ঢাকাকে হারিয়ে জয়ে ফিরল খুলনা
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম
বিপিএলের দশম আসরে টানা পাঁচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স। ওয়েন পার্নেল ও মুকিদুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের পর পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেনের ব্যাটে অনায়াসেই দুর্দান্ত ঢাকাকে হারিয়েছে এনামুল হকের দল।
আসরের ৩৩তম ম্যাচে শুক্রবার ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা। ১২৯ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখে পূরণ করে দলটি।
দশ ম্যাচে খুলনার এটি পঞ্চম জয়। পয়েন্ট তালিকায় তারা উঠে এসেছে চারে। অন্যদিকে ১১ ম্যাচে ঢাকার এটি টানা দশম পরাজয়।
পাওয়ার প্লের ভেতরেই টপ অর্ডার ছেঁটে দেওয়া পার্নেল ম্যাচের নায়ক। ৪ ওভারে ১৯ রানে তার শিকার তিনটি। ১৮ রানে ৩ উইকেট নেন মুকিদুলও। আর ব্যাট হাতে ইমন ৩০ বলে ৪০, শেই হোপ ২৮ বলে ৩২ ও আফিফ ২১ বলে অপরাজিত ৪৩ রান করেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুলনার পেসার পারনেলের তোপের মুখে পড়ে ২৭ রানে ৩ উইকেট হারায় ঢাকা। মোহাম্মদ নাইম ৫, সাইফ হাসান শূণ্য এবং ইংল্যান্ডের এডাম রোসিংটন ১৮ রানে আউট হন। পরপর দুই ডেলিভারিতে নাইম ও সাইফকে শিকার করেন পারনেল।
শুরুর ধাক্কা সামলে উঠতে চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর। জুটিতে ৩টি চার ও ১টি ছক্কায় ২৫ রান তুলে পেসার মুকিদুলের শিকার হন ইরফান। পরের ডেলিভারিতে মুকিদুল জিম্বাবুয়ের সিন উইলিয়ামসকে খালি হাতে ফিরিয়ে দিলে ৫ উইকেটে ৬২ রানে পরিনত হয় ঢাকা।
ষষ্ঠ উইকেটে ২৬ বলে ৩৩ রানের জুটি গড়ে ঢাকাকে শতরানের দোড়গোড়ায় নিয়ে যান রস ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ১টি করে চার-ছক্কায় ২৫ রান করে রান আউট হন রস।
সপ্তম উইকেটে ২১ বলে ৩০ রান তুলে ঢাকাকে ৭ উইকেটে ১২৮ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেন মোসাদ্দেক ও শ্রীলংকার চাতুরাঙ্গা ডি সিলভা। ১টি করে চার-ছক্কায় ২৩ বলে ২৬ রান করে মুকিদুলের তৃতীয় শিকার হন মোসাদ্দেক। ২টি ছক্কায় ১১ বলে অপরাজিত ১৭ রান করেন ডি সিলভা।
১২৯ রানের টার্গেটে খেলতে নেমে পেসার শরিফুল ইসলামের প্রথম বলে বোল্ড হন খুলনা অধিনায়ক এনামুল হক বিজয় । তৃতীয় ওভারে খুলনার আরেক ওপেনার ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসও(৪) শিকার হন শরিফুলের। ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা।
তৃতীয় উইকেটে ৩৮ বলে ৪৯ রান যোগ করে খুলনাকে খেলায় ফেরান পারভেজ হোসেন ইমন ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। উইকেট সেট হয়ে ডি সিলভার বলে বিদায় নেন ২টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে ৪০ রান করা ইমন।
খুলনার রান ১শ স্পর্শ করার আগে পেসার তাসকিন আহমেদের বলে সাজঘরে ফিরেন ৩টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩২ রান করা হোপ।
দলীয় ৯৯ রানে হোপ ফেরার পর ঢাকার বোলারদের উপর চড়াও হয়ে ২৮ বল বাকী থাকতে খুলনার জয় নিশ্চিত করেন আফিফ হোসেন। ২টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে অপরাজিত ৪৩ রান করেন আফিফ। ঢাকার শরিফুল ও তাসকিন ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
দুর্দান্ত ঢাকা: ২০ ওভারে ১২৮/৭ (নাঈম শেখ ৫, রসিংটন ১৮, সাইফ ০, রস ২৫, ইরফান ২৫, উইলিয়ামস ০, মোসাদ্দেক ২৬, চাতুরাঙ্গা ১৭*, আলাউদ্দিন ২*; নাহিদুল ৪-০-২৮-০, পার্নেল ৪-১-১৯-৩, আরিফ ৪-০-৪১-০, টম্স ৪-০-১৮-০, মুকিদুল ৪-০-১৮-৩)।
খুলনা টাইগার্স: ১৫.২ ওভারে ১৩১/৫ (লুইস ৪, এনামুল ০, পারভেজ ৪০, হোপ ৩২, আফিফ ৪৩*, জয় ২, পার্নেল ৫*; শরিফুল ৩.২-০-১৭-২, তাসকিন ৪-০-২৭-২, চাতুরাঙ্গা ৪-০-৩৫-১, মোসাদ্দেক ৩-০-৩৬-০, আলাউদ্দিন ১-০-১২-০)।
ফল: খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: ওয়েইন পার্নেল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ