ইরানে হিফজ প্রতিযোগিতা: বিকলাঙ্গ হাফেজসহ বাদ ২ প্রার্থী
১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
ইরানের তেহরানে অনুষ্ঠিতব্য ৪১তম আন্তর্জাতিক হিফযুল কুরআন ও ক্বিরাআত প্রতিযোগিতার বাছাইকৃত বিকলাঙ্গসহ দু’প্রার্থীর নাম বাদ পড়েছে। এনিয়ে বাজারে নানা রকম গুজব চলছে। ইরানের অনলাইনে সরাসরি ইন্টারভিউ দিয়ে অপর দু’জন প্রার্থীসহ ৬ সদস্য ভিসাপ্রাপ্ত প্রতিযোগি শিগগিরই কুরআন ও ক্বিরাআত প্রতিযোগিতায় অংশ নিতে তেহরানের উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। ২০২৫ সালে ইরানে কুরআন ও ক্বিরাআত প্রতিযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাইছাইকৃত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনা মাদরাসার ছাত্র বিকলাঙ্গ হাফেয মানসুরুল হক ও মুহাম্মদ দিলাওয়ার হুসাইন বাদ পড়া এবং নতুন দু’জন প্রার্থী মোহাম্মদ মহসিন মাহদি ও কলিম সিদ্দিকীর নাম অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো ঘুষ বাণিজ্যের অভিযোগের প্রশ্নই আসে না। ইরানের ওয়েবসাইটে সরাসরি আবেদন করে ইন্টারভিউ দিয়ে যে কেউ নির্বাচিত হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে তেহরান যেতে পারেন।
যাত্রাবাড়ীস্থ তাহফিজুল কারআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র মোহাম্মদ মহসিন মাহদি ও সিলেটের মাদরাসার ছাত্র কলিম সিদ্দিকী ইরানের ওয়েবসাইটে সরাসরি আবেদন এবং অনলাইনে ইন্টারভিউ দিয়ে মনোনীত হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। কোনো অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মহসিন ও কলিম সিদ্দিকী নির্বাচিত হয়ে ইরান যাচ্ছে না। ইরান সরকারের বিধি অনুযায়ীই তারা নির্বাচিত হয়ে তেহরান প্রতিযোগিতায় যাচ্ছে। এ নিয়ে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই। ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল সেন্টাররে জনসংযোগ কর্মকর্তা মো.সাইদুল ইসলাম আজ শুক্রবার ইনকিলাবকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এক প্রশ্নের জবাবে কালচারাল সেন্টারের জনসংযোগ কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ৪১তম কুরআন ও ক্বিরাআত প্রতিযোগিতায় বাংলাদেশি ভিসাপ্রাপ্ত প্রার্থী এবং বাদ পড়া দু’জন প্রার্থী নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে ইরান কালচারাল সেন্টারের প্রধান কাউন্সেলরের সাথেআলোচনা হয়েছে আগামী বছর ইরানে কুরআন ও ক্বিরাআতে অংশ নিতে প্রার্থীদের পুরোপুরি বাছাই প্রক্রিয়া ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমেই সম্পন্ন করা হবে।
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় বলেও তিনি উল্লেখ করেন। যে দু’জন প্রার্থীর নাম বাদ পড়েছে এবং যাদের নাম নতুন মনোনীত হয়েছে সে ব্যাপারে ঢাকাস্থ ইরান দূতাবাসও কিছুই অবহিত নয়। এ ব্যাপারে কারো হাত নেই। তেহরান কর্তৃপক্ষ থেকেই সব হয়েছে। এবার যে ৬জন প্রার্থী ভিসা পেয়েছেন তারাই তেহরানে যাচ্ছেন। ইরানে ভিসাপ্রাপ্ত প্রার্থীরা হচ্ছেন, মোহাম্মদ মহসিন, মো.আবুজর গিফারি, মো. কলিম সিদ্দিকী, মো.হামিদুল্লাহ,মো.আব্দুল গফুর ও মুতাহার এ লাবিবা। খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে দু’টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ইরানের ৪১তম কুরআন ও ক্বিরাআত প্রতিযোগিতায় অংশ নিতে সারাদেশ থেকে প্রার্র্থীদের ঢাকায় এনে দু’দিন ব্যাপী হিফযুল কুরআন ও ক্বিরাআতের শীর্ষ পর্যায়ের পরীক্ষকদের উপস্থিতিতে বাছাই পর্বে ৫ জন প্রার্থীকে মনোনীত করা হয়। মনোনীত প্রার্থীরা হচ্ছে, যাত্রাবাড়ীস্থ মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র বিকলাঙ্গ মনসুরুল হক,
টিকাটুলির সাউতা বিনতে জামায়া মাদরাসার ছাত্রী মোহাহারা লাবিবা, মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র মুহাম্মদ দিলাওয়ার হোসাইন , মাহাদুল ক্বিরাত মাদরাসার ছাত্র আবুজর গিফারি, ও মুসাররাতা তাবাসুম। মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা নেছার আহমাদ আন নাছিরী ইনকিলাবের সাথেব আলাপকালে বলেন, ইরানে কুরআন ও ক্বিরাআত প্রতিযোগিতায় অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশের প্রার্থীদের ঢাকায় এনে যাচাই-বাছাই পূর্বক নির্বাচিত ৫ জন প্রার্থীর তালিকা ধর্ম মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরান দূতাবাসে পাঠানো হয়।
সেখান থেকে নির্বাচিত দু’জন প্রার্থীকে বাদ দিয়ে নতুন দু’জনের মনোনীত হবার ঘটনায় আমরা হতবাক হয়েছি। তিনি নির্বাচিত বিকলাঙ্গ হাফেজ মনসুরুল হক ও মুহাম্মদ দিলাওয়ার হোসাইনে ইরানে কুরআন ও ক্বিরাআত প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ দেয়ার জন্য ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামান করেন। আজ শুক্রবার জানতে চাইলে তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার মুহতামিম ক্বারী নাজমুল হাসান হাফেজ মুহাম্মদ মহসিন সরাসরি ইরানের অনলাইনে আবেদন করে ইন্টারভিউ দিয়ে নির্বাচিত হয়েছে। এ ক্ষেত্রে যে কেউ সরাসরি আবেদন করে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে সংশ্লিষ্ট দেশেযেতে পারে। কোনো প্রকার ঘুষ দিয়ে ইরানের কুরআন প্রতিযোগিতায় নাম উঠানো বা ভিসা প্রাপ্তির কোনো সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাণঘাতি করোনা মহামারির পর থেকে মালয়েশিয়াসহ অন্যান্য দেশেও ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদন করে ইন্টারভিউ দিয়ে আন্তর্জাতিক কুরআন ও ক্বিরাআত প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে
ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে