তানজিদের ব্যাটে প্লে অফের আশা চট্টগ্রামের
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২০ এএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২ এএম
ওপেনার তানজিদ হাসানের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্লে-অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে থাকলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ নিজেদের ১১তম ম্যাচে চট্টগ্রাম ১০ রানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। সফলে জয় দিয়ে আসর শুরুর পর টানা ১১ হার দিয়ে এবারের বিপিএল শেষ করলো ঢাকা।
এই জয়ে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো চট্টগ্রাম। লিগ পর্বে সব ম্যাচ শেষে, অর্থাৎ ১২ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিপিএল শেষ করলো ঢাকা। চট্টগ্রামের জয়ে প্লে-অফে উঠার স্বপ্ন শেষ হয়ে গেল গতবারের রানার্স-আপ সিলেটের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানে ২ উইকেট হারায় চট্টগ্রাম। ইনিংসের প্রথম বলে সৈকত আলিকে খালি হাতে বিদায় করেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। চতুর্থ ওভারে অস্ট্রেলিয়ার জশ ব্রাউনকে ১১ রানে থামান পেসার তাসকিন আহমেদ।
শুরুতে চাপে পড়া চট্টগ্রামকে ম্যাচে ফেরান তানজিদ ও নিউজিল্যান্ডের টম ব্রুস। তৃতীয় উইকেটে ৬৮ বলে ৯৫ রান যোগ করেন তারা। জুটি গড়ার পথে এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি স্বাদ নিতে ৩৬ বল খেলেন তানজিদ।
তানজিদের হাফ-সেঞ্চুরির পর সাজঘরে ফিরেন ৩টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করা ব্রুস।
১৬তম ওভারে দলীয় ১১৯ রানে ব্রুস ফেরার পর চট্টগ্রামের রান সচল রাখেন তানজিদ। ১৯তম ওভারে তানজিদকে আউট করেন পেসার শরিফুল ইসলাম। ১টি চার ও ৬টি ছক্কায় ৫১ বলে ৭১ রান ক্েরন তানজিদ। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। ঢাকার শরিফুল ও তাসকিন ২টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ৯ রানে ২ উইকেট হারায় ঢাকা। ইংল্যান্ডের এডাম রসিংটনকে ১ ও সাব্বির হোসেনকে শূণ্যতে আউট করেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত।
শুরুতেই চাপে পড়া ঢাকাকে লড়াইয়ে ফেরান ওপেনার মোহাম্মদ নাইম ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস। ৪৬ বলে ৫১ রানে জুটি গড়েন তারা। ৩টি চারে ২৯ রান করা নাইমকে থামিয়ে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন পেসার শহিদুল ইসলাম।
পাঁচ নম্বরে নামা জিম্বাবুয়ের সিন উইলিয়ামস ৯ রানে ফেরেন। ৩৮ বলে হাফ-সেঞ্চুরি করেন রস। ১৭তম ওভারে পেসার সালাউদ্দিন শাকিলের বলে আউট হন ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৫৫ রান করা রস।
রস যখন ফিরেন তখন ১৮ বলে ৪২ রান দরকার পড়ে ঢাকার। কিন্তু শেষ ১৮ বলে ৩১ রান তুলতে পারেন মোসাদ্দেক ও ইরফান শুক্কুর। ৫টি চারে ১৮ বলে অনবদ্য ২৯ রান করেন মোসাদ্দেক। ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ইরফান। চট্টগ্রামের শুভাগত ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৫৯/৬ (সৈকত ০, তানজিদ ৭০, ব্রাউন ১১, ব্রুস ৪৮, শেফার্ড ৩, শুভাগত ৯, শাহাদাত ৬*, শহিদুল ০*; মোসাদ্দেক ৪-০-২৯-১, শরিফুল ৪-০-১৭-২, তাসকিন ৪-০-৩৮-২, এনামুল ৩-০-৩১-০, চাতুরাঙ্গা ১-০-১৫-০, উইলিয়ামস ৪-০-২৭-১)
দুর্দান্ত ঢাকা: ২০ ওভারে ১৪৯/৫ (নাঈম ২৯, রসিংটন ১, সাব্বির ০, রস ৫৫, উইলিয়ামস ৯, মোসাদ্দেক ৩০*, ইরফান ১৪*; শুভাগত ৩-০-১২-২, বিলাল ৪-০-২৪-১, সালাউদ্দিন ৪-০-৩০-১, শেফার্ড ৪-০-৩৩-০, নিহাদউজ্জামান ২-০-১৮-০, শহিদুল ৩-০-৩০-১)
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তানজিদ হাসান
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ