ইনিংস ব্যবধানে হারের মুখে ইংল্যান্ড
০৮ মার্চ ২০২৪, ০৫:৪৮ পিএম | আপডেট: ০৮ মার্চ ২০২৪, ০৬:১৬ পিএম
আগের দিনের ফিফটি ইনিংসকে এদিন সেঞ্চুরিতে রূপ দিলেন রোহিত শর্মা। সঙ্গী শুবমান গিলও পেলেন তিন অঙ্কের দেখা। কার্যকর ইনিংস উপহার দিলেন বাকি ব্যাটাররাও। দারুণ মিলিত প্রচেষ্টায় ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারের মুখে ঠেলে দিল ভারত।
ধারামশালা টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৫৫ রানে এগিয়ে ভারত, হাতে রয়েছে ২ উইকেট। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ৮ উইকেটে ৪৭৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।
দিনের শেষভাগে ইংল্যান্ডের ভোগান্তি বাড়িয়েছে নবম উইকেটে কুলদিপ যাদব ও জাসপ্রিত বুমরাহর ১৮ ওভারে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি। ৫৫ বলে ২৭ রান নিয়ে অপরাজিত আছেন কুলদিপ, ৫৫ বলে ১৯ রানে বুমরাহ।
৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার শোয়েব বাশির। এজন্য ৪৪ ওভারে তাকে গুনতে হয়েছে ১৭০ রান। ১২৬ রানে ২টি শিকার ধরেন আরেক স্পিনার টম হার্টলি।
তবে দিনের গল্পটা ভারতীয় ব্যাটারদের কেন্দ্র করে। ১ উইকেটে ১৩৫ রান নিয়ে দিন শুরু করে ভারত। রোহিত-গিল জুটি বিচ্ছিন্ন হয় দলীয় ২৭৫ রানে। জুটি থেকে আসে ২৪৪ বলে ১৭১ রান।
ভারত অধিনায়ক রোহিতকে বোল্ড করে জুটি ভাঙেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ক্যারিয়ারের দ্বাদশ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে রোহিত আউট হন ১৬২ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে।
পরের ওভারেই ফেরেন গিলও, জেমন অ্যান্ডারসনের ক্যারিয়ারের ৬৯৯তম শিকার হয়ে। বোল্ড হওয়ার আগে গিল করেন ১১০ রান। তার ১৬০ বলের ইনিংসটি ১২টি চার ও ৫ ছক্কায় সাজানো। ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি।
এরপর ৯৭ রানের জুটি গড়েন সরফরাজ খান ও অভিষিক্ত দেভদূত পাড্ডিকাল। দারুণ ব্যাটিংয়ে দলকে টেনে নেন দুজন। দুজনের ব্যাটেই ছিল সেঞ্চুরির আভাস।
কিন্তু চা বিরতির পর প্রথম বলেই স্লিপে ক্যাচ প্রাকটিস করিয়ে ফেরেন সরফরাজ ৬০ বলে ৮টি চার ও ১ ছ্কায় ৫৬ রান করে। খানিক পর ফেরেন পাড্ডিকালও, ১০৩ বলে ১০টি চার ও ১ ছক্কায় ৬৫ রান করে বাশিরের বলে বোল্ড হয়ে।
থিতু হয়ে আউট হন ধ্রুব জুরেল (২৪ বলে ১৫) ও রবীন্দ্র জাদেজা (৫০ বলে ১৫)। জুরেলের পরপরই হার্টলির একই ওভারে ফেরেন জাদেজা ও রবিচন্দ্রন আশ্বিন। এরপরই কুলদিপ-বুমরাহর অবিচ্ছিন্ন জুটির সেই লড়াই। অপ্রত্যাশিত যে জুটি ইংল্যান্ডকে ঠেলে দিয়েছে খাদের কীনারে।
পাঁচ ম্যাচের সিরিজে এখন ইংল্যান্ড ৪-১ ব্যবধানে হারের খুব কাছে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২১৮
ভারত ১ম ইনিংস: (আগের দিন ১৩৫/১) ১২০ ওভারে ৪৭৩/৮ (রোহিত ১০৩, গিল ১১০, পাডিক্কাল ৬৫, সারফারাজ ৫৬, জাদেজা ১৫, জুরেল ১৫, অশ্বিন ০, কুলদিপ ২৭*, বুমরাহ ১৯*; অ্যান্ডারসন ১৪-১-৫৯-১, উড ১৫-১-৮৯-০, হার্টলি ৩৯-৩-১২৬-২, বাশির ৪৪-৫-১৭০-৪, স্টোকস ৫-১-১৭-১, রুট ৩-০-৮-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘জনস্বার্থ মামলার রায় ভলিউম-২’ বইয়ের মোড়ক উম্মোচন
মির্জাপুরে অবৈধভাবে মাটিকেটে বিক্রির অপরাধে দেড়লাখ টাকা জরিমানা
স্মার্টকৃষি নির্ভর মডেল গ্রাম বিনির্মাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএএফ বাংলাদেশের উদ্যোগ
চাকরিপ্রার্থী ও নিয়োগকারীদের মধ্যে সেতুবন্ধন
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: বাসদ
শাহবাগ ছাড়লেন ম্যাটসের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮ পরিবারের মাঝে ঘরের টিনসহ মালামাল বিতরণ করলো নাছির উদ্দীন ফাউন্ডেশন
লামায় জেলা পরিষদ চেয়ারম্যানের আগমন ও এতিমদের মাঝে কম্বল বিতরণ
দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ৫ দিনের সফরে ঢাকায়
মোরেলগঞ্জে বাল্যবিবাহ নিরোধ কমিটির কর্মশালা অনুষ্ঠিত
রাস্ট্রের কল্যাণে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নেই : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
বিএনপি নেতার স্ত্রীকে স্কুল কমিটির সভাপতি করতে দলীয় প্যাডে ৫ নেতার স্বাক্ষর দিয়ে চিঠি
রাঙ্গাবালীতে কলেজের কমিটি নিয়ে অসন্তোষ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন-মানববন্ধন
মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের চায়না কারখানায় অগ্নিকাণ্ড
‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’
দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন বাংলাদেশ খেলাফত আন্দোলন
বৈষম্যমূলক নিয়োগের অভিযোগে ঢাবির বিরুদ্ধে হাইকোর্টে রিট, জবাব চেয়ে চিঠি
গাজীপুরে ৫ বাসে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর করলো শ্রমিকরা
সালথায় ৫ শতাধিক হতদরিদ্র পেল শীতবস্ত্র
হাসিনা ক্ষমতায় আসার পর পুরো বাংলাদেশকে খেয়ে ফেলছে: আবুল খায়ের ভূঁইয়া