হৃদয়-তানভীরে মন ভিজেছে মঈনের
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই বাংলাদেশে আসছেন মঈন আলী। বাংলাদেশ সফর করেছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়েও। বিপিএলেও এখন নিয়মিত। প্রথম খেলেছেন ২০১৩ সালে দুরন্ত রাজশাহীর হয়ে। গত তিন বছর আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। ইংলিশ ক্রিকেটারদের বাংলাদেশের অপরিচিত কন্ডিশনে নিয়মিত খেলার একটা সুবিধা আছে। এ ধরনের কন্ডিশনে মানিয়ে নেওয়ার কাজটা সহজ হয়ে যায় তখন। বাংলাদেশে নিয়মিত খেলার সুযোগ পেয়ে সেই সুবিধা পেয়েছেন মঈনও।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটারে কুমিল্লার অনুশীলন শেষে মঈন বললন, ‘বাংলাদেশে আসতে সব সময়ই ভালো লাগে। অনেক দিন ধরেই বাংলাদেশে আসছি। অনূর্ধ্ব-১৯ দলের হয়েও বাংলাদেশ সফর করেছি। কন্ডিশন সম্পর্কে ধারণা না থাকলে এখানে খেলা খুবই কঠিন। তবে একবার অভ্যস্ত হয়ে গেলেই হলো। এখানকার ক্রিকেট একটু ভিন্ন ধাঁচের। তরুণদের এই কন্ডিশনে খেলতে আসা উচিত, সেটা তাদের পারফরম্যান্সে উন্নতি আনবে। কারণ, বাংলাদেশের কন্ডিশনে খেলা খুবই কঠিন।’
মঈনের অবশ্য কঠিন কন্ডিশনেও বিস্ফোরক ব্যাটিংয়ের সুখ্যাতি আছে। আর তার অফ স্পিন তো বরাবরই বাংলাদেশের কন্ডিশনে কার্যকরী। কিন্তু কঠিন ব্যাটিং কন্ডিশনেও পাওয়ার হিটিং কীভাবে করেন মঈন? ইংল্যান্ডের এই অলরাউন্ডার বললেন, ‘কারও শক্তি বেশি, কেউ খেলে টেকনিক দিয়ে। কখনোবা টাইমিংটা কাজে লাগে। আসলে নির্দিষ্ট কোনো উপায় নেই। যেটাই হোক, আপনাকে ছক্কা হাঁকানোর প্রচুর অনুশীলন করতে হবে। আপনার টেকনিক ভিন্ন হতেই পারে, তবে প্র্যাকটিস করতে হবে।’ অন্য এক প্রশ্নের উত্তরেও বেশি বেশি অনুশীলনের কথাই বললেন মঈন, ‘শুধু অনুশীলন। খুব ছোটবেলা থেকে অনুশীলন করি, তখন থেকেই বড় ছক্কা মারার চেষ্টা করতাম। আরও অনেক কিছু চেষ্টা করতাম। শুধু টেকনিক নয়, অনুশীলনও করতে হয়।’
প্রায় মঈনের কৌশলেই পাওয়ার হিটিং করেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। মঈনের প্রশংসায় ভাসলেন তিনি, ‘হৃদয় বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। গতবার ওর বিপক্ষে খেলেছি। সেবার বেশি রান না করলেও বুঝতে পেরেছিলাম সে ভালো ক্রিকেটার। খুব বড়সড় মানুষ নয়, কিন্তু অনেক মারতে পারে। সেটা অবশ্যই ভালো টাইমিং এবং টেকনিকের কারণে।’
কুমিল্লার স্পিনারদের মধ্যে তানভীরের নাম আলাদা করে বললেন মঈন, ‘তানভীর অনেক বছর ধরেই ভালো করছে। আমি কুমিল্লার হয়ে যখন খেলা শুরু করেছি, তখন থেকেই ওকে দেখছি।’ আলিস আল ইসলাম এবং রিশাদ হোসেনেরও ভালো করার সম্ভাবনা দেখছেন এই ইংলিশ ক্রিকেটার, ‘আমি তাকে একবারই দেখেছি, স্কিলফুল বোলার। তাকে দেখে মুগ্ধ হয়েছি। লেগ স্পিনারও (রিশাদ) খুব ভালো। আশা করছি তারা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলবে। দলে একজন রহস্য স্পিনার থাকার অনেক সুবিধা, আর বাংলাদেশ তো একজন লেগ স্পিনারের জন্য মুখিয়ে আছেই। তবে তাদের আরও সময় দিতে হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক