হেডের শতকের পর হেইজেলউডের তোপে উইন্ডিজের হারের অপেক্ষা
১৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ০২:৩৩ পিএম
শামার জোসেপের তোপ সামলে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত শতক উপহার দিলেন ট্রাভিস হেড। পরে বল হাতে জ্বলে উঠলেন জস হেইজেলউড। তৃতীয় দিনেই হারের শঙ্কায় পড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
অ্যাডিলেড টেস্টে ৯৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ক্যারিবিয়ানরা ৭৩ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট। হাতে ৪ উইকেট নিয়ে এখনও তারা ২২ রানে পিছিয়ে।
আগের দিনের শেষভাগের মতো দ্বিতীয় দিনের শুরুটাও দারুণ ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২ উইকেটে ৫৯ রানে দিন শুরু করা অস্ট্রেলিয়া ১২৯ রানে পঞ্চম ও ১৬৮ রানে ষষ্ঠ উইকেট হারায়। আগের দিনের অপরাজিত ব্যাটার উসমান খাজা আউট হন ৪৫ রান করে।
এরপর দলকে একাই টেনে নেন হেড। ২৫৫ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম শতক। আলজারি জোসেপের বল ছক্কায় উড়াতে গিয়ে আউট হন স্কয়ার লেগ বাইন্ডারিতে। এর আগে ১৩৪ বলে ১২টি চার ও ৩ ছক্কায় করেন ১১৯ রান। শেষ দিকে লায়নের ৩৪ বলে ২৪ রান লিডটা বাড়িয়ে নিতে ভালো অবদান রাখে।
দল পিছিয়ে থাকলেও এদিনও আলো ছড়ান অভিষিক্ত শামার জোসেপ। আগের দিন ১১ নম্বরে ব্যাটে নেমে কার্যকর ইনিংস উপহার দেওয়ার পর নিয়েছিলেন ২ উইকেট। এদিন আরও তিনটি শিকার ধরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের প্রথম বোলার হিসেবে অভিষেকে অস্ট্রেলিয়ায় ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন গায়ানার নিভৃত গ্রাম থেকে উঠে আসা ২৪ বছর বয়সী পেসার।
সব মিলিয়ে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেকে ৫ উইকেট শিকারি দশম বোলার জোসেফ।
টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই স্টিভেন স্মিথের উইকেট নিয়ে রেকর্ডের পথে তার চলা শুরু। পরে শর্ট বলে আউট করেন মার্নাস লাবুশেনকে। দ্বিতীয় দিনে অফ স্টাম্প ঘেঁষা বলে তার শিকার ক্যামেরন গ্রিন। শর্ট বলে ফেরান মিচেল স্টার্ককে। পরে ন্যাথান লায়নকে বোল্ড করে পূর্ণ করেন ৫ উইকেট। ইনিংস শেষে তার নামের পাশে ৯৪ রানে ৫ উইকেট।
অস্ট্রেলিয়াকে গুটিয়ে উইন্ডিজ মাঠ ছাড়ে তখন সবার আগে ছিলেন শামার। হাতে স্বারক বল, অন্য হাতে ক্যাপের যেভানে ক্রিকেট উইন্ডিজের লোগে সেখানে চুমু খাচ্ছিলেন তিনি। পিছনে সতীর্থরা দিচ্ছিল তালির অভিবাদন। দর্শকরাও অভিনন্দন জানান তাকে। শামারও কুর্নিশ করে জবাব দেন সেই অভিনন্দনের।
উইন্ডিজের এই আবহ বেশিক্ষণ থাকেনি। প্রথম ৫ ওভারে হেইজেলউডের বোলিং ফিগার ছিল ৫-৪-২-৪। ১৯ রানে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। চারটিই হেইজেলউডের শিকার। এরপর তার সাথে ক্যামেরন গ্রিন ও নাথান লায়নও যোগ দিলে ৭৩ রানে ষষ্ঠ উউকেট হারায় ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়ার জয় তাই এখন সময়ের ব্যপার বলেই মনে হচ্ছে।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৬২.১ ওভারে ১৮৮ ( ব্রাফেট ১৩, চন্দরপল ৬, ম্যাকেঞ্জি ৫০, অ্যাথানেজ ১৩, হজ ১২, গ্রেভস ৫, জশুয়া ৬, আলজারি জোসেফ ১৪, মোতি ১,রোচ ১৭, শামার জোসেফ ৩৬) স্টার্ক ১/৩৭, হ্যাজলউড ৪/৪৪, কামিন্স ৪/৪১, লায়ন ১/৩৬, মার্শ ০/৫, গ্রিন ০/১২)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৮১.১ ওভারে ২৮৩ ( স্মিথ ১২, খাজা ৪৫, লাবুশেন ১০, গ্রিন ১৪, হেড ১১৯, মার্শ ৫, ক্যারি ১৫, স্টার্ক ১০, কামিন্স ১২, লায়ন ২৪, হ্যাজলউড ০* ; রোচ ২/৪৮, আলজারি ১/৫৫, জোসেফ ৫/৯৪, মোতি ০/৪২ গ্রেভস ২/৩৬, )
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : (ব্রাফেট ১, চন্দরপল ০, ম্যাকেঞ্জি ২৫, অ্যাথানেজ ০, হজ ১৩, গ্রেভস ২৪, জশুয়া ১৭* ; স্টার্ক ০/১৬, হ্যাজলউড ৪/১৮, কামিন্স ০/২৫, গ্রিন ১/৯ লায়ন ১/৪)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ