ক্রাইস্টচার্চে প্রথম দিনেই ১৪ উইকেটের পতন
০৮ মার্চ ২০২৪, ০২:৪৫ পিএম | আপডেট: ০৮ মার্চ ২০২৪, ০৩:০৫ পিএম
ক্রাইস্টচার্চে প্রথম দিন থেকেই দাপট দেখাতে শুরু করেছে বোলাররা। প্রথমে আগুন ঝরালেন জস হেইজেলউড আর মিচেল স্টার্ক। তাতে কোনোমতে দেড়শ পেরিয়েই গুটিয়ে গেল নিউজিল্যান্ড। এরপর কিউইদের হয়ে জবাব দিলেন ম্যাট হেনরি। বোলারদের দাপটে প্রথম দিনেই জমে উঠেছে লড়াই।
দিন শেষে ক্রাইস্টচার্চে পড়েছে ১৪ উইকেট। নিউজিল্যান্ডকে ১৬২ রানে গুটিয়ে দেওয়ার পর স্বস্তিতে নেই অস্ট্রেলিয়াও। দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১২৪ রান। ৬ উইকেট হাতে নিয়ে ৩৮ রানে পিছিয়ে সফরকারীরা।
বোলিংয়ে দারুণ সিম আদায় করে ৩১ রানে ৫ উইকেট নেন হেইজেলউড। ক্যারিয়ারে এটি তার দ্বাদশ ৫ উইকেট শিকার। ৩ উইকেট নেওয়ার পথে স্টার্ক ছাড়িয়ে গেছেন ডেনিস লিলিকে (৩৫৫)। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের চতুর্থ সফলতম বোলার এখন তিনি।
ম্যাচের শুরুতে বিশেষ সম্মান জানানো হয় শততম টেস্ট খেলতে নামা কেন উইলিয়ামসন ও টিম সাউদিকে। দুজনর কেউই অবশ্য দিনটি সেভাবে রাঙাতে পারেননি।
ক্যারিয়ারের শেষ টেস্টে আম্পায়ারিং করতে নামা মারাইস ইরাসমাসকে ‘গার্ড অব অনার’ দেয় দুই দল।
হ্যাগলির উইকেট সবসময়ই কথা বলে বোলারদের সুরে। ঘাসের ছোঁয়া থাকায় টস জিতে বোলিং বেছে নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু তার সিদ্বান্তকে চ্যালেঞ্জ জানিয়ে টম ল্যাথাম ও উইল ইয়াংয়ের ওপেনিং জুটিতে তুলে ফেলে ১৮ ওভারে ৪৭ রান।
ইয়াংকে তৃতীয় স্লিপে ক্যাচ বানান স্টার্ক। এরপর ৬০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসে কিউইরা।বিনা উইকেটে ৪৭ থেকে নিউজিল্যান্ডের রান হয়ে যায় ৮ উইকেটে ১০৭।
দলকে কিছুটা উদ্ধার করে ম্যাট হেনরি ও টিম সাউদির নবম উইকেটে ৪৬ বলে ৫৫ রানের রানের জুটি। জুটি ভাঙেন কামিন্স।
জবাবে নবম ওভারে দলীয় ১৮ রানে স্টিভেন স্মিথকে হরায় অস্ট্রেলিয়া। তাকে এলবিডব্লিউ করেন অভিষিক্ত বেন সিয়ার্স। খানিক পর হেনরির বলে বোল্ড হয়ে ফেরেন উসমান খাজা। এরপর মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিন গড়েন ৭৮ বলে ৪৯ রানের জুটি।
গ্রিনের পর ভালো শুরু টেনে নিতে পারেননি ট্রাভিস হেডও। দুজনই হেনরির শিকার। নাইটওয়াচম্যান নাথান লায়নকে নিয়ে দিন শেষ করেন লাবুশেন।
বোলারদের দিনে ৮০ বলে ৮ চারে অপরাজিত ৪৫ রান করে দিনের সেরা ব্যাটার লাবুশেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৪৫.২ ওভারে ১৬২ (ল্যাথাম ৩৮, ইয়াং ১৪, উইলিয়ামসন ১৭, রাভিন্দ্রা ৪, মিচেল ৪, ব্লান্ডেল ২২, ফিলিপস ২, কুগেলাইন ০, হেনরি ২৯, সাউদি ২৪, সিয়ার্স ০*; স্টার্ক ১২-১-৫৯-৩, হেইজেলউড ১৩.২-৪-৩১-৫, কামিন্স ১১-৪-৩৫-১, লায়ন ২-০-৬-০, মার্শ ৩-১-১০-০, গ্রিন ৪-০-২১-১)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৬ ওভারে ১২৪/৪ (স্মিথ ১১, খাওয়াজা ১৬, লাবুশেন ৪৫*, গ্রিন ২৫, হেড ২১, লায়ন ১*; সাউদি ৮-১-২৯-০, হেনরি ১৩-৪-৩৯-৩, সিয়ার্স ১১-৩-৩৮-১, কুগেলাইন ৪-১-১৩-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘জনস্বার্থ মামলার রায় ভলিউম-২’ বইয়ের মোড়ক উম্মোচন
মির্জাপুরে অবৈধভাবে মাটিকেটে বিক্রির অপরাধে দেড়লাখ টাকা জরিমানা
স্মার্টকৃষি নির্ভর মডেল গ্রাম বিনির্মাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএএফ বাংলাদেশের উদ্যোগ
চাকরিপ্রার্থী ও নিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: বাসদ
শাহবাগ ছাড়লেন ম্যাটসের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারের মাঝে ঘরের টিনসহ মালামাল বিতরণ করলো নাছির উদ্দীন ফাউন্ডেশন
লামায় জেলা পরিষদ চেয়ারম্যানের আগমন ও এতিমদের মাঝে কম্বল বিতরণ
দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ৫ দিনের সফরে ঢাকায়
মোরেলগঞ্জে বাল্যবিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত
রাস্ট্রের কল্যাণে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
বিএনপি নেতার স্ত্রীকে স্কুল কমিটির সভাপতি করতে দলীয় প্যাডে ৫ নেতার স্বাক্ষর দিয়ে চিঠি
রাঙ্গাবালীতে কলেজের কমিটি নিয়ে অসন্তোষ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন-মানববন্ধন
মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের চায়না কারখানায় অগ্নিকাণ্ড
‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’
দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বাংলাদেশ খেলাফত আন্দোলন
বৈষম্যমূলক নিয়োগের অভিযোগে ঢাবির বিরুদ্ধে হাইকোর্টে রিট, জবাব চেয়ে চিঠি
গাজীপুরে ৫ বাসে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর করলো শ্রমিকরা
সালথায় ৫ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র
হাসিনা ক্ষমতায় আসার পর পুরো বাংলাদেশকে খেয়ে ফেলছে: আবুল খায়ের ভূঁইয়া