উইলিয়ামসনের রেকর্ড আর নিউজিল্যান্ডের ঐতিহাসিক দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৭ পিএম | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ পিএম
কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুক্রবার নিউজিল্যান্ড ৭ উইকেটে হারিয়েছে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকাকে।
এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ২৮১ রানে জিতেছিলো কিউইরা।
১৯৩২ সাল থেকে দ্বিপাক্ষীক টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। ১৭ বারের মোকাবেলায় এর আগে একবারও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। অবশেষে ৯২ বছর পর ও ১৮তম সিরিজে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়লো নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি এসএ টি-টোয়েন্টির কারনে মূল খেলোয়াড়রা না থাকায় এই সিরিজে সাতজন খেলোয়াড়ের অভিষেক করে দক্ষিণ আফ্রিকা।
হ্যামিল্টন টেস্ট জিততে তৃতীয় দিন নিউজিল্যান্ডকে ২৬৭ রানের টার্গেট ছুঁড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে ১ উইকেটে ৪০ রান করে নিউজিল্যান্ড। ম্যাচের বাকী দু’দিনে ৯ উইকেট হাতে নিয়ে ২২৭ রান দরকার পড়ে ব্লাক-ক্যাপসদের।
আজ, চতুর্থ দিন নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার ডেন পিট। ৫টি চারে ৩০ রান করে পিটের দ্বিতীয় শিকার হন টম লাথাম।
৫৩ রানে দ্বিতীয় উইকেট পতনের পর রাচিন রবীন্দ্রকে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন উইলিয়ামসন। জুটিতে ২০ রান অবদান রাখা রাচিনকে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ব্রেক-থ্রু এনে দেন পিট।
দলীয় ১১৭ রানে রাচিন ফেরার পর ক্রিজে উইলিয়ামসনের সঙ্গী হন উইল ইয়ং। দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে অবলীলায় রানের চাকা ঘুড়িয়েছেন উইলিয়ামসন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইয়ং। এতে ৩ উইকেটে ১৭৩ রান নিয়ে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড। তখন ৯২ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন।
বিরতির পর টেস্ট ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। ইনিংস (১৭২) বিবেচনায় দ্রুততম ৩২তম সেঞ্চুরির নজির গড়েন উইলিয়ামসন। এতে ভেঙে যায় ১৭৪ ইনিংসে ৩২তম সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের রেকর্ডটি। এই নিয়ে চতুর্থ ইনিংসে পঞ্চম সেঞ্চুরি করে পাকিস্তানের ইউনিস খানের রেকর্ড স্পর্শ করলেন উইলিয়ামসন। সর্বশেষ সাত টেস্টে সপ্তম ও চলতি সিরিজে চার ইনিংসে তৃতীয় শতক হাঁকালেন র্যাংকিংয়ের এই শীর্ষ ব্যাটার।
উইলিয়ামসনের সেঞ্চুরির পর ইয়ংয়ের হাফ-সেঞ্চুরিতে জয় পেতে সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। ৩ উইকেটে ২৬৯ রান তুলে টেস্ট ও সিরিজ জিতে নেয় কিউইরা। চতুর্থ উইকেটে ইয়ংয়ের সাথে ২৮৮ বলে অবিচ্ছিন্ন ১৫২ রান যোগ করেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার পিট ৯৩ রানে ৩ উইকেট নেন।
প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অভিষেক টেস্ট খেলতে নামা নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রুর্ক। তিন সেঞ্চুরিতে ৪০৩ রান করে সিরিজ সেরা হন উইলিয়ামসন।
এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৭৫ শতাংশ পয়েন্ট আছে কিউইদের। ১০ ম্যাচে ৫৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে নেমে গেল দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৪২
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২১১
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২৩৫
নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৬৭, আগের দিন ৪০/১) ৯৪.২ ওভারে ২৬৯/৩ (ল্যাথাম ৩০, কনওয়ে ১৭, উইলিয়ামস ১৩৩*, রাভিন্দ্রা ২০, ইয়াং ৬০*; প্যাটারসন ২২-৫-৫৮-০, মোরেকি ১৮.২-৪-৪৪-০, পিট ৩২-৪-৯৩-৩, ফন বার্গ ১৬-০-৬০-০, দু সুয়াত ৬-৩-৭-০)।
ফল: নিউ জিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: উইলিয়াম ও'রোক।
ম্যান অব দা সিরিজ: কেন উইলিয়ামসন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ