ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১

দুর্দান্ত বোলিংয়ের পর রাসেলের খুনে ব্যাটিং

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫ এএম

ছবি: ফেসবুক

মুশফিক হাসান আর আন্দ্রে রাসেলের দুর্দান্ত বোলিংয়ে সংগ্রহটা বড় করতে পারল না রংপুর রাইডার্স। পরে ব্যাট হাতেও টর্নেডো ইনিংস উপহার দিলেন রাসেল। ক্যারিবীয় এই অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে এবারের বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষ দল রংপুরকে স্রেফ উড়িয়ে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের দশম আসরের ৪০তম ম্যাচে মঙ্গলবার ৬ উইকেটে জিতেছে কুমিল্লা। ১৪ বল হাতে রেখে ১৫১ রানের লক্ষ্যে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে চূড়ায় থাকা রংপুরের সঙ্গে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করল কুমিল্লা।

১১ ম্যাচে কুমিল্লার অষ্টম জয় এটি। এতে সেরা দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করেছে তারা। টানা আট ম্যাচ জেতার পর পরাজয়ে প্রথম পর্ব শেষ করেছে রংপুর। তবে ১২ ম্যাচে ৯ জয় নিয়ে এখনও টেবিলের শীর্ষেই অবস্থান করছে তারা।

রাসেল যখন ক্রিজে যান, জয়ের জন্য তখন দলের লাগে ৩৩ বলে ৪৮ রান। এর মধ্যে তিনি একাই করেন ৪৩ রান। তাও স্রেফ ১২ বলে। সমান ৪টি করে চার-ছক্কা মারেন তিনি। এর আগে বল হাতেও ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন এই পেস-অলরাউন্ডার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৪৭ রানে ৪ উইকেট হারায় রংপুর। ১টি করে চার-ছক্কায় ৮ বলে ১৪ রান করা রনিকে ও ১টি ছক্কায় ৮ রান করা মাহেদি হাসানকে ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড, ক্যারিবীয় ব্যাটার ব্রান্ডন কিংকে ৪ রানে স্পিনার তানভীর ইসলাম এবং অধিনায়ক নুরুল হাসান সোহানকে ২ রানে আউট করেন  আন্দ্রে রাসেল।

পঞ্চম উইকেটে নিউজিল্যান্ডের জেমস নিশামের সাথে ২৯ রান যোগ করে সাজঘরে ফিরেন সাকিব আল হাসান। ৩টি চারে ২৪ রান করে পেসার মুশফিক হাসানের শিকার হন সাকিব।

এরপর ইংল্যান্ডের টম মুরস ৮ ও শামিম হোসেন ২ রানে আউট হন। এতে ৯৩ রানে সপ্তম উইকেট হারায় রংপুর। ১৭তম ওভারে দলীয়  ১০২ রানে নবম উইকেট হারিয়ে দ্রুত ইনিংস শেষ করার মুখে পড়ে রংপুর।

কিন্তু শেষ উইকেটে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে নিয়ে কুমিল্লার বোলারদের সামনে লড়াই করেছেন নিশাম। ৩২ বলে এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।

ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৫ রানে তাহির আউট হলেও, নিশামের লড়াকু ব্যাটিংয়ে ১৫০ রানের পুঁজি পেয়ে যায় রংপুর। ৯টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন নিশাম। তাহিরকে নিয়ে ২১ বলে ৪৩ রানের জুটি গড়েন নিশাম।

কুমিল্লার রাসেল ২০ রানে ও মুশফিক ১৮ রানে ৩টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে কুমিল্লাকে ২৫ বলে ৩৬ রানের সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ইনিংসের পঞ্চম ওভারে ডিপ মিড উইকেটে শামিমের অসাধারন ক্যাচে ১৫ রান করা নারাইনকে শিকার করে কুমিল্লার উদ্বোধনী জুটি ভাঙ্গেন সাকিব। একই  ওভারের তৃতীয় বলে তাওহিদ হৃদয়কে খালি হাতে বিদায় করেন সাকিব।

৩৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। তৃতীয় উইকেটে ৫৫ বলে ৬৫ রান যোগ করে কুমিল্লাকে লড়াইয়ে রাখেন অধিনায়ক লিটন ও মাহিদুল ইসলাম অঙ্কন। ১৪তম ওভারে শেষবারের মত আক্রমনে এসে রংপুরকে ব্রেক-থ্রু এনে দেন সাকিব। ৪টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৪৩ রান করেন লিটন।

পরের ওভারে পেসার আবু হায়দারের শিকার হন ৪টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৩৯ রান করা অঙ্কন।

২ রানের ব্যবধানে দুই সেট ব্যাটারকে হারিয়ে চিন্তায় পড়ে কুমিল্লা। ঐ সময় ৩৩ বলে ৪৮ রানের প্রয়োজনে ব্যাট হাতে  উইকেটে আসেন রাসেল।

পেসার হাসান মাহমুদের করা করা ১৭তম ওভারে ২টি ছক্কা ও ৩টি চারে ২৫ রান তুলে ম্যাচ হাতে মুঠোয় নেন রাসেল। পরের ওভারের তৃতীয় বলে মাহেদিকে ছক্কা মেরে কুমিল্লার জয় নিশ্চিত করেন তিনি।

৪টি করে চার-ছক্কায় ১২ বলে সাড়ে তিনশর বেশি স্ট্রাইক রেটে অনবদ্য ৪৩ রান করেন রাসেল। ৬ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের মঈন। রংপুরের সাকিব ২০ রানে ৩ উইকেট নেন।   


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সেঞ্চুরির সপ্তমে বিপিএল
লিটনের ম্যাচে নায়ক থিসারা
হার দিয়েই জ্যোতিদের উইন্ডিজ সফর শুরু
আরও

আরও পড়ুন

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই