ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যাটট্রিকের’ সামনে ভারত
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩০ পিএম
প্রথম তিন টেস্ট শেষে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। চতুর্থ টেস্ট জিতলেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাট্টিক সিরিজ জয়ের স্বাদ পাবে টিম ইন্ডিয়া। সেই লক্ষ্য নিয়ে শুক্রবার ইংলিশদের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে স্বাগতিকরা। পক্ষান্তরে সিরিজ সমতা ফেরাতে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইংল্যান্ড।
রাঁচিতে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে টেস্টটি।
ঘরের মাঠে ২০১২ সালে সর্বশেষ ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছিলো ভারত। এরপর ২০১৬ ও ২০২১ সালে টানা দুই সিরিজে জয় পায় টিম ইন্ডিয়া। এবার হ্যাট্টিক সিরিজ জয়ের সুর্বন সুযোগ রোহিত শর্মার দলের সামনে।
হায়দারাবাদে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ২৮ রানের হারলেও বিশাখাপত্নামে দ্বিতীয় টেস্টে পেসার জসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে ১০৬ রানে এবং রাজকোটে তৃতীয় টেস্টে যশ^সী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি ও রবীন্দ্র জাদেজার অলরাউন্ড নৈপুন্যে ৪৩৪ রানের রেকর্ড জয় পায়ন ভারত। রান বিবেচনায় ১৯৩৪ সালের পর দ্বিতীয় বড় ব্যবধানে পরাজিত হয় ইংল্যান্ড।
পিছিয়ে পড়েও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় দল । চতুর্থ ম্যাচেই সিরিজ জয়ের কাজটা সম্পন্ন করতে চায় টিম ইন্ডিয়া। দুই ডাবল-সেঞ্চুরিতে সিরিজে সর্বোচ্চ ৫৪৫ রান করা ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল বলেন, ‘শেষ দুই টেস্টে দুর্দান্ত ক্রিকেট খেলেছি আমরা। বিশেষভাবে পেসাররা দারুন করেছে। দ্বিতীয় টেস্টে বুমরাহর ৯ ও তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে সিরাজের ৪ উইকেট ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে।’
ইনফর্ম জয়সওয়াল আরও বলেন, ‘শেষ দুই টেস্ট জয়ের ব্যাপারে আমরা অনেক বেশি আত্মবিশ^াসী। পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারলে, রাঁচিতেও জয় অসম্ভব নয়। জয়ের জন্যই আমরা মাঠে নামবো এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পনা অনুযায়ী খেলবো।’
চতুর্থ টেস্টে বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারত। ইনজুরির কারনে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় এ ম্যাচেও খেলতে পারছেন না মিডল অর্ডার ব্যাটার লোকেশ রাহুল। দ্বিতীয় সন্তান জন্ম উপলক্ষে প্রথম তিন টেস্টের পর, শেষ দুই ম্যাচেও খেলবেন না দলের সেরা ব্যাটার বিরাট কোহলি।
দারুন জয়ে শুরু করেও, চতুর্থ টেস্টের আগে সিরিজ হারের মুখে এখন ইংল্যান্ড। শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় টেস্টের কোন ইনিংসে ৩শর কোটাই স্পর্শ করতে পারেনি ইংলিশরা। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩১৯ রান করলেও, দ্বিতীয় ইনিংসে ১২২ রানে অলআউট হয় সফরকারী দলটি।
ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতায় কাঠগড়ায় তোলা হয়েছে দুই মিডল অর্ডার ব্যাটার জো রুট ও জনি বেয়ারস্টোকে। ৬ ইনিংসে ব্যাট করে রুট ৭৭ এবং বেয়ারস্টো ১০২ রান করেছেন। তবে রুট ও বেয়ারস্টোর উপর আস্থা রাখছেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
৯৮ টেস্ট খেলা বেয়ারস্টোকে নিয়ে ম্যাককালাম বলেন, ‘আমি অন্ধ নই, সে আমাদের জন্য (অতীতে) খুব ভাল কিছু করেছে এবং তার ক্যারিয়ার ইমপ্যাক্টফুল। তাকে আত্মবিশ্বাস দিয়ে যেতে হবে এবং বাইরের অনেক সমালোচনার বিষয়ে তার ভাবা উচিৎ নয়। তাকে নিজের লক্ষে স্থির থাকতে হবে এবং আমি নিশ্চিত জনি ভালো কিছু করবে।’
১৩৮ টেস্টে ৩০ সেঞ্চুরিতে ১১ হাজারের বেশি রান করা রুটকে নিয়ে ম্যাককালাম আরো বলেন, ‘রুটকে নিয়ে বলার কিছু নেই। সে বহুবার নিজের জাত চিনিয়েছে। দলের অন্যতম সেরা ব্যাটার রুট। এখন সময়টা ভালো যাচ্ছে না। কিন্তু শীঘ্রই বড় রানে ফিরবে রুট।’
২০২২ সালে ম্যাককালাম-স্টোকস জুটি বাঁধার পর ২১ ম্যাচের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। ভারতের কাছে শেষ দুই ম্যাচে হেরে যাওয়ায় অধিনায়ক হিসেবে দ্বিতীয়বারের মত টানা দুই টেস্ট হারলেন স্টোকস। প্রথমবার ঘরের মাঠে গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে এডজবাস্টন ও লর্ডস টেস্টে অধিনায়ক হিসেবে হারতে হয়েছিলো স্টোকসকে। তারপরও পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ ২-২ সমতায় শেষ করেছিলো ইংলিশরা।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভারত (উইক্ষকটরক্ষক), ক), দেবদত্ত পাডিক্কাল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।
ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, বেন ডাকেট, বেন ফোকস, ডন লরেন্স, ওলি পোপ, জো রুট, জেমস এন্ডারসন, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, টম হার্টলি, ওলি রবিনসন, শোয়েব বশির, মার্ক উড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু
সরকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎ, ভুক্তভোগীকে মামলায় হেনস্থার অভিযোগ
ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন