বিসিবিতে বাশারের নতুন অধ্যায়
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
জাতীয় নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন আগেই নতুন দায়িত্ব পেলে গেলেন হাবিবুল বাশার সুমন। দীর্ঘ দিন ছেলেদের দলের নির্বাচক হিসেবে কাজ করা সাবেক অধিনায়ককে এখন থেকে দেখা যাবে বিসিবির নারী বিভাগের নতুন পদে। তার নিজের মতে যা ‘বড় এক দায়িত্ব।’ গতকাল মিরপুরে বিসিবি কার্যালয়ে উইমেন’স উইং-এর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাবিবুল। তাকে স্বাগত জানান বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরি নাদেল ও অধিনায়ক নিগার সুলতানা।
গত সপ্তাহে ছেলেদের নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদীন ও হাবিবুলের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানায় বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান তখনই জানান, উপযুক্ত দায়িত্ব দিয়ে দুজনকেই কাজে লাগাবে বোর্ড। সেই ধারাবাহিকতায় নতুন দায়িত্ব পেয়ে গেলেন হাবিবুল। মিনহাজুলের দায়িত্ব এখনও ঠিক হয়নি। জাতীয় নির্বাচক হিসেবে দুজনেরই মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ ফেব্রুয়ারি। বাশার বললেন, নতুন দায়িত্বে নিজস্ব কিছু পরিকল্পনা নিয়ে কাজ করতে চান তিনি, ‘দায়িত্বটা এখন অনেক বড়। অনেক বড় দায়িত্ব। এখানে অনেক কিছুই করার আছে। নারী ক্রিকেট নিয়ে আমার নিজেরও কিছু পরিকল্পনা আছে। ধীরে ধীরে গুছিয়ে নেই। তারপর ধাপে ধাপে হয়তো সেগুলো বাস্তবায়ন করব। নারী ক্রিকেটে কাজ করার অনেক জায়গা আছে। মেয়েদের খেলাও অনেক বেড়েছে। কাজ করার ক্ষেত্রটাও অনেক বড় এখন। দেখা যাক কীভাবে এগোয়। মাত্র তো শুরু করলাম। আপাতত আমি দায়িত্বটা বুঝে নিয়েছি।’
খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১১ সালে প্রথমবার ছেলেদের জাতীয় দলের নির্বাচক কমিটিতে জায়গা পান হাবিবুল। দুই বছর পর বাড়ানো হয় তার চুক্তির মেয়াদ। ২০১৫ সালে হাবিবুলকে নারী দলের নির্বাচক করা হয়। পরের বছরের জুনে সেই সময়ের প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করলে প্রধান নির্বাচকের দায়িত্ব পান মিনহাজুল। হাবিবুল আবার ফেরেন নির্বাচক কমিটিতে। সেই থেকে টানা দায়িত্ব পালন করে আসছিলেন হাবিবুল। এবার শুরু হচ্ছে তার ভিন্ন দায়িত্ব। হাবিবুল জানালেন, নতুন এই দায়িত্বে বিসিবির সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনও ঠিক হয়নি। তবে এদিন থেকেই নারী বিভাগের প্রধান হিসেবে তার অধ্যায় শুরু হয়ে গেছে। যেখানে উইমেন’স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলমের ঠিক পরেই থাকছে তার অবস্থান। চলতি বছর বাংলাদেশে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বছর জুড়ে মেয়েদের অনেক খেলাও আছে। বাশারের জন্য তাই কাজের ক্ষেত্র বিস্তর।
এদিকে, নতুন প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু আর হান্নান সরকারকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া আগের নির্বাচক আব্দুর রাজ্জাককে রেখে দেওয়া হয়। জানা গেছে, সদ্য সাবেক প্রধান নির্বাচককে টুর্নামেন্ট কমিটিতে একটু গুরুত্বপূর্ণ পদে রাখা হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশি মালিকানাধীন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান "গ্রিনফিল্ড একাডেমী"র যাত্রা শুরু
আগে সংস্কার হবে, তারপর নির্বাচন : জাতীয় নাগরিক কমিটি
দীর্ঘ ৫৮বছরপর উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাপ্তাই বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের উন্নয়ন শুরু
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প, বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’