প্রমাণের মঞ্চে তামিমের জ্বলে ওঠা

Daily Inqilab ইমরান মাহমুদ, চট্টগ্রাম থেকে

২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য খেলে ফেলেছেন ওয়ানডে বিশ্বকাপেও। বাঁহাতি ওপেনার, আক্রমণাত্মক ব্যাটিংয়েও মিল আছে। তানজিদ হাসান তামিমের মধ্যে ক্যারিয়ারের শুরুর দিকের তামিম ইকবালের মিল তাই খুঁজে পাওয়াটাই স্বাভাবিক। তাঁকে ‘নতুন তামিম’ নামে ডাকাটা তাই দুই অর্থেই ঠিক আছে। ওয়ানডে বিশ্বকাপে দু’একটি ম্যাচে নিজের ঝলক দেখালেও সব মিলিয়ে হয়তো প্রত্যাশাটা মেটাতে পারেননি। তবে লাইমলাইটটা তার ওপর সব সময়ই ছিল। ছিল এবারের বিপিএলেও। টুর্নামেন্টের শেষ দিকে এসে সেই প্রত্যাশা মেটাতেই শুরু করছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার। ঢাকার বিপক্ষে এর আগের ম্যাচে খেলেছিলেন ৭০ রানের ইনিংস। গতকাল সেটিকে ছাড়িয়ে খুলনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পেলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। ৬৫ বলে করেছেন ১১৬ রান। যা এবারের বিপিএলে সর্বোচ্চ ইনিংস।
এদিন খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রাম হেরে গেলে অবশ্য অনেক যদি-কিন্তুর মধ্যে পড়ে যেতো দলটি। সে ক্ষেত্রে খুলনা তাদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দিলেই বিদায় নিত চট্টগ্রাম। ওই ম্যাচে খুলনা হেরে গেলে আসতো নেট রান রেটের হিসাব। তবে সেই হিসেবের মারপ্যাচে দলকে ফেলেননি তরুন এই ওপেনার। তার ঝড়ো সেঞ্চুরিতে চট্টগ্রাম আগে ব্যাট করে করেছে ৪ উইকেটে ১৯২ রান। জবাবে ১ বল বাকি থাকতে ১২৭ রানে গুটিয়ে যায় খুলনা। ৬৫ রানে এই জয়ে প্লে অফ নিশ্চিত করে বন্দর নগরীর দলটি।
ঝড়ো সেঞ্চুরির সংজ্ঞাটা এখন বদলে গেছে টি-টোয়েন্টির কল্যাণে। তবে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ৩২ বলে হাফ সেঞ্চুরি, ২৮ বলে পরের ৫০। পুরো ইনিংসের স্ট্রাইকরেট ১৭৮.৪৬- এটাকে টি-টোয়েন্টিসুলভ ইনিংস বলতেই হবে। মেরেছেন সবাইকেই, তবে সবচেয়ে বেশি নির্দয় ছিলেন দুই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও আরিফ আহমেদের প্রতি। ১১৬ রানের মধ্যে এই দুই বাঁহাতি স্পিনারের বিপক্ষেই করেছেন ৫৪ রান। প্রথম ১০ বলে করেছিলেন ১০ রান। সেটিই চোখের পলকে ১৪ বলে ২৪ হয়ে যায়। ইনিংসের চতুর্থ ওভারে নাসুমের প্রথম চার বলেই মেরেছেন এক ছক্কা ও দুটি চার। প্রথমটি ডট দিয়েছিলেন, যার মানে ৬-৪-৪ টানা তিন বলে। ৩২ বলে হাফ সেঞ্চুরি করার আনন্দটাও উদযাপন করেছেন দারুণভাবে। পেসার মুকিদুলের ওভারে মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। জেসন হোল্ডারের বলে ৫৮ বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করে দুহাত উঁচিয়ে ধরেন তানজিদ। সেঞ্চুরিতে যেতে মারেন ৭টি করে চার-ছক্কা। ১৯তম ওভারে পরে আউট হয়েছেন ৬৫ বলে ১১৬ করে। যাতে আছে ৮টি করে চার-ছক্কা।
তার এই ইনিংস এবারের বিপিএলে সর্বোচ্চ ইনিংস ব্যক্তিগত। বিপিএলে সব মিলিয়ে সেঞ্চুরি করা সপ্তম বাংলাদেশি ব্যাটার এখন তিনি। দেশের ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে তানজিদের চেয়ে বেশি রান করেছেন ¯্রফে দুজন - তামিম ইকবাল (১৪১) ও সাব্বির রহমান (১২২)। এবারের বিপিএলে এর আগের ১০ ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি করেছেন। আগের ম্যাচে ৭০ রানের কথা তো বলা হলোই, নিজের পঞ্চম ম্যাচে সিলেটের বিপক্ষে করেছিলেন ঠিক ৫০। বাকি ৭টি ইনিংসে অবশ্য বলার মতো কিছু করতে পারেননি। দুটি ইনিংস অবশ্য প্রায় পঞ্চাশ ছুঁইছুই। একটি ৪৯, অন্যটি ৪১। বাকি ৫টি ইনিংসে সর্বোচ্চ ১৯। টি-টোয়েন্টিতে তানজিদ হাসানের এর আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ৭৯। তা ছিল আবার ঢাকা প্রিমিয়ার লিগে। ২০২১ সালে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগে শাইনপুকুরের হয়ে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে তানজিদের ওই ইনিংস।
গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে নয় ম্যাচের সবগুলোই খেলেছিলেন তানজিদ। মাত্র এক ফিফটি করায় তার সামর্থ্য নিয়ে উঠে প্রশ্ন। এবারের বিপিএলে নিশ্চিতভাবে নিজেকে প্রমাণের খেদ ছিল তার। সেটা করলেন দারুণভাবে। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দলে নেই তানজিদ। পরের সিরিজের জন্য অন্তত নিজের দাবি জানিয়ে রাখলেন এই তরুণ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জার্মানিতে বিস্ফোরণের পরে বাড়িতে আগুন, নিহত তিন

জার্মানিতে বিস্ফোরণের পরে বাড়িতে আগুন, নিহত তিন

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি শুরু

শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন

শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন

শিগগিরই বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট

শিগগিরই বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক অ্যাজিভিট

বাইডেনকে তিরস্কার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বিল পাস

বাইডেনকে তিরস্কার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বিল পাস

র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা : যুক্তরাষ্ট্র

র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা : যুক্তরাষ্ট্র

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো

৬ তারিখে বাজেট দেবো, বাস্তবায়নও করবো

মেরুকরণই হাতিয়ার মোদির! ভারতে ধর্মের কার্ড খেলার ট্র্যাডিশন চলছেই

মেরুকরণই হাতিয়ার মোদির! ভারতে ধর্মের কার্ড খেলার ট্র্যাডিশন চলছেই

অত্যাধুনিক রকেটের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

অত্যাধুনিক রকেটের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

কুয়েতে নতুন রাষ্ট্রদূত হলেন মেজর জেনারেল তারেক

কুয়েতে নতুন রাষ্ট্রদূত হলেন মেজর জেনারেল তারেক

স্বামীর উপহারের টাকায় লটারি কিনে কোটিপতি স্ত্রী

স্বামীর উপহারের টাকায় লটারি কিনে কোটিপতি স্ত্রী

হাজীগঞ্জে খালে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

হাজীগঞ্জে খালে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

রাজধানীর বাসাবোয় ১০ তলা বিল্ডিংয় থেকে পড়ে ২ শ্রমিক নিহত

রাজধানীর বাসাবোয় ১০ তলা বিল্ডিংয় থেকে পড়ে ২ শ্রমিক নিহত

সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অধ্যক্ষের কক্ষে শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা

অধ্যক্ষের কক্ষে শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা

বিজিবি'র পৃথক অভিযানে ৪ কেজি আইস উদ্ধার, আটক-১

বিজিবি'র পৃথক অভিযানে ৪ কেজি আইস উদ্ধার, আটক-১

সব বিষয়ে পাস, বাস্তব প্রশিক্ষণে নম্বর না দেয়ায় ফেল ১৩ শিক্ষার্থী

সব বিষয়ে পাস, বাস্তব প্রশিক্ষণে নম্বর না দেয়ায় ফেল ১৩ শিক্ষার্থী

হজ পালনে সউদী গেছেন ২৪ হাজার ২৩৬ জন বাংলাদেশি

হজ পালনে সউদী গেছেন ২৪ হাজার ২৩৬ জন বাংলাদেশি

২২ মে থেকে বাজারে নওগাঁর আম, সবশেষে আম্রপালি

২২ মে থেকে বাজারে নওগাঁর আম, সবশেষে আম্রপালি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ