'বুড়ো' ম্যাথিউসের ব্যাটে শ্রীলঙ্কার রোমাঞ্চকর জয়
১৫ জানুয়ারি ২০২৪, ০২:০৪ এএম | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪, ০১:০৪ পিএম
বয়স প্রায় ৩৭-এর কাছাকাছি। এই বয়সে খুব বেশি পাওয়ার হিটার না হলে ছোট সংস্করণে জাতীয় দলে জায়াগা পাওয়া মুশকিল।তার উপর ইনজুরি, ফিটনেস ইস্যুতে এঞ্জেলো ম্যাথিউস ছিলেন অনিয়মিত।এর পরেও অভিজ্ঞ এই ব্যাটসম্যানের উপর ভরসা রেখেছিল শ্রীলংকান টিম ম্যানেজমেন্ট।আর সেই আস্থার দারুণভাবে প্রতিদান দিলেন ম্যাথিউস।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে প্রায় হাত ফসকে যাওয়া ম্যাচ তার ব্যাটিং দৃঢতায় নাটকীয়ভাবে জিতে লংকানরা।
জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের জবাবে ১৫ ওভার শেষে ৮৩ রানেই ৬ উইকেট হারিয়ে ধুকছিল স্বাগতিকেরা।ব্যাট হাতে ৬২ রানের দারুণ ইনিংস খেলা সিকান্দার রাজা একাই ধসিয়ে শ্রীলংকার ব্যাটিং।৪ ওভার শেষে মাত্র ১৩ রান খরচায় তিন উইকেট নিয়ে দলকে প্রায় একাই জয় এনে দিচ্ছিলেন রাজা।তবে তার অলরাউন্ড নৈপুণ্যে ছাপিয়ে ম্যাথিউস দলকে জয় এনে দেন। ক্রিকেটার। অ্যাঞ্জেলো ম্যাথুস-দাসুন শানাকার সপ্তম উইকেট জুটিতে মাত্র ২৮ বলে যোগ করেন ৫৫ রান।ম্যাথুস অবশ্য দলকে জিতিয়ে ফিরতে পারেননি। তিনি যখন আউট হন, ২ বলে ৬ রান দরকার শ্রীলঙ্কার। দুষ্মন্ত চামিরা ৪ ও ২ রান নিয়ে শেষ বলে গড়ানো ম্যাচে জয় এনে দলকে।
জিম্বাবুয়ের তোলা ৫ উইকেটে ১৪৩ শ্রীলঙ্কা শেষ বলে টপকে যায় ৩ উইকেট হাতে রেখে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচসেরা হন ম্যাথিউস।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ইনিংস প্রায় একাই টেনেছেন রাজা। দুই ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে ও ক্রেইগ আরভিন যখন ফেরেন, জিম্বাবুয়ের রান ৬ ওভারে ৩৮। সেখান থেকে প্রথমে শন উইলিয়ামস, পরে ব্রায়ান বেনেটকে নিয়ে দলের সংগ্রহ চ্যালেঞ্জিং জায়গায় নিয়ে যান রাজা। ১৯তম ওভারের তৃতীয় বলে দুষ্মন্ত চামিরার বলে শানাকার ক্যাচ হওয়ার আগে ৪২ বলে ৬২ রান করে যান জিম্বাবুয়ে অধিনায়ক। ইনিংসটিতে ছিল ৫টি চার ও দুটি ছয়।
জিম্বাবুয়ের আর কোনো ব্যাটসম্যান রাজার অর্ধেক রানও তুলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার কামুনহুকামুয়ে। তৃতীয় সর্বোচ্চ ১৪ রান উইলিয়ামসনের। শ্রীলঙ্কার দুই স্পিনার মহীশ তিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা রান আটকানোর পাশাপাশি উইকেটও তুলে নেন। তিকশানা ৪ ওভারে দেন ১৬ রান দিয়ে নেন ২ উইকেট, অধিনায়ক হাসারাঙ্গার ২ উইকেটে খরচ ৪ ওভারে ১৯ রান।
ম্যাচশেষে দলের জয়ে অবাদান রাখার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ম্যাথিউস বলেন,মনে হচ্ছিল অভিষেক ম্যাচ খেলছি।আমার কাউকে কিছু প্রমাণ করার নেই।দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ