ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১

ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পণ আর ভারতের রেকর্ডের মালা

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২০ পিএম

ছবি: ফেসবুক

যে উইকেটে রীতিমত রানের বন্যা বইয়ে দিলেন যশস্বী জসওয়াল, সরফরাজ আহমেদরা; সেখানে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। পাহাড়সম লক্ষ্যে রবীন্দ্র জাদেজার বোলিং তোপে লড়াই-ই করতে পারল না ইংলিশরা। তাদের হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত।

রাজকোট টেস্টের চতুর্থ দিনে ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। রানের ব্যবধানে ভারতের এটিই সবচেয়ে বড় জয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে ৩৭২ রানের জয় ছিল তাদের আগের রেকর্ড।

৫৫৭ রানের রেকর্ড লক্ষ্যে শেষ সেশনে ৮ উইকেট হারিয়ে স্রেফ ১২২ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

ব্যাটে-বলে অবদান রেখে ভারতের এই জয়ের নায়কদের একজন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই স্পিন অলরাউন্ডার দ্বিতীয় ইনিংসে বল হাতে ৪১ রানে নেন ৫ উইকেট। ১১২ রানের পর মোট ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা তিনি।

তবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দিনটা ছিল জসওয়ালের। আগের দিন সেঞ্চুরি হাঁকিয়ে পিঠের চোট নিয়ে উঠে যাওয়ার পর এদিন তুলে নেন দ্বিশতক। ডন ব্রাডম্যান ও গ্রায়েম স্মিথের পর তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মাত্র ২২ বছর বয়সেই দুটি ডাবল সেঞ্চুরির মালিক বনে যান এই ওপেনার। স্পর্শ করেন পাকিস্তানের ওয়াসিম আকরামের ২৮ বছর আগে গড়া টেস্টের এক ইনিংসে ১২টি ছক্কতার রেকর্ড।

দিন শেষে জসওয়াল অপরাজিত থাকেন ২৩৬ বলে ১৪টি চার ও ১২ ছক্কায় ২১৪ রানে। সাথে শুবমান গিলের ১৫১ বলে ৯১ ও অভিষিক্ত সরফরাজ খানের ৭২ বলে ৬টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬৮ রানের সুবাদে ৪ উইকেটে ৪৩০ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।

প্রথম ইনিংসে ৪৪৫ রান করা ভারত নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো দুই টেস্ট ইনিংসে ৪০০ এর বেশি রান করল।

সরফরাজের মতো ভারতও এদিন গড়ে ছক্কার রেকর্ড। এই ম্যাচে ২৮ ছক্কা হাঁকিয়ে গড়েছে এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। সিরিজে ভারতের মোট ছক্কা ৪৮টি। দুটিই রেকর্ড।

২ উইকেটে ১৯৬ রান নিয়ে দিন শুরু করা ভারতের রান বাড়তে থাকে শুবমান গিল ও কুলদিপ ইয়াদাভের জুটিতে। ৬৫ রান নিয়ে খেলতে নামা গিল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে রান আউট হন ২ ছক্কা ও ৯ চারে ৯১ রান করে, ভাঙে ৫৫ রানের যুগল। কয়েক ওভার পর বিদায় নেন কুলদিপও।

গিল আউট হলে ক্রিজে যান আগের দিন ১০৪ রান করা জয়সওয়াল। বিরতি নিয়ে ব্যাটিংয়ে নামলেও তার মনোযোগে একটুও ধরেনি চিড়। সহজাত ব্যাটিংয়ে এগিয়ে যান, দেড়শ স্পর্শ করেন ১৯২ বলে। ডাবল সেঞ্চুরিতে পা রাখেন তিনি ২৩১ বলে। কিছুক্ষণ পরই ইনিংস ঘোষণা করে দেন রোহিত।

রেকর্ড রান তাড়ায় শুরুর ৬ ওভারে ১৫ রান আসে ইংল্যান্ডের। এরপর তাদের উইকেটে আসা-যাওয়া শুরু। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেটের রান আউটে শুরু। নিয়মিত বিরতিতি উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে তারা। শেষ উইকেটে মার্ক উড ১৫ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৩৩ রান করে ভারতের জয়ের অপেক্ষা কিছুটা বাড়ান। ইনিংসে ইংলিশদের সর্বোচ্চ রানও উডের।

এই উডকে ফিরিয়েই টেস্ট ক্যারিয়ারের ১৬তম পাঁচ উইকেট পূর্ণ করেন জাদেজা। দুটি শিকার ধরেন কুলদিপ যাদব। মায়ের অসুস্থতায় এই ম্যাচের মাঝপথে চলে যাওয়া রবিচন্দ্রন অশ্বিন মাঠে নামেন চতুর্থ দিন। খালি হাতে ফেরেননি তিনিও, বোল্ড করেন টম হার্টলিকে।

সিরিজের চতুর্থ ম্যাচে রাঁচিতে, শুরু আগামী শুক্রবার।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৪৪৫

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩১৯

ভারত ২য় ইনিংস: (আগের দিন ১৯৬/২) ৯৮ ওভারে ৪৩০/৪ ডিক্লেয়ার (জয়সওয়াল ২১৪*, গিল ৯১, কুলদিপ ২৭, সারফারাজ ৬৮*; অ্যান্ডারসন ১৩-১-৭৮-০, রুট ২৭-৩-১১১-১, হার্টলি ২৩-২-৭৮-১, উড ১০-০-৪৬-০, রেহান ২৫-১-১০৮-১)

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫৫৭) ৩৯.৪ ওভারে ১২২ (ক্রলি ১১, ডাকেট ৪, পোপ ৩, রুট ৭, বেয়ারস্টো ৪, স্টোকস ১৫, ফোকস ১৬, রেহান ০, হার্টলি ১৬, উড ৩৩, অ্যান্ডারসন ১*; বুমরাহ ৮-১-১৮-১, সিরাজ ৫-২-১৬-০, জাদেজা ১২.৪-৪-৪১-৫, কুলদিপ ৮-২-১৯-২, অশ্বিন ৬-৩-১৯-১)

ফল: ভারত ৪৩৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রবীন্দ্র জাদেজা

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সেঞ্চুরির সপ্তমে বিপিএল
লিটনের ম্যাচে নায়ক থিসারা
হার দিয়েই জ্যোতিদের উইন্ডিজ সফর শুরু
আরও

আরও পড়ুন

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ

বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং

বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের

সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি

ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি

অস্ত্র মামলায় মামুন খালাস

অস্ত্র মামলায় মামুন খালাস

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন

ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন

দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির

দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির

হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি

বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী

দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী

বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি

বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি

যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯

যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯

আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে

আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে

প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ