দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 'প্রথমের' জন্য আর ২২৭ রান দরকার নিউজিল্যান্ডের
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫২ পিএম | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনই টেস্ট সিরিজ জেতেনি নিউজিল্যান্ড। প্রথমবারের মতো সেই স্বাদ পেতে হ্যামিল্টন টেস্টের বাকী দু’দিনে কিউইদের দরকার ২২৭ রান। আর অজেয় রেকর্ড ধরে রাখতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৯ উইকেট।
ডেভিড বেডিংহামের সেঞ্চুরিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে বৃহস্পতিবার ২৩৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ২৬৭ রানের লক্ষ্যে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৪০ রান করেছে নিউজিল্যান্ড। জিততে হলে ৯ উইকেট হাতে নিয়ে আরও ২২৭ রান করতে হবে কিউইদের।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪২ রানের জবাবে ২১১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংস থেকে ৩১ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিলো দক্ষিণ আফ্রিকা।
তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ৩৯ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন শুরুর ধাক্কা সামাল দেন বেডিংহাম ও জুবায়ের হামজা। ১৭ রান নিয়ে হামজা প্যাভিলিয়নে ফেরার পর পঞ্চম উইকেটে কিগান পিটারসেনকে ৯৮ রান যোগ করেন বেডিংহাম।
ব্যক্তিগত ৪৩ রান করা পিটারসেন ফেরার পর টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে বেডিংহামের প্রথম সেঞ্চুরিতে ভালো অবস্থায় ছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু পিটারসেনের আউটে ব্যাটিং ধ্বস নামে দক্ষিণ আফ্রি ইনিংসে। ৩৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২৩৫ রানে অলআউট হয় প্রোটিয়ারা।
দলীয় ২১৯ রানে সপ্তম ব্যাটার হিসেবে বেডিংহামকে শিকার করেন নিউজিল্যান্ডের অভিষিক্ত পেসার উইল ও’রুর্ক। ১২টি চার ও ২টি ছক্কায় ১৪১ বলে ১১০ রান করেন বেডিংহাম। প্রথম ইনিংসের মত এবারও নিউজিল্যান্ডের সফল বোলার ও’রুর্ক।
প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এ বোলার এবার শিকার করেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৯৩ রানে ৯ উইকেট নিয়ে নাম লিখিয়েছেন তিনি রেকর্ড বইয়ে।
নিউজিল্যান্ডের সুদীর্ঘ টেস্ট ইতিহাসের অভিষেক ম্যাচে ৯ উইকেট শিকার করা প্রথম বোলার তিনি। আগের রেকর্ডটি ছিল ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অফ স্পিনার মার্ক ক্রেইগের ১৮৮ রানে ৮ উইকেট। পেস বোলিংয়ের রেকর্ডটি ছিল কলিন ডি গ্র্যান্ডহোমের ৬৪ রানে ৭ উইকেট।
২৬৭ রানের লক্ষ্যে ৪০ রানের সূচনা করে বিচ্ছিন্ন হন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার ডেন পিটের বলে লেগ বিফোর আউট হন ১৭ রান করা কনওয়ে। দিনের খেলাও শেষ হয় সেখানেই।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৪২
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২১১
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৬৯.৫ ওভারে ২৩৫ (ব্রান্ড ৩৪, ফোরটান ৩, ফ্যান টন্ডার ১, হামজা ১৭, বেডিংহ্যাম ১১০, পিটারসেন ৪৩, দু সুয়াত ১, ফন বার্গ ২, পিট ২, প্যাটারসন ৭, মোরেকি ০*; সাউদি ৯-২-৩৩-০, হেনরি ১১-৫-১৫-১, রাভিন্দ্রা ১৩-১-৫০-১, ও’রোক ১৩.৫-৪-৩৪-৫, ফিলিপস ১৫-৩-৫০-২, ওয়্যাগনার ৮-১-৪২-১)।
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৬৭) ১৩.৫ ওভারে ৪০/১ (ল্যাথাম ২১*, কনওয়ে ১৭; প্যাটারসন ৫-১-২০-০, মোরেকি ৫-২-১৫-০, পিট ৩.৫-১-৩-১)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ