

নিউজিল্যান্ডের মাটিতে কোনো বাংলাদেশির আগের সর্বোচ্চ ইনিংস ছিল ২০১৫ বিশ্বকাপে হ্যামিল্টনে স্বাগতিকদের বিপক্ষে মাহমুদউল্লাহর অপরাজিত ১২৮ রান। এশিয়ান ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে এখন সর্বোচ্চ ইনিংসও সৌম্যর। এই হিসাবে তিনি ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে। ২০০৯ সালে কিউইদের বিপক্ষে অপরাজিত ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটিং গ্রেট। ৭ রানের জন্য লিটন দাসের রেকর্ড স্পর্শ করা হয়নি সৌম্যের। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের করা ১৭৬ রান ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। তামিম ইকবাল ও লিটনের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ১৫০ পেরোলেন সৌম্য।

অল্পের জন্যই ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটা করা হয়নি সৌম্য সরকারের। তবে নেলসনে আজ আরেকটি রেকর্ডে বাংলাদেশের এক নম্বর হয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ করেছিল ২৯১, এই রানের ১৬৯-ই এসেছে সৌম্যর ব্যাট থেকে। যা দলের রানের ৫৮.০৭ শতাংশ। ওয়ানডেতে বাংলাদেশের ইনিংসে শতকরা হিসেবে সর্বোচ্চ অবদানের রেকর্ড এটিই।

সৌম্য পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমকেও। ২০১৮ এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ২৬১ রানের ১৪৪-ই করেছিলেন মুশফিক। যা ছিল মোট রানের ৫৫.১৭ শতাংশ। ওই ম্যাচটি আরেকটি কারণেও স্মরণীয় হয়ে আছে। ভাঙা আঙুল নিয়ে তামিম ইকবালের ব্যাটিং করার কারণে। বাংলাদেশের ওপেনার ইনিংসের শুরুতে ৩ বলে ২ রান করে উঠে যেতে বাধ্য হয়েছিলেন চোটে পড়ে। ৪৭তম ওভারে দল নবম উইকেট হারানোর পর বাঁহাতে ব্যান্ডেজ নিয়ে আবার নেমে পড়েন তামিম। এক হাত দিয়ে ব্যাট ধরে ওভারের শেষ বলটি ঠেকিয়েও দেন। অন্য প্রান্তে মুশফিকের রান তখন ১১২। সেই মুশফিক এরপর আউট হওয়ার আগে টানা ১৪ বল খেলে তুলেছিলেন আরও ৩২ রান। তামিমের সাহায্য নিয়ে মুশফিক ভেঙেছিলেন তামিমেরই রেকর্ড। ২০১০ সালে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ২২৮ রানের ১২৫-ই ছিল তামিমের। শতকরা হিসেবে যা ৫৪.৮২।

ওয়ানডে দলীয় রানে সর্বোচ্চ অবদানের রেকর্ডটি ভিভ রিচার্ডসের। ১৯৮৪ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ২৭২ রানের ১৮৯-ই এসেছিল রিচার্ডসের ব্যাট থেকে। শতকরা হিসেবে দলের রানের অবদান ছিল ৬৯.৪৭ ভাগ। এদিন ম্যাচে ২২টি চার মেরেছেন সৌম্য। ওয়ানডেতে এক ম্যাচে যা বাংলাদেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ। আগের রেকর্ডটা তামিমের। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রান করার পথে ২০টি চার মেরেছিলেন তামিম। সৌম্য এদিন ছক্কাও মেরেছেন ২টি। ইনিংসে ২৪টি চার-ছক্কা, এটিও বাংলাদেশের রেকর্ড। তবে এই রেকর্ডে আছে লিটন দাসের নামও। ২০২০ সালে সিলেটেই জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ১৭৬ রানের ইনিংসটি খেলার পথে ১৬টি চার ও ৮টি ছক্কা মেরেছিলেন লিটন।

চার-ছক্কায় লিটনকে ছুঁলেও এক ম্যাচে বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকে মোট রানে লিটনের পেছনেই আছেন সৌম্য। ২০২০ সালের ওই ম্যাচে লিটন চার-ছক্কা থেকেই নিয়েছিলেন ১১২ রান। সৌম্য এদিন চার-ছয়ে করেছেন ঠিক ১০০ রান। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে চার-ছক্কায় ১০০ রান আছে শুধু লিটন-সৌম্যরই। তার এমন কীর্তিমাখা ম্যাচে বাংলাদেশ অবশ্য জিততে পারেনি। হেরেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। তবে চোখ ধাঁধানো ইনিংসে ম্যাচসেরা হয়েছেন সৌম্যই।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
১৯ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নামছে উইন্ডিজ
নাহিদকে নিজের দলে নিতে চেয়েছিলেন ইফতিখার
আরও

আরও পড়ুন

ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন

ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন

গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা

গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা

ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা

ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা

‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’

‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’

অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ

অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ

জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম

জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম

মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ

মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ

গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম

গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম

মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী

মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?

ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?

যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস

যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস

মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক

বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক

প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম

প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম

অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন

অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন

ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল

স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল