বিশ্বকাপ মাথায় রেখে আসছে অস্ট্রেলিয়া
১৪ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ১২:০৩ এএম
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। বাংলাদেশ এবার আয়োজক। সে জন্য বাংলাদেশের কন্ডিশন, উইকেট এসব ব্যাপারে আগেভাগে জেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে মেয়েদের আইপিএল শেষ হওয়ার পর মার্চের শেষ দিকে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
২৪ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলার পাশাপাশি একটি টেস্টও খেলবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের কন্ডিশন সমন্ধে হাতেকলমে অভিজ্ঞতা নিতে এ টুর্নামেন্টের আগে বাংলাদেশ সফরে নির্ধারিত সূচিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। এই সিরিজ শুরুর দিন-তারিখ এখনো নির্ধারিত হয়নি। প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মেয়েদের ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এসেছিল অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার এ নিয়ে বলেছেন, ‘বাংলাদেশের ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। সেখানে উইকেট কেমন আচরণ করে, সফরে আমাদের খোঁজখবর নেওয়ার অংশ থাকবে এগুলো।’
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশের কন্ডিশন বুঝে তা নিয়ে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করবে অস্ট্রেলিয়া দল। তবে একটি ব্যাপারে কোনো সন্দেহ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড যেটাই হোক, সেখানে স্পিনারদের কোনো অভাব থাকবে না। তিন স্পিনার অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারেহাম ও জোনাসেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার দলে আছেন। আরেক স্পিনার অ্যালানা কিং টি-টোয়েন্টি দলে সুযোগ না পেলেও ফিরবেন ওয়ানডে সিরিজে। বাঁহাতি স্পিনার সোফি মোলিনাক্সের ফেরাও স্কোয়াডের শক্তি বাড়িয়েছে। স্পিনারদের নিয়ে ফ্লেগলার বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাঁহাতি স্পিনার পাওয়া নিজেদের জন্যই ভালো। দলে যে পরিমাণ স্পিনার আছে, তাতে আমরা আশীর্বাদপুষ্ট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ