ফিঞ্চের সম্মানে ৫ নম্বর জার্সি তুলে রাখল মেলবোর্ন রেনেগেডস
১৪ জানুয়ারি ২০২৪, ১০:২১ এএম | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৪, ১০:২১ এএম
আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর বছর খানেক পর এবার সব ধরণের পেশাদারি ক্রিকেট থেকেও বিদায় নিয়ে নিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যারোন ফিঞ্চ। তার সম্মানে ৫ নম্বর জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছে মেলবোর্ন রেনেগেডস।
মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে শনিবার জমকালো বিদায়ী অভিবাদন পেযেছেন ফিঞ্চ। প্রতিপক্ষের কাছ থেকে পেয়েছেন গার্ড অব অনার। বিগ ব্যাশের এই ম্যাচ দিয়েই ১৬ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন ফিঞ্চ।
শেষটা অবশ্য ভালো হয়নি ফিঞ্চের। আউট হন শূন্য রানে। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচটি ৬ উইকেটে জিতেছে মেলবোর্ন রেনেগেডস। ১৩৮ রানের লক্ষ্য পেরিয়ে গেছে তারা ১৬ বল হাতে রেখে।
শেষ ম্যাচে রান না পেলেও ব্যাট হাতে বর্ণিল ক্যারিয়ার উপহার দিয়েছেন তিনি। ৩৮৭ ম্যাচ ৩৩.৬০ গড় ও ১৩৮.১৬ স্ট্রাইকরেটে ১১ হাজার ৪৫৮ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ৭৭ ফিফটিসহ সেঞ্চুরি করেছেন ৮টি। তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল ক্রিস গেইল (২২) ও বাবর আজমের (১০)। এছাড়া টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সপ্তম।
ইনস্টাগ্রামে ফিঞ্চের জার্সির ছবি পোস্ট করে মেলবোর্ন। ক্যাপশনে লেখা, 'সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ ফিঞ্চ। তুমি চিরকাল আমাদের ক্লাবের কাছে একজন কিংবদন্তি ক্রিকেটার হয়ে থাকবে।'
টি-টোয়েন্টি ফরম্যাটে কেবল তিন জন ব্যাটারই দেড়শ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। ফিঞ্চ তাদের মধ্যে একজন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন এই অজি ব্যাটার। তখন এটা ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। চার বছর পর তা নতুন করে রেকর্ড গড়েন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন ১৭২ রানের এক বিধ্বংসী ইনিংস। যা এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড হিসেবে টিকে আছে।
বিগ ব্যাশেও ফিঞ্চের পারফরম্যান্স ছিল আলো ছড়ানো। ১০৭ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২৬ ফিফটিসহ ৩ হাজার ৩১১ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টুর্নামেন্টে তার চেয়ে বেশি রান আছে কেবল ক্রিস লিনের। আইপিএলে ততটা সফল হতে না পারলেও রেকর্ড ১১টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে ৯২ ম্যাচে ২ হাজার ৯১ রান করেছেন তিনি।
ফিঞ্চ সবচেয়ে বিধ্বংসী ছিলেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে। ৫৭ ম্যাচ খেলে ৪২.১৮ গড় ও ১৫৯ ছুঁই ছুঁই স্ট্রাইকরেটে ২ হাজার ৬৭ রান করেন তিনি। আট সেঞ্চুরির মধ্যে চারটিই করেন এই লিগে। তাছাড়া দুটি বিদেশি লিগে দুই হাজারের বেশি রান করা প্রথম ব্যাটার তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ