সিলেটকে উড়িয়ে জয়ে ফিরল রাজশাহী
১৭ জানুয়ারি ২০২৫, ০৫:২৯ পিএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৬:০৬ পিএম
মিলিত প্রচেষ্টায় লড়াকু সংগ্রহের পর বল হাতেও একসাথে জ্বলে উঠলেন তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, আফতাম আলমরা। সিলেট স্ট্রাইকার্সকে আবারও পরাজয়ে ভাসিয়ে জয়ে ফিরল মাঠের বাইরে উত্তপ্ত সময় পার করা দুর্বার রাজশাহী।
চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে শুক্রবার সিলেটকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে এনামুল হকের নেতৃত্বাধীন দলটি। ১৮৫ রানের লক্ষ্যে ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট।
সাত ম্যাচে রাজশাহীর এটি তৃতীয় জয়। এই জয়ে পয়েন্ট তালিকার ছয় থেকে এক লাফি চারে উঠে এসেছে দলটি। অন্যদিকে সাত ম্যাচে পঞ্চম হারের তিক্ততা পাওয়া সিলেট নেমে গেছে ছয়ে।
পারিশ্রমিক বকেয়া থাকায় চট্টগ্রাম পর্বে এসেই অনুশীলন বয়কট করেন রাজশাহীর ক্রিকেটাররা। সেই শঙ্কট দূর হওয়ার পর মাঠে নেমেই নামের সার্থকতা প্রমাণ করল দলটি। ২৫ রানে ৩ উইকেট নিয়ে জয়ের নায়ক সানজামুল।
লক্ষ্য তাড়ায় ১৩ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় সিলেট। নিজের টানা দুই ওভারে দুটি উইকেটই নেন সানজামুল। এরপর ৪৩ বলে ৫৮ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান জাকির হাসান ও জর্জ মানসি।
অনিয়মিত বোলার মার্ক দিয়ালের বলে ক্যাচ দিয়ে জাকির ফিরলে ভাঙে জুটি। ২৮ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন জাকির।
এরপর উল্লেখ করার মতো আর জুটি পায়নি সিলেট। মানসিও দ্রতই আউট হন ২২ বলে ২০ রানের ধীর ইনিংস খেলে। বাকিদের নিয়ে ২০ বলে ৩১ রান পর্যন্ত করতে পারেন জাকের আলি। সিলেট ১৭.৩ ওভারেই গুটিয়ে যায় ১১৯ রান।
বল হাতে রাজশাহীর জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন সানজামুল, নেন ২৫ রানে ৩ উইকেট। দুটি করে শিকার ধরেন তাসকিন, মৃত্যুঞ্জয় ও আফতাব। তাসকিন ৩.৩ ওভারে দেন স্রেফ ১৪ রান।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেন রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। দু’জনে ৩ ওভারে ২৯ রান তুলেন। দুজনেই আউট হন ভালো শুরুর আভাস দিয়ে।
চতুর্থ ওভারের প্রথম বলে হারিসকে ফিরিয়ে সিলেটকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাহিদুল ইসলাম। ২টি ছক্কায় ১৪ বলে ১৯ রান করেন হারিস।
এরপর অধিনায়ক এনামুল হককে নিয়ে ২৪ বলে ২৪ রানের জুটি গড়ে নাহিদুলের দ্বিতীয় শিকার হন জিশান। ১টি চার ও ২টি ছক্কায় ১৮ বলে ২০ রান করেন জিশান।
দলীয় ৫৩ রানে জিশান ফেরার পর মিডল অর্ডারের তিন ব্যাটারের ঝড়ো জুটিতে বড় সংগ্রহের পথ পায় রাজশাহী। তৃতীয় থেকে পঞ্চম উইকেটে ৫২ বলে ১শ রান তুলে রাজশাহী।
মিডল অর্ডারে এনামুল ৩টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৩২, রায়ান বার্ল ১টি চার ও ৪টি ছক্কায় ৪১ ও ইয়াসির আলি ১০ বলে ১৯ রান করেন।
শেষ দিকে আকবার আলির ১৫ বলে ১৪ এবং মৃত্যুঞ্জয়ী চৌধুরির ৬ বলে ১২ রানের উপর ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় রাজশাহী।
বল হাতে সিলেটের রুয়েল মিয়া ৩টি এবং নাহিদুল-নিহাদুজ্জামান ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
দুর্বার রাজশাহী: ২০ ওভারে ১৮৪/৭ (হারিস ১৯, জিসান ২০, এনামুল ৩২, বার্ল ৪১, ইয়াসির ১৯, আকবর ১৪*, ডেয়াল ৭, মৃত্যুঞ্জয় ১২; টপলি ৪-০-৩৯-০, নাহিদুল ৪-০-২০-২, রুয়েল ৪-০-৩২-৩, নিহাদউজ্জামান ৪-০-৩৭-২, স্টারলিং ১-০-১৯-০, আরিফুল ৩-০-৩৫-০)
সিলেট স্ট্রাইকার্স: ১৭.৩ ওভারে ১১৯ (রনি ৪, স্টারলিং ২, জাকির ৩৯, মানজি ২০, জোন্স ৫, জাকের ৩১, নাহিদুল ১, আরিফুল ৬, নিহাদ উজ জামান ০, রুয়েল ৩*, টপলি ০; সানজামুল ৪-০-২৫-৩, তাসকিন ৩.৩-০-১৪-২, জিসান ৩-০-৩১-০, মৃত্যুঞ্জয় ৩-০-১৬-২, আফতাব ৩-০-২৪-২, ডেয়াল ১-০-৫-১)
ফল: দুর্বার রাজশাহী ৬৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সানজামুল ইসলাম
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
মুক্ত বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
স্মার্টফোনের দাসত্ব থেকে মুক্তির উপায়
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দারিদ্র্য বিমোচনে যাকাত : প্রেক্ষিত বাংলাদেশ