নিউজিল্যান্ডকে গুড়িয়ে দক্ষিণ আফ্রিকার লিড
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম
হতাশাজনক পারফরম্যান্স উপহার দিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। আড়াইশ’রও কম রানের পুঁজি নিয়েও ডেন পিটের স্পিন তোপে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২১১ রানে গুটিয়ে যাওয়ার সাথে সাথে দ্বিতীয় দিনের খেলার ইতি টানা হয়। এর আগে ৬ উইকেটে ২২০ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২৪২ রানে। প্রথম ইনিংসে ৩১ রানে এগিয়ে তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করবে প্রটিয়ারা।
নিউজিল্যান্ডকে গুটিয়ে দেওয়ার মূল কাজটা করেছেন পিট। ৯ বছর পর আবার ৫ উইকেটের স্বাদ পেয়েছেন এই অফ স্পিনার।
প্রথম ওভারেই ডেভন কনওয়েকে হারানোর ধাক্কা ভালোভাবেই সামলে নিয়েছিলেন কেন উইলিয়ামসন ও আরেক ওপেনার টম লাথাম। দুজনে গড়েন প্রায় ৩৩ ওভারে ৭৫ রানের জুটি। ১০৪ বলে একটি করে ছক্কা চারে ৪০ রান করে পিটের বলে বোল্ড হন লাথাম।
খানিক পর বিদায় নেন আগের টেস্টের জোড়া সেঞ্চুরিয়ান উইলিয়ামসন। অভিজ্ঞ এই ব্যাটার ১০৮ বলে সর্বোচ্চ ৪৩ রান করে আউট হন পিটের শিকার হয়ে। চতুর্থ উইকেটে প্রথম টেস্টের নায়ক রাচিন রবীন্দ্র ও উইল ইয়াং গড়েন ৫৯ রানের জুটি। এই জুটি বিচ্ছিন্ন হতেই খেই হারায় কিউইরা। ৯০ রানে শেষ ৭ উইকেট হারায় তারা।
প্রথম টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান রাচিন এবার ৭৩ বলে ২৯ রান করে মরেকির বলে বোল্ড হয়ে যান। ৭৩ বলে ৩৬ রান করেন ইয়াং। শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২৭ বলে ৩৩ রান করেন নিল ওয়াগনার। তাতে স্বাগতিকদের সংগ্রহ দুইশ’ ছাড়ায়।
৩২.৩ ওভারে ৮৯ রানে ৫ উইকেট নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট খেলতে নামা ৩৩ বছর বয়সী পিট। ৩৯ রানে ৩টি শিকার ধরেন ডেন পিটারসেন।
দিনের শুরুটা অবশ্য করেছিলেন আগের দিন সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি গড়া রুয়ান ডি সোয়ার্ট ও শন ফন বার্গ। এদিন এই জুটি আর মাত্র ৭ রান যোগ করেই বিচ্ছিন্ন হয়। অভিষিক্ত পেসার উইলিয়াম ও’রুর্ক বোল্ড করে দেন ফন বার্গকে। ৮৯ বলে ৩৮ রান করেছেন আটে ব্যাট করা ফন বার্গ।
এরপর কিউই অধিনায়ক টিম সাউদি পিটকে ফেরানোর পর ও’রুর্ক নেন ডি সোয়ার্টের উইকেটটিও। ১৫৬ বলে ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করা ডি সোয়ার্টও হয়েছেন বোল্ড। ডেন পিটারসনকে টম ল্যাথামের ক্যাচ বানিয়ে প্রোটিয়া ইনিংসের ইতি টানা ও’রুর্ক ৫৯ রানে নিয়েছেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৯৭.২ ওভারে ২৪২/১০ ( সোয়ার্ট ৬৪, ফন বার্গ ৩৮, বেডিংহাম ৩৯, ফন টন্ডার ৩২, ব্র্যান্ড ২৫, হামজা ২০; ও’রুর্ক ৪/৫৯, রবীন্দ্র ৩/৩৩, ওয়াগনার ১/৩২, হেনরি ১/৪৪, সাউদি ১/৬৩)
নিউজিল্যান্ড: ৭৭.৩ ওভারে ২১১/১০ ( উইলিয়ামসন ৪৩, ল্যাথাম ৪০, ইয়াং ৩৬, ওয়াগনার ৩৩; পিট ৫/৮৯, পিটারসন ৩/৩৯, মোরেকি ১/৩২)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল