চাপ মুক্তির স্লোগানে অধিনায়কত্ব নিয়ে অনীহা!
১৮ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন শুরু হয়েছে বেলা দুইটায়। স্থানীয় ক্রিকেটারদের প্রায় সবাইকেই দেখা গেল সেখানে। এর মধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন দলটির তিন বিদেশি খেলোয়াড় বেন কাটিং, বেনি হাওয়েল ও হ্যারি টেক্টর। কিন্তু দেখা যাচ্ছিল না মাশরাফি বিন মুর্তজাকে। তিনি মাঠে এলেন অনুশীলন যখন শেষের দিকে। দেখেই বোঝা যাচ্ছিল, তিনি ব্যাট-বল হাতে নিচ্ছেন না। দলের সঙ্গে কুশল বিনিময়ের জন্যই মাশরাফির মাঠে আসা। সিলেট দলটা তো তারই!
এবারও সিলেটের অধিনায়কত্ব করবেন মাশরাফি, সহকারী অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মাশরাফির অবর্তমানে গতকাল ঢাকা সেনানিবাসে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিলেটের প্রতিনিধিত্ব করেছেন মিঠুন। তবে জানা গেছে, চোটের কারণে মাশরাফিকে বিপিএলের পুরোটা খেলতে পারবেন, এমন সম্ভাবনা নেই। চোটের শঙ্কা আছে তামিম ইকবালকে নিয়েও। তবু ফরচুন বরিশাল তামিমকেই অধিনায়ক ঘোষণা করেছে। দলটির ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন, পিঠের চোট থেকে সুস্থ হয়ে উঠেছেন তামিম।
আরেক বড় দল রংপুর রাইডার্স সাকিব আল হাসানকে অধিনায়কত্ব দিতে চেয়েছিল। কিন্তু সাকিব খেলতে চান চাপমুক্ত ক্রিকেট। তাই গতবারের মতো এবারও রংপুরের অধিনায়কত্ব করবেন নুরুল হাসান। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বিষয়টি জানিয়ে বলেছেন, ‘আমরা শুরুতে সাকিবকে ভেবেছিলাম। কিন্তু সাকিবই আমাদের বলেছে ও অধিনায়কত্বের চাপ নিতে চাচ্ছে না। তাই নুরুল হাসানকে এই বছরের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে।’
গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে চাপের কারণে চোখের সমস্যায় ভুগেছেন সাকিব। যা প্রভাব ফেলেছিল তার ব্যাটিংয়েও। ব্যাটিং স্টান্স, হেড পজিশনে বড় পরিবর্তনও দেখা গেছে বিশ্বকাপ চলার সময়। সেটি মূলত চোখের সমস্যার কারণেই। সমাধানের খোঁজে ভারতে বিশ্বকাপ চলাকালেই চেন্নাইয়ে চিকিৎসক দেখিয়েছিলেন সাকিব। সে সময় চোখের ড্রপ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেটি কাজে লাগেনি খুব একটা। চিকিৎসকরা বলেছিলেন, তার চোখের এই সমস্যা হচ্ছে ‘স্ট্রেস’ থেকে, চাপ কমে গেলে সমস্যাও কমে যাবে। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে আবার চিকিৎসক দেখান তিনি, সে সময় কোনো সমস্যা ধরা পড়েনি।
এরপর দেশে ফিরে জাতীয় নির্বাচনের প্রচারে রাত-দিন ব্যস্ত সময় কাটে সাকিবের। চাপও ছিল প্রচ-। নির্বাচন শেষে অনুশীলনে ফেরার পর আবার চোখের সমস্যাও ফিরে আসে। সম্ভাব্য সমাধান হিসেবে রংপুরের অনুশীলনে রোববার চশমা পরে ব্যাটিং করেন সাকিব। এতেও কোনো উপকার পাননি তিনি। আদতেই ‘স্ট্রেস’ থেকে সমস্যা হচ্ছে নাকি চোখেরই কোনো রোগ আছে তা বোঝার জন্য এবার বিপিএল শুরুর আগে তিনি গিয়েছেন লন্ডনে। বিপিএলের আরেক দল দুর্দান্ত ঢাকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে রংপুরের প্রধান নির্বাহী জানান, লন্ডন থেকে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য পাওয়া যায়নি, ‘বাংলাদেশে যে আপডেট ছিল, তার চোখে ফ্লুইড জমেছিল... লন্ডনেও এনজিওগ্রাম করানো হয়েছে, একই রিপোর্ট পাওয়া গেছে। আজকে (গতকাল) দ্বিতীয় মতামত নিচ্ছে। আশা করি, বড় কোনো পরির্বতন হবে না। তার এখন বিশ্রাম, চিন্তামুক্ত জীবনযাপন করতে হবে। তবে ১৮ তারিখের মধ্যেই সে দেশে চলে আসবে। ১৮ তারিখ ঢাকায় পৌঁছাবে ইনশাআল্লাহ। প্রথম ম্যাচে অবশ্যই তাকে পাচ্ছি আমরা।’
বিপিএলের গত আসরেও রংপুরের অধিনায়কত্ব করেছেন সোহান। তার নেতৃত্বে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল রংপুর। এবার সাকিবকে দলে ভিড়িয়ে শক্তি আরও বাড়িয়েছে দলটি। পাশাপাশি তাদের জার্সিতে দেখা যাবে বাবর আজম, নিকোলাস পুরানের মতো বিশ্ব তারকাদেরও। এই দুই ক্রিকেটারকে কবে নাগাদ পাওয়া যেতে পারে সেটিও জানালেন ইশতিয়াক সাদেক, ‘বাবর আজমকে আমরা দ্বিতীয় ম্যাচ থেকে পাব। এরপর ১০ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলে পিএসএলের জন্য চলে যাবে। আর নিকোলাস পুরানকে আমরা ১০ ফেব্রুয়ারির পর যেকোনো দিন থেকে পাব। আইএল টি২০তে ওর দলের খেলা শেষ হলেই চলে আসবে।’
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করলেও অধিনায়কত্ব পাননি বিপিএলের সফলতম অধিনায়ক ইমরুল কায়েস। লিটন দাসকে দলটির নতুন অধিনায়ক করা হয়েছে। জানা গেছে, সমন্বয়ের কারণে বেশ কিছু ম্যাচে ইমরুলকে একাদশের বাইরে থাকতে হতে পারে। তাই নেতৃত্বের দায়িত্বটা দেওয়া হয়েছে লিটনকে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অবশ্য অধিনায়ক বদলায়নি। গতবারের মতো এবারও সে দায়িত্ব শুভাগত হোমের। বিপিএলের দশম আসরের নতুন দল দুর্দান্ত ঢাকার অধিনায়কত্ব দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেনকে। অন্যদিকে এনামুল হককে দেখা যাবে খুলনা টাইগার্সের নেতৃত্বে।
এদিকে ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের স্পনসরদের নাম ঘোষণা করা হয়েছে আজ। টাইটেল স্পনসর হিসেবে থাকছে ইস্পাহানি। পাওয়ার্ড বাই হিসেবে থাকছে নগদ, কো-স্পনসর ওমেরা এলপিজি গ্যাস ও ইউনিভার্সিটি অব বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। অ্যাসোসিয়েট সেলটেকস এবং বসুন্ধরা চা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ