বৃষ্টিতে পেছাল বাংলাদেশের উৎসব!
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
নিউজিল্যান্ড-বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ পর্যন্ত জিতল বৃষ্টি! আর এতে পেছাল কিউইদের মাঠে প্রথমবারের বাংলাদেশের সিরিজ জয়ের উৎসব। গতকাল নিউজিল্যান্ডের মাউন্ট মুঙ্গানুইতে কিউই ও টাইগারদের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটি বৃষ্টির কারণে প- হলো। ১১ ওভার পর্যন্ত খেলা হওয়ার পর বৃষ্টির তেজ বাড়লে ম্যাচটি বাতিল ঘোষণা করেন আম্পায়াররা। ম্যাচ বাতিল ঘোষণার আগে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ১১ ওভারে ২ উইকেটে তোলে ৭২ রান। তাদের রানরেট ছিল ৬.৫৪। ফলে বাংলাদেশের সামনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মোটামুটি সহজ লক্ষ্য পাওয়ার সম্ভাবনা ছিল। ১০ ওভারে ৮৫ রান কিংবা নিদেনপক্ষে ৫ ওভার খেলা হলেও ও ৪৬ তাড়া করার সুযোগ ছিল টাইগারদের। কিন্তু অনেকটা সময় অপেক্ষার পরও আবহাওয়ার উন্নতি না হওয়ায় ম্যাচটি আর মাঠে গড়ানো যায়নি। ফলে প্রথম টি-টোয়েন্টি জয়ের সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইলো বাংলাদেশ। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ।
এই ম্যাচ জিতলে টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে আরেকটি ইতিহাস গড়বে বাংলাদেশ। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে তাদের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতে নতুন ইতিহাস গড়বেন নাজমুল হোসেন শান্তরা। এর আগে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামীকাল নিউজিল্যান্ডকে হারালে টানা চতুর্থ সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। পাশাপাশি সব মিলিয়ে ১৪তম টি-টোয়েন্টি সিরিজ জেতা হবে বাংলাদেশের।
কাল মাউন্ট মুঙ্গানুইতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেখ মেহেদি হাসানের স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন তিনি। প্রথম ওভারে মেহেদি দেন ৯ রান। দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই সাফল্য পান পেসার শরিফুল ইসলাম। এবারও বাংলাদেশকে শুরুতে ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি এই পেসার। দলীয় ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ওভারের দ্বিতীয় বলে শরিফুলের ওপর চড়াও হতে গিয়ে এক্সট্রা কভারে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফিন অ্যালেন (২)।
তবে ওপেনিং সঙ্গী হারালেও মারকুটে ব্যাটিংয়ে বাংলাদেশ শিবিরকে তটস্থ রাখছিলেন টিম শেইফার্ট। এগিয়ে যাচ্ছিলেন ঝড়ো ফিফটির দিকে। কিন্তু তার সে আশা পূরণ হতে দেননি তানজিম হাসান সাকিব। টাইগার পেসারের ওপর চড়াও হতে গিয়ে আকাশে বল তুলে দেন শেইফার্ট। অনেক ওপরে উঠা বল দৌড়ে এসে মিডঅফে দারুণভাবে তালুবন্দী করেন অধিনায়ক শান্ত। ২৩ বলে ৬ চার আর ১ ছক্কায় ৪৩ রান আসে শেইফার্টের ব্যাট থেকে। ২ ওভারে ১৬ রান দিয়ে শরিফুল এবং সমান ওভারে ১৫ রান দিয়ে তানজিম সাকিব নেন একটি করে উইকেট। শেখ মেহেদি ২ ওভারে ১৫ আর মোস্তাফিজুর রহমান ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। উইকেট না পেলেও দারুণ বোলিং করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩ ওভারে তিনি খরচ করেন মাত্র ১০ রান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা
বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন
দ্রুত নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব: রেজাউল করিম