রাঁচি টেস্টে ইংল্যান্ড একাদশে দুটি পরিবর্তন
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৮ পিএম | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৮ পিএম
ভারতের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। সবশেষ টেস্ট থেকে বাদ পড়েছেন স্পিনার রেহান আহমেদ ও পেসার মার্ক উড। সিরিজে প্রথমবার খেলার সুযোগ পাচ্ছেন ওলি রবিনসন। একাদশে ফিরেছেন দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া শোয়েব বশিরও।
রাঁচিতে শুক্রবার শুরু হবে দুই দলের মধ্যকার চতুর্থ টেস্ট। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত।
ইংল্যান্ডের হয়ে নতুন বলে অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনের সাথে এদিন জুঁটি বাঁধবেন রবিনসন। এই দুজনের সাথে প্রথমবারের মতো সিরিজে বল হাতে দেখা যেতে পারে পেস অলরাউন্ডার বেন স্টোকসকে। আর স্পিনের দায়িত্বে বশিরের সাথে টম হার্ডলি তো আছেনই, সাথে ‘খন্ডকালীন’ কাজ চালাতে থাকবেন জো রুট।
২০২১ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৪ ম্যাচে ২১ উইকেট নিয়েছিলেন রবিনসন। এর আগে ভারত সফর করলেও এবারই প্রথম ভারতে টেস্ট খেলবেন এই পেসার। সব মিলিয়ে ইংল্যান্ডের হয়ে ২০২১ সালের জুনে অভিষেকের পর ১৯ টেস্টে ৭৬ উইকেট নিয়েছেন রবিনসন।
সিরিজের প্রথম টেস্টে হায়দরাবাদে স্পিন সহায়ক উইকেট বানিয়ে নিজেরাই ধরা খেয়েছিল ভারত। স্টোকস আভাস দিয়েছেন রাঁচিতেও স্পিন সহায়ক হবে উইকেট। শুধু তাই নয়, ১০০ টেস্ট খেলা ৩২ বছর বয়সী ইংলিশ অধিনায়ক বললেন, রাঁচির মতো এমন উইকেট নাকি তিনি কখনও দেখেননি।
রাঁচির উইকেট দেখে সংবাদমাধ্যমকে স্টোকস বলেছেন, ‘এমন কিছু এর আগে দেখিনি। আমার কোনো ধারণাই নেই, জানি না, এখানে কী হতে পারে। একদিক থেকে অন্যদিকে তাকালে এটাকে (উইকেট) ভিন্ন রকম মনে হয়, ভারতে এমনটা দেখে আমরা অভ্যস্ত নই। ড্রেসিংরুম থেকে এটাকে সবুজ ও ঘাসের ছোঁয়া আছে বলে মনে হয়, কাছে গেলে আবার অন্য রকম। খুবই কালচে ও ঝুরঝুরে, আর কিছু ফাটলও আছে।’
সিরিজে এখন পর্যন্ত ব্যাটার হিসেবে খেলেছেন স্টোকস। রাঁচিতে তাকে বল হাতে দেখা যেতে পারে। তবে নিশ্চিত কিছুই জানাননি তিনি।
‘আমি অপেক্ষা করব, দেখব পরিস্থিতি কেমন। গত ৬ মাসে সবচেয়ে বেশি সময় ধরে বল এবারই (অনুশীলনে) করেছি, দেখি কী হয়।’
রাঁচি টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, শোয়েব বশির, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু
সরকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ, ভুক্তভোগীকে মামলায় হেনস্থার অভিযোগ