হাফিজের মন্তব্যে কামিন্সের পাল্টা জবাব
৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৬:০৭ পিএম
জয়ের সম্ভাবনা জাগিয়েও সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে পরাজিত হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এই হারে এক ম্যাচ বাকী থাকতে তিন ম্যাচের সিরিজও খুইয়ে বসেছে সফরকারী দলটি। বক্সিং ডে টেস্ট হারলেও পাকিস্তানের পারফরমেন্সের প্রশংসা করেছেন দলের পরিচালক ও এই সফরে কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ হাফিজ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার চেয়েও ভালো খেলেছে পাকিস্তান। হাফিজের এমন মন্তব্য শুনে পাল্টা জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি জানান, তারা ভালো খেললেও দিন শেষে জয়টাই মুখ্য।
পার্থে সিরিজের প্রথম টেস্টে ৩৬০ রানের বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলো পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩১৮ রানে আটকে দিয়েও লিড নিতে পারেনি তারা। ২৬৪ রানে গুটিয়ে যায় পাকরা। এতে প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পায় অস্ট্রেলিয়া। সেই লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৬২ রান করে অসিরা। ম্যাচ জিততে ৩১৭ রানের টার্গেট পায় পাকিস্তান। জবাবে এক পর্যায়ে ৫ উইকেটে ২১৯ রান করে জয়ের স্বপ্ন দেখছিলো উপমহাদেশের দলটি। কিন্তু ১৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৩৭ রানে অলআউট হয়ে হারের লজ্জা পায় পাকিস্তান।
এ নিয়ে গত ২৮ বছরে অস্ট্রেলিয়ার মাঠে টানা ১৬ টেস্ট হারে পাকিস্তান। যে কোনো দলের জন্য যে কোনো দেশে টানা সবচেয়ে বেশি টেস্ট হারার রেকর্ড এটিই।
দ্বিতীয় ম্যাচ শেষে পাকিস্তানের পারফরমেন্সের প্রশংসা করেন হাফিজ সাংবাদিকদের বলেন, ‘দল হিসেবে আমরা বেশি ভালো খেলেছি। দল যেভাবে আগ্রাসী ক্রিকেট খেলেছে, আমি তাতে গর্বিত। পুরো ম্যাচের সারমর্ম যদি বলতে হয়, অন্য দলের চেয়ে আমরা ভালো খেলেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের ব্যাটিং ‘ইন্টেন্ট’ ভালো ছিল এবং বোলিংয়েও আমরা ভালো জায়গায় বল করেছি। হ্যাঁ, আমরা কিছু ভুল করেছি। ঐসব ভুলের কারণেই আমাদের ম্যাচ হারতে হয়েছে। আমি বিশ্বাস করি, দল হিসেবে ইতিবাচক অনেক কিছু আমরা করেছি, জয়ের জন্য যা যথেষ্ট ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি।’
হাফিজের এমন মন্তব্যের পর পারার পর ঠান্ডার মাথায় উত্তর দিয়েছেন মেলবোর্ন টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা অস্ট্রেলিয়ার কামিন্স। তিনি বলেন, ‘আহহ, শান্ত। হ্যাঁ, ভালো খেলেছে তারা।’
কামিন্স আরও বলেন, ‘এতে কিছু আসে-যায় না, তাই না? দিন শেষে আসল ব্যাপার হলো, কোন দল জিতেছে।’
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিঝিয়ে পাকিস্তান। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইসরায়েলের মন্ত্রিসভায় গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন
"ইরানে হিফজ প্রতিযোগিতা: বিকলাঙ্গ হাফেজসহ বাদ দু’প্রার্থী"
সিলসের ছোবল সামলে শাকিল-রিজওয়ানের দৃঢ়তা
সুরেক্স’র কমিটি পরিচিতি ও বার্ষিক বনভোজন ৭ ফেব্রুয়ারি
বকেয়া বেতনের দাবিতে নবীনগর- চন্দ্রা মহাসড়ক অবরোধ
বিএনপি চাঁদাবাজের দল নয়: দিপু হায়দার
তারকা হওয়ার সব গুনাবলী আছে নাহিদ রানার মধ্যে: আর্থার
গুমের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার
নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল, যুবককে গ্রেফতার করলো সিআইডি
ওমরাহ পালন করতে গিয়ে মতলবের বৃদ্ধের মৃত্যু
বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান
ফজর ও আসরের নামাজের পর জানাযার নামাজ পড়া প্রসঙ্গে।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত
মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু