মাশরাফির রেকর্ড এখন হাবিবুরের
২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ এএম
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন হাবিবুর রহমান। ¯্রফে ৪৯ বলে শতক হাঁকিয়ে তিনি ছাড়িয়ে গেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার রেকর্ড। গতকাল বিসিএল ওয়ানডেতে কক্সবাজারে মধ্যাঞ্চলের বিপক্ষে এই রেকর্ড গড়েন উত্তরাঞ্চলের উদ্বোধনী ব্যাটসম্যান হাবিবুর। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০১ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। লক্ষ্য তাড়ায় মাত্র ৪৯ বলে ১০০ রান করেন হাবিবুর। রেকর্ডটি গড়ার পথে মারেন ৭ চার ও ৮ ছক্কা। থেমেছেন ক্যারিয়ার সেরা ১১৭ রানের ইনিংস খেলে। তার ৬১ বলের ইনিংস গড়া ৯টি করে ছক্কা ও চারে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫০ বলে শতক করেছিলেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেই ম্যাচ হয়েছিল নারায়ণগঞ্জের ফতুল্লায়। তবে সব দেশ মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসের দ্রুততম ১০ শতকের তালিকায় নেই হাবিবুর। এ তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাগার্ক। গত ৭ অক্টোবর দেশটির ঘরোয়া টুর্নামেন্ট দ্য মার্শ কাপে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ১৩ ছক্কা, ১০ চারে মাত্র ২৯ বলে শতক পূরণ করেন ফ্রেজার-ম্যাগার্ক। তাসমানিয়ার বিপক্ষে সে ম্যাচ হয়েছিল অ্যাডিলেডে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩১ বলে সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের।
ফাইনালের টিকেট পেতে উত্তরাঞ্চলের শুধু জিতলেই হতো না, ব্যবধানটাও হতে হতো বেশ বড়। হাবিবুরের রেকর্ড গড়া এই শতকে মধ্যাঞ্চলকে বড় ব্যবধানে হারিয়ে তাদের টপকে বিসিএলের ফাইনালে চলে গেছে উত্তরাঞ্চল। প্রথম দুই ম্যাচেই জিতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলেও এদিন হোঁচট খায় মধ্যাঞ্চল। তাদের দেওয়া ২০২ রানের লক্ষ্য ২৪.৪ ওভারেই পেরিয়ে গিয়ে নেট রান রেটে বড় লাফ দিয়ে ফাইনাল নিশ্চিত করে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি।
অথচ প্রথম দুই ম্যাচ জিতে ফাইনালে ওঠার বড় দাবিদার ছিল মধ্যাঞ্চল। শেষ ম্যাচে বড় ব্যবধানে হারায় তাদের নেট রান রেটে (-০.৬৯২) লেগেছে বড় ধাক্কা। শ্রেয়তর নেট রান রেটে (০.৬৬১) তাদের টপকে গেছে উত্তরাঞ্চল। যা সম্ভব হয়েছে হাবিবুরের তা-বে। ৯টি করে চার-ছক্কায় ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলে অনুমেয়ভাবেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ২৪ বছর বয়সী ওপেনার।
দিনের অন্য ম্যাচে দল ফাইনালে উঠলেও ১ রানের আক্ষেপে পুড়েছেন জাকির হাসান। দক্ষিণাঞ্চলকে ৭ উইকেটে হারানো ম্যাচে ৯৯ রানে রানআউট হন পূর্বাঞ্চলের এ ব্যাটসম্যান। এ ম্যাচেও পূর্বাঞ্চলের জয়ের ভিত গড়ে দেন বোলাররাই। টসে হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণাঞ্চল গুটিয়ে যায় ৪১.৩ ওভারে ২০৭ রানেই। দক্ষিণাঞ্চলের প্রথম চার ব্যাটসম্যানই ভালো শুরু পেয়েছিলেন, তবে ইনিংস বড় করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪৭ রান করেন ছয়ে নামা মোসাদ্দেক হোসেন। দ্বিতীয় উইকেটে আসে সর্বোচ্চ ৪৯ রানের জুটি। পূর্বাঞ্চলের অফ স্পিনার নাঈম হাসান ৪ উইকেট নেন ৫৫ রানে, ২টি উইকেট নেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
আগামীকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে উত্তরাঞ্চল। ম্যাচ শুরু দুপুর সাড়ে ১২টায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা
বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন
দ্রুত নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব: রেজাউল করিম
মসজিদের ইমাম নিয়োগেও করতে হচ্ছে মানববন্ধন, ১৮ বছরেও হয়নি নিয়োগ
হামলা-লুটপাট ও অগ্নিসংযোগসহ সব নির্যাতন করেছে আ.লীগ: হিন্দু মহাজোট সভাপতি