মায়ার্সের অলরাউন্ডার নৈপূণ্যে সিলেটকে হারাল বরিশাল
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৩ পিএম
কাইল মায়ার্স ও মুশফিকুর রহিমের ঝড়ো ব্যাটিংয়ে দল পেল বড় সংগ্রহ। পরে বল হাতেও আলো ছড়ালেন মায়ার্স। ওয়েস্ট ইন্ডিজের এই পেস অলরাউন্ডারের নৈপূণ্যে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে অফের পথে আরেক ধাপ এগিয়ে গেল ফরচুন বরিশাল।
দশম বিপিএলের ৩৫তম ম্যাচে শনিবার সিলেটকে ১৮ রানে হারিয়েছে বরিশাল। ১৮৪ রানের লক্ষ্যে বেনি হাওয়েলের ৩১ বলে ৫৩ ও আরিফুল হকের ৩২ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসের পরও ১৬৫ রানে আটকে যায় সিলেটের ইনিংস।
মুশফিক ৩২ বলে ৫২ এবং মায়ার্স ৩১ বলে ৪৮ রান করেন। পরে ৪ ওভারে ১ মেডেনসহ স্রেফ ১২ রানে ৩ উইকেট নেন মায়ার্স।
১০ ম্যাচে বরিশালের এটি ষষ্ঠ জয়। ১২ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার তিনে। অন্যদিকে টানা দুই জয়ের পর অবারও পথ হারালো সিলেট। সব মিলিয়ে ১০ ম্যাচে এটি তাদের সপ্তম পরাজয়। ৬ পয়েন্ট নিয়ে তারা আছে সাত দলের তালিকায় ছয়ে।
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ১০০ ছয়ের মালিক হলেন মুশফিক। তিনদিন আগে প্রথম ব্যাটসম্যান হিসেবে মাইলফলকটি ছুঁয়েছিলেন মুশফিকের দলের অধিনায়ক তামিম ইকবাল। এ দুজন বাদে বিপিএলে ১০০ ছয় আছে শুধু ক্রিস গেইলের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭ বলে ২৩ রানের সূচনা করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও পাকিস্তানের আহমেদ শেহজাদ। পাওয়ার প্লেতে ৪২ রানের মধ্যে বরিশালের দুই ওপেনারকে বিদায় করেন সিলেটের পেসার তানজিম হাসান সাকিব।
৩টি করে বাউন্ডারিতে শেহজাদ ১১ বলে ১৭ ও তামিম ১৮ বলে ১৯ রান করেন। চার নম্বরে নেমে ৮ রানের বেশি করতে পারেননি সৌম্য সরকার।
নবম ওভারে ৬৫ রানে ৩ উইকেট পতনের পর বরিশালের হাল ধরেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স ও মুশফিকুর রহিম। জুটি শুরু থেকে সিলেটের বোলারদের উপর চড়াও হয়ে ৯ থেকে ১৫ ওভারের মধ্যে ৭১ রান যোগ করেন তারা। এতে ১৫ ওভারে ১৪১ রান পায় বরিশাল।
১৭তম ওভারে মায়ার্স-মুশফিকের ৪৮ বলে ৮৪ রানের জুটি ভাঙ্গেন সিলেটের পেসার শফিকুল ইসলাম। ৩টি করে চার-ছক্কায় ৩১ বলে ৪৮ রান করেন ৩৩ রানে জীবন পাওয়া মায়ার্স।
মায়ার্স না পারলেও ৩০ বলে এবারের আসরে তৃতীয় অর্ধশতকের দেখা পান মুশফিক। দলের রান দেড়শ পার করে ৩২ বলে ৩টি করে চার-ছক্কায় ৫২ রানে রান আউট হন মুশি।
শেষ দিকে মেহেদি হাসান মিরাজের ২টি ছক্কায় ৭ বলে ১৫ এবং মাহমুদুল্লাহ রিয়াদের ১২ বলে অপরাজিত ১২ রানের সুবাদে ৬ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় বরিশাল। সিলেটের তানজিম ৪৮ বলে ৩টি উইকেট নেন।
জবাবে ১০ ওভারের মধ্যে ৪০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। সপ্তম উইকেটে ৫২ বলে ১০৮ রানের দুর্দান্ত জুটিও তাই সিলেটকে জেতানোর জন্য যথেষ্ঠ হয়নি।
আরিফুলকে চারটি ছয় ও ৫টি চার হাঁকানো আরিফুলকে কট অ্যান্ড বোল্ড করে জুটি ভাঙেন ওবেড ম্যাককয়।
শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনকে উড়াতে গিয়ে আউট হন ৫টি চার ও ২টি ছক্কা হাকানো হাওয়েল।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৮৩/৬ (তামিম ১৯, শেহজাদ ১৭, মায়ার্স ৪৮, সৌম্য ৮, মুশফিক ৫২, মাহমুদউল্লাহ ১২*, মিরাজ ১৫, সাইফ ০*; আরিফুল ২-০-১৭-০, শফিকুল ৪-০-৩৪-১, তানজিম ৪-০-৪৮-৩, টেক্টর ৪-০-২৯-১, হাওয়েল ৪-০-৪০-০, সানজামুল ২-০-১২-০)।
সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৬৫/৮ (টেক্টর ০, জাকির ৫, শান্ত ০, পেরেরা ১৭, মিঠুন ১০, হাওয়েল ৫৩, বার্ল ৩, আরিফুল ৫৭, তানজিম ; মায়ার্স ৪-১-১২-৩, সাইফ ৪-০-২৯-১, ম্যাককয় ৪-০-৪৫-১, মহারাজ ৪-০-৩১-০, মিরাজ ২-০-১৮-১, খালেদ ২-০-৩১-০)।
ফল: ফরচুন বরিশাল রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: কাইল মায়ার্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক