হাওয়েলে ম্লান লিটনের ক্যারিয়ার সেরা ইনিংস
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম
টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জেতাতে পারলেন না লিটন কুমার দাস। এই স্ট্রাইলিশ কিপার-ব্যাটারকে ছাপিয়ে সিলেটের জয়ের নায়ক বেনি হাওয়েল।
বিপিএলের দশম আসরের ৩৭তম ম্যাচে সোমবার কুমিল্লাকে ১২ রানে হারায় সিলেট। ১৭৭ রানের লক্ষ্যে লিটনের ৫৮ বলে ৮৫ রানের পরও ১৬৫ রানে আটকে যায় কুমিল্লার ইনিংস।
৩১ বলে অপরাজিত ৬২ রানের পর ৩৬ রানে ১ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হাওয়েল। তার ২১৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর এটিই। পরে বল হাতে শেষ সময়ে মইন আলির গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি।
৩ উইকেট নিয়ে সিলেটের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পেসার তানজিম হাসান সাকিব।
টানা পাঁচ ম্যাচ জয়ের পর পরাজিত হলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। এই হারের পরও ১০ ম্যাচে ৭ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে প্লে-অফে দৌড়ে থাকলো কুমিল্লা। ১১ ম্যাচে ৪ জয় ও ৭ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে আগেই প্লে-অফে খেলার আশা শেষ হয়ে যাওয়া সিলেট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩১ বলে ৪০ রানের সূচনা এনে দেন সিলেটের দুই ওপেনার ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস ও জাকির হাসান। ষষ্ঠ ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে ৩টি চারে ১৮ রান করা জাকিরকে শিকার করে সিলেটের উদ্বোধনী জুটি ভাঙ্গেন কুমিল্লার হয়ে এবারের আসরে প্রথম খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন।
দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ২৭ বলে ২৭ রান তুলেন লুইস। পেসার মুশফিক হাসানের বলে সাজঘরে ফেরার আগে ২টি করে চার-ছক্কায় ২৫ বলে ৩২ রান করেন লুইস।
এরপর সিলেট শিবিরে ১১তম ওভারে জোড়া আঘাত হানেন লেগ স্পিনার রিশাদ হোসেন। শান্তকে ১২ ও ইয়াসির আলিকে ২ রানে আউট করেন তিনি।
৭৪ রানে চতুর্থ উইকেট পতনের পর সিলেটকে লড়াইয়ে ফেরান অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও হাওয়েল। রিশাদের করা ১৭তম ওভারে ২৪ রান নেন তারা। জুটিতে ৪২ বলে ৭৭ রান যোগ করে বিচ্ছিন্ন হন মিঠুন ও হাওয়েল। ২টি ছক্কা ও ১টি চারে ২০ বলে ২৮ রান করে নারাইনের দ্বিতীয় শিকার হন মিঠুন।
২৪ বলে এবারের আসরের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন হাওয়েল। তার ঝড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ পায় সিলেট। শেষ ৫ ওভারে ৬৯ রান করে তারা। ৬টি চার ও ৪টি ছক্কায় ২শ স্ট্রাইক রেটে ৩১ বলে অপরাজিত ৬২ রান করেন হাওয়েল। ৭ রানে অপরাজিত থাকেন আরিফুল হক। কুমিল্লার নারাইন-রিশাদ ২টি করে উইকেট নেন।
১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ওভারে ইংল্যান্ড স্পিনার সামিত প্যাটেলের শিকার হন ৩ রান করা কুমিল্লার ওপেনার ইমরুল কায়েস।
তিন নম্বরে নেমে ১টি করে চার-ছক্কায় ১৭ রান করে সিলেটের পেসার তানজিমের বলে আউট হন ইনফর্ম তাওহিদ হৃদয়।
তৃতীয় উইকেটে ওয়েস্ট ইন্ডিজের জনসন চালর্সকে নিয়ে ৫৬ বলে ৭৯ রান যোগ করে কুমিল্লাকে লড়াইয়ে রাখেন ৩৬ বলে এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পাওয়া অধিনায়ক লিটন দাস।
২১ বলে ১২ রান করা চালর্সকে পেসার শফিকুল ইসলাম ও ইংল্যান্ডের মঈন আলিকে শূণ্যতে হাওয়েল আউট করলে চাপে পড়ে কুমিল্লা। এমন অবস্থায় ৬ উইকেট হাতে নিয়ে শেষ ২০ বলে ৫১ রান দরকার পড়ে কুমিল্লার।
১৮ ও ১৯তম ওভারে ১২ রান করে নেন লিটন ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। এতে শেষ ওভারে জয়ের জন্য ২৫ রান প্রয়োজন পড়ে কুমিল্লার।
শেষ ওভারের প্রথম বলে লিটনকে বোল্ড করেন তানজিম। ৭টি চার ও ৩টি ছক্কায় ৫৮ বলে ৮৫ রান করেন একবার জীবন পাওয়া লিটন।
অধিনায়ক ফেরার পর শেষ ৫ বলে ১২ রানের বেশি পায়নি কুমিল্লা। এতে ৬ উইবেটে ১৬৫ রান করে হার নিয়ে মাঠ ছাড়েগ কুমিল্লা। ১৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ রান করে তানজিমের তৃতীয় শিকার হন রাসেল। ৩৩ রানে ৩ উইকেট নেন সিলেটের তানজিম।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৭৭/৫ (লুইস ৩৩, জাকির ১৮, শান্ত ১২, ইয়াসির ২, মিঠুন ২০, হাওয়েল ৬২*, আরিফুল ৭*; রাসেল ৪-০-৩৫-০, মইন ২-০-১৩-০, আলিস ৩-০-৩৮-০, নারাইন ৪-১-১৬-২, মুশফিক ৪-০-৩২-২, রিশাদ ৩-০-৩৭-২)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৬৫/৬ (ইমরুল ৩, লিটন ৮৫, হৃদয় ১৭, চার্লস ১২, মইন ০, রাসেল ২৩*, জাকের ৭*; আরিফুল ২-০-৩৬-০, সামিত ৪-০-১৫-১, শফিকুল ৪-০-১৮-১, সানজামুল ৩-০-২৫-০, তানজিম ৩-০-৩৩-৩, হাওয়েল ৪-০-৩৬-১)।
ফল: সিলেট স্ট্রাইকার্স ১২ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: বেনি হাওয়েল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি