এবার সাগরিকায় ওয়ানডে মিশন
১১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১২:০৩ এএম
গত শনিবার সিলেটের সিরিজ নির্ধারনী তৃতীয় টি-২০টিতে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছে ২৮ রানে। টি-২০টি সংস্করণে ২০২২ সালের পর এই প্রথম সিরিজ হারলো বাংলাদেশ। ২-১ ব্যবধানে হারা এই সিরিজের ভুলগুলো শুধরে ওয়ানডে সিরিজে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে গতকাল চট্টগ্রামে পৌঁছেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। সাথে এসেছে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ক্রিকেট দলও। উভয় দল উঠেছে রেডিসন ব্লুতে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে চট্টগ্রাম জহুর আহমদ বিভাগীয় স্টেডিয়ামে। গতকাল দিনের বাকিটা সময় বিশ্রামে কাটিয়ে আজ থেকেই অনুশীলনে নেমে পড়বে দু’দল। ম্যাচ ভেন্যুতে সকালে ঘাম ঝরাবে শ্রীলঙ্কা দল এবং বিকেলে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করবে বাংলাদেশ দল।
এদিকে, সাগরিকায় অনুষ্ঠিতব্য এই সিরিজের জন্য গতকালই টিকিটের মূল্যও নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টির মতো এই সিরিজের খেলা মাঠে বসে দেখতে হলে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে ক্রিকেট প্রেমীদের। সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা। যেখানে ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। আর ৩০০ টাকা মূল্য ধার্য করা হয়েছে ইস্টার্ন গ্যালারির টিকিটের। ক্লাব হাউজে বসে ম্যাচ দেখতে আপনাকে খরচ করতে হবে আরও বেশি। ৫০০ টাকা মূল্য ধার্য করা হয়েছে এই গ্যালারীর। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ক্লাব হাউজের দ্বিগুণ। অর্থাৎ এক হাজার টাকা। রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে খরচ হবে ১৫০০ টাকা।
ম্যাচ শুরুর আগের দিন থেকে অর্থাৎ আগামীকাল থেকে পাওয়া যাবে টিকিট। সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত। তবে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে আজ থেকেই। ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে এই টিকিট।
উল্লেখ্য, আগামী ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। এক দিন বিরতির পর সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি
বিমানের এই কর্মকা- সহ্য করার মতো নয় -সিলেট সুধীজন
বাণিজ্যমেলায় শেষ মুহূর্তে নিত্যপণ্য কেনাকাটার ধুম