ফিফটিরাঙা ছক্কার সেঞ্চুরি
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
ফরচুন বরিশালের ইনিংসের তখন ১৫তম ওভার। মিডিয়াম পেসার বেনি হাওয়েলের প্রথম বলটিতেই সুইপ খেললেন মুশফিকুর রহিম। বল উড়ে গেল মিডউইকেট বাউন্ডারির ওপর দিয়ে। ম্যাচে নিজের তৃতীয় এই ছক্কায় এক শর একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন মুশফিক। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ১০০ ছয়ের মালিক হলেন ফরচুন বরিশালের উইকেটকিপার-ব্যাটসম্যান। তিন দিন আগে প্রথম ব্যাটসম্যান হিসেবে মাইলফলকটি ছুঁয়েছিলেন মুশফিকের দলের অধিনায়ক তামিম ইকবাল। এ দুজন বাদে বিপিএলে ১০০ ছয় আছে শুধু ক্রিস গেইলের।
এবারের আসরে বরিশালের হয়েই খেলছেন তামিম। গত ১৪ ফেব্রুয়ারিতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলার পথে বিপিএলে ১শ ওভার বাউন্ডারি পূর্ণ করেন তামিম। ৫২ ম্যাচের ৫২ ইনিংসে বিপিএলে সর্বোচ্চ ১৪৩ ছক্কার মালিক গেইল। ৯৮ ম্যাচের ৯৭ ইনিংসে ১০৩ ছক্কায় এই তালিকার দ্বিতীয়স্থানে আছেন তামিম। ১১৫ ইনিংসে ১০০ ছক্কা নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন মুশফিক।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শুধু ছক্কার সেঞ্চুরিই নয়, ব্যাট হাতে ফিফটিও করেছেন মুশফিক। রানআউট হওয়ার আগে খেলেছেন ৩২ বলে ৫২ রানের ইনিংস। যে ইনিংসে ছিল ৩টি করে চার ও ছয়। মুশফিকের পঞ্চাশ ও এক শ ছোঁয়ার ম্যাচে বরিশাল সিলেটকে হারিয়েছে ১৮ রানে। বরিশালের ৬ উইকেটে তোলা ১৮৩ রান তাড়া করতে নেমে সিলেটের ইনিংস আটকে যায় ৮ উইকেটে ১৬৫ রানে। এই হারে এবারের বিপিএলে লিগপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেটের। বাকি থাকা দুই ম্যাচে জিতলেও প্লে-অফে ওঠা হবে না গতবারের ফাইনালিস্টদের।
বড় রান তাড়া করতে নেমে সিলেটের শুরুটা ছিল খুবই ধীর। প্রথম ৪ ওভারে কোনো বাউন্ডারিই আসেনি, রান ছিল ২ উইকেটে ১০। ১০ ওভার শেষে স্কোরবোর্ড পরিণত হয় ৬ উইকেটে ৪৫ রানে। হারের ব্যবধানটা যে শেষ পর্যন্ত ১৮ হলো, এতে অবদান হাওয়েল ও আরিফুল হকের সপ্তম উইকেট জুটির। ৫২ বলের জুটিতে দুজনে তোলেন ১০৮ রান। তবে ১৯তম ওভারে আরিফুল আর পরের ওভারের দ্বিতীয় বলে হাওয়েল আউট হয়ে গেলে সিলেট শেষের হিসাব মেলাতে পারেনি। আরিফুল ৩১ বলে ৫৭ আর হাওয়েল ৩২ বলে ৫৩ রানের ইনিংস খেলেন।
এর আগে ফরচুন বরিশালের হয়েও বেশির ভাগ রান তুলে যান দুজন-মুশফিক ও কাইল মায়ার্স। মুশফিকের আগে তিনে নামা ক্যারিবীয় ব্যাটসম্যান মায়ার্স খেলেন ৩১ বলে ৪৮ রানের ইনিংস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক