৫ সেলাই নিয়ে পর্যবেক্ষণে মুস্তাফিজ
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম
খেলা ছিল না। তবে প্লে-অফ নিশ্চিতের লড়াইয়ে আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য। সে লক্ষ্যেই গতকাল সকাল থেকে মূল ভেন্যু জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঘাম ঝরাচ্ছিল দলটির ক্রিকেটাররা। সকালে হাল্কা ওয়ার্মআপের পর ফুটবল নিয়ে খুনসুঁটি সেরে শুরু হয় মূল অনুশীলনপর্ব। সেখানে পাশাপাশি নেটে ব্যাট করছিলেন লিটন দাস ও ম্যাথু ফর্ড। এই সময় মুস্তাফিজুর রহমান ও নেট বোলাররা বল করছিলেন। একটি ডেলিভারির পর নিজের বোলিং মার্কে ফেরার সময় কারও ডাক শুনে ঘুরে তাকান কাটার মাস্টার। তখনই আরেকজন বোলারের বলে পাশের নেট থেকে ফর্ডের শট এসে লাগে মুস্তাফিজের মাথার বাম পাশের পেছনের অংশে। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন মুস্তাফিজ। ছুটে আসেন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বাকিরা। মাঠে কিছুক্ষণ প্রাথমিক শুশ্রƒষা দেওয়া হয় তাকে। এ সময় মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় মুস্তাফিজকে।
তারপর থেকে গোটা সাগরিকায় ঘণ্টাভর চলে ক্রিকেটার, ফ্রাঞ্চাইজি, সাংবাদিক, এমনকি নেট বোলার আর মাঠকর্মীদেরও অস্থির পায়চারি। সামাজিক যোগাযোগমাধ্যগুলো ছেয়ে যায় তার সুস্থ্যতা কামনার প্রার্থণায়। অবশেষে হাসপাতাল থেকে আসে কিছুটা মিশ্র অনুভূতির সুসংবাদ। সিটি স্ক্যানে বিপজ্জনক কিছু ধরা পড়েনি বাঁহাতি এই তারকা পেসারের। তবে চোট পাওয়া কাটার মাস্টারের মাথায় সেলাই লেগেছে অন্তত ৫টি! আঘাতটি মাথায় হওয়ায় হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হবে মুস্তাফিজকে, ফ্র্যাঞ্চাইজির ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে বিবৃতিতে জানিয়েছে কুমিল্লা, ‘মুস্তাফিজুর রহমান এখন ইম্পেরিয়াল হাসপাতালের নিউরোসার্জন টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার জিসিআই স্কেল ১৫/১৫। তিনি এখন শঙ্কামুক্ত। আশা করি, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে আমরা তাকে টিম হোটেলে নিয়ে যেতে পারব।’
জিসিআই স্কেল ১৫ থাকার অর্থ পুরোপুরি সজাগ ও সজ্ঞানে আছেন মুস্তাফিজ। দলের পক্ষ থেকে ওই বিবৃতি দেওয়ার আগে হাসপাতালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাহিদুল ইসলামও বলেন, মাথায় সেলাই লাগলেও বড় কোনো শঙ্কা নেই মুস্তাফিজকে ঘিরে, ‘প্রাথমিকভাবে জেনেছি মুস্তাফিজের মাথায় পাঁচটি সেলাই করা হয়েছে। নিউরোসার্জন তাকে দেখেছেন। আপাতত কোনো শঙ্কা নেই। তিনি নিজের নাম বলতে পারছেন, সব বিষয়ে যোগাযোগ করতে পারছেন। কনকাশনেরও কোনো লক্ষণ নেই।’ ইম্পেরিয়াল হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের পরামর্শক ডা. মঈনউদ্দিন এম. ইলিয়াছ জানিয়েছেন, মূলত সতর্কতা হিসেবেই হাসপাতালে রাখা হয়েছে মুস্তাফিজকে, ‘মুস্তাফিজুর রহমানের সিটি স্ক্যানে আমরা ভয়ের কোনো কারণ পাইনি। কিছুটা হেমাটমা (রক্তজমাট) আছে। সেটা মস্তিষ্ক ও হাড়ের বাইরে। অভ্যন্তরীণ কোন হেমাটমা নেই। তবে ২৪ ঘন্টা পেরোনোর আগে কাউকে শঙ্কামুক্ত বলা যাবে না।’
সেই শঙ্কা থেকেই আজ কুমিল্লার পরবর্তী ম্যাচ সিলেটের বিপক্ষে খেলা হচ্ছে না মুস্তাফিজের। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের শিকার দলের সর্বোচ্চ ১১ উইকেট। ফরচুন বরিশালের বিপক্ষে ৩২ রানে ৩ উইকেট তার এবারের সেরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী