কোহলিকে ছাড়াই বিশ্বকাপে ভারত!
১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম
বোমাটা ফাটিয়েছে ‘দ্য টেলিগ্রাফ’। সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ছাড়াই আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে ভারত। তাদের এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ব্যাপারটা নজর এড়ায়নি স্টুয়ার্ট ব্রডের। প্রতিক্রিয়ায় ইংল্যান্ডের কিংবদন্তি বোলার বলেছেন, কোহলি বিশ্বকাপে খেলবে না-এটা সত্যি হতে পারে না।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দীর্ঘ ১৪ মাস ভারতের হয়ে এই সংস্করণে খেলেননি কোহলি ও রোহিত শর্মা। গত জানুয়ারিতে আফগানিস্তান সিরিজ দিয়ে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরেন দুজনই। তবে ঘরের মাঠে অনুষ্ঠিত ওই সিরিজে ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি কোহলি। সিরিজের শেষ দুটি ম্যাচ খেলে একটিতে ২৯, অন্যটিতে ০ রানে আউট হন।
প্রশ্ন ছিল রোহিতকে নিয়েও। কিন্তু রোহিতের নেতৃত্বেই যে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, বিষয়টি অনেক আগেই নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। কিন্তু কোহলিকে ২০ ওভারের বিশ্ব আসরে আদৌ দেখা যাবে কি না, এ নিয়ে বিসিসিআইয়ের কেউই স্পষ্ট করে কিছু বলছেন না। এমন দোলাচলের মাঝেই গতপরশু বোমাটি ফাটায় ‘দ্য টেলিগ্রাফ’। তাদের খবর অনুযায়ী, প্রধান নির্বাচক অজিত আগারকার কোহলির পরিবর্তে তরুণ কাউকে সুযোগ দিতে চান। খবরটি শেয়ার করে এক্সে ব্রড লিখেছেন, ‘এটা (বিশ্বকাপে কোহলির না খেলা) সত্যি হতে পারে না। ভক্তদের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে খেলাটিকে ছড়িয়ে দিতে আইসিসি আমেরিকায় বিশ্বকাপ আয়োজন করছে। নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। সেখানে বিরাটই (কোহলিই) বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ। আমি নিশ্চিত ওকে দলে নেওয়া হবে।’
বিষয়টি নজরে এসেছে পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফানেরও। দীর্ঘদেহী এই পেসার নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘আপনি বিরাট কোহলিকে বাদ দিয়ে দল সাজাতে পারেন না। সে বিশ্বের সেরা ব্যাটসম্যান। সে কী করতে পারে, তা আমরা গত বছর (ওয়ানডে) বিশ্বকাপেই দেখেছি। সে একাই ভারতকে ৩–৪টি ম্যাচ জিতিয়েছে। সে-ই সত্যিকারের খেলোয়াড়, যে কঠিন পরিস্থিতি থেকে দলকে জেতাতে পারে। যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তোলে, তারা গলির ক্রিকেটের যোগ্য।’
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় যৌথভাবে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এর আগে ভারতের আর কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। আগারকারের মত জোগাতে তাই আগামী ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের শুরুতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিশেষ কিছুই করে দেখাতে হবে কোহলিকে। কারণ আইসিসি সময় বেঁধে দিয়েছে, বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড জমা দিতে দলগুলোকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
যশোরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌঁড়ালেন শ্যামনগরের ইউএনও রনী খাতুন
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক গ্রেফতার
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা