টেস্ট খেললেই মোটা অঙ্কের প্রণোদনা!
১১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম
টেস্ট ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের আগ্রহ বাড়াতে যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। এই সংস্করণের জন্য মোটা অঙ্কের প্রণোদনা ঘোষণা করেছে তারা। এতে প্রতি মৌসুমে ৭৫ শতাংশের বেশি টেস্ট খেললে একজন খেলোয়াড়ের ম্যাচ ফি ৩০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে!
ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালা টেস্ট ইনিংস ব্যবধানে জিতে ৪-১-এ সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এই সিরিজ জয়ের অন্যরকম একটি পুরস্কারও দ্রুতই পেয়ে গেছে ভারত। অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে গেছে তারা। এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ের তিন সংস্করণেই এক নম্বর দল ভারত। তাতে যেন চার চান লাগালো বিসিসিআই। এই আনন্দের পরই এই প্রণোদনার ঘোষণা দেন বিসিসিআই সচিব জয় শাহ। পরে বোর্ডও বিবৃতি দিয়ে জানায় বিষয়টি। যেটির নাম দেওয়া হয়েছে, ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম।’
২০২২-২৩ মৌসুমকেও এই প্রণোদনার আওতায় ধরা হয়েছে। এতে লাভবান হবেন বর্তমানে টেস্ট দলের বাইরে থাকা চেতেশ্বর পুজারাও। ২০২২-২৩ মৌসুমে ভারতের ৯ টেস্টের ৭টি খেলেন এই ব্যাটসম্যান, যা ৭৭.৮ শতাংশ। প্রতি টেস্টে ১৫ লাখ রুপি ম্যাচ ফি ছাড়াও প্রতি টেস্টের জন্য বাড়তি ৪৫ লাখ রুপি পাবেন তিনি। অর্থাৎ সব মিলিয়ে তিনি আয় করবেন ৪ কোটি ২০ লাখ রুপি। মৌসুমে ৯ টেস্ট ধরে বাড়তি আয়ের একটি তালিকা দিয়েছে বিসিসিআই। কোনো খেলোয়াড় মৌসুমে ৫০ শতাংশের কম টেস্ট (৪ ম্যাচের কম) খেললে এই অর্থ পাবেন না। ৫০ শতাংশের বেশি টেস্ট (৫ ও ৬ ম্যাচ) খেলা ক্রিকেটাররা ম্যাচ প্রতি পাবেন ৩০ লাখ রুপি। ৭৫ শতাংশের বেশি টেস্ট (৭ বা এর বেশি ম্যাচ) খেলা খেলোয়াড়রা ম্যাচ প্রতি পাবেন ৪৫ লাখ রুপি। এ ছাড়া প্রতি টেস্টে ১৫ লাখ রুপি ম্যাচ ফি তো থাকছেই।
যার মানে, মৌসুমে ৭৫ শতাংশের বেশি টেস্ট খেললে একটি টেস্ট থেকে ম্যাচ ফি ও বাড়তি অর্থ মিলিয়ে ৬০ লাখ রুপি আয় করতে পারবেন একজন ক্রিকেটার। একাদশের বাইরে স্কোয়াডে থাকা অন্য খেলোয়াড়রাও পাবেন বাড়তি অর্থ। সেক্ষেত্রে ৫০ শতাংশের বেশি টেস্টের জন্য ম্যাচ প্রতি ১৫ লাখ, ৭৫ শতাংশের বেশি টেস্টের জন্য ম্যাচ প্রতি সাড়ে ২২ লাখ রুপি পাবেন খেলোয়াড়রা।
সম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেট নিয়ে ভারতীয় ক্রিকেটে আলোচনা হয়েছে অনেক। প্রথম শ্রেণির ক্রিকেটের চেয়ে খেলোয়াড়দের আইপিএলকে অগ্রাধিকার দেওয়ার ‘প্রবণতা’ দেখে উদ্বেগ প্রকাশ করে বিসিসিআই। শ্রেয়াস আইয়ার ও ইশান কিষানের মতো ক্রিকেটার রঞ্জি ট্রফি এড়িয়ে চলার পর বাদ পড়েন কেন্দ্রীয় চুক্তি থেকে। টেস্ট ক্রিকেট নিয়ে বিসিসিআইয়ের প্রণোদনা ঘোষণার খবর এলো এমন এক সময়ে, যখন অন্যান্য দেশেও এই সংস্করণ গুরুত্ব হারাচ্ছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা যেমন টেস্ট সিরিজের জন্য দ্বিতীয় সারির দল পাঠায় নিউজিল্যান্ড সফরে। তাদের প্রথম পছন্দের বেশিরভাগ ক্রিকেটার ওই সময়ে নিজ দেশে এসএটোয়েন্টিতে খেলেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি
বিমানের এই কর্মকা- সহ্য করার মতো নয় -সিলেট সুধীজন
বাণিজ্যমেলায় শেষ মুহূর্তে নিত্যপণ্য কেনাকাটার ধুম