শান্ত-মুশফিক বীরত্বে দারুণ জয়
১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১২:০৫ এএম
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বোলারদের দাপটের পর অসাধারণ খেলেছেন বাংলাদেশের ব্যাটাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে দারুণ জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানের হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে মিডিল অর্ডার ব্যাটার জানিথ লিয়ানাগে এবং অধিনায়ক কুশল মেন্ডিসের হাফসেঞ্চুরিতে ৪৮.৫ ওভারে সবক’টি উইকেটে ২৫৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র হার না মানা সেঞ্চুরি এবং উইকেটরক্ষক মুশফিকুর রহিমের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৪৪.৪ ওভারে ৪ উইকেটে ২৫৭ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে তিন ম্যােেচর সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
সিরিজের প্রথম ওয়ানডেতে টসভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। ব্যাটিংবান্ধব পিচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটার আভিস্কা ফার্নান্ডো ও পাথুম নিশাঙ্কা ঝড়ো গতিতে রান তুলতে থাকেন। এই জুটি ভাঙতে রীতিমত ঘাম ঝরছিল বাংলাদেশের বোলারদের। অবশেষে তাদের ৫৯ বলে ৭১ রানের মারকুটে জুটি ভাঙেন স্পিনার তানজিম হাসান সাকিব। নিজের দ্বিতীয় আর ইনিংসের দশম ওভারে এসে আঘাত হানেন তিনি। ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ করে আভিস্কা ফার্নান্ডো অনেকটা সুইং করে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ হন। নিজের পরের ওভারে আরেক সেট ব্যাটার পাথুম নিশাঙ্কাকেও ফেরান তানজিম সাকিব। এবার সিøপে সৌম্য সরকার নেন ক্যাচ। নিশাঙ্কা করেন ২৮ বলে ৫ চার ও ১ ছয়ের মারে ৩৬ রান। দলীয় ৭২ রানে দুই সেট ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। এরপর ১৪তম ওভারে আরও এক শিকার তানজিম সাকিবের। তার দুর্দান্ত এক ডেলিভারি সাদিরা সামারাবিক্রমা (৩) ডিফেন্ড করতে গিয়েও ব্যাটে বল লেগে চলে যায় উইকেটরক্ষকের হাতে। মুশফিকুর রহিম ঝাঁপিয়ে পড়ে নেন দারুণ এক ক্যাচ। ১৩.১ ওভারে দলীয় ৮৪ রানে সাদিরা আউট হলেও চতুর্থ উইকেটে ফের জুটি গড়ে লঙ্কানরা। এই উইকেটে কুশল মেন্ডিস ও চারিথ আশালঙ্কা গড়েন ৭৩ বলে ৪৪ রানের জুটি। তবে তাদের ফিফটি রানের জুটি গড়তে দেননি অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ৩৭ বলে দুই বাউন্ডারিতে ১৮ রান করা আশালঙ্কাকে বোল্ড করে জুটি ভাঙেন মিরাজ। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া শ্রীলঙ্কাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কুশল মেন্ডিস। ফিফটি হাঁকিয়ে বড় সংগ্রহের পথে হাঁটছিলেন তিনি। তবে তাকে বেশি দূর এগুতে দেননি পেসার তাসকিন আহমেদ। ৭৫ বলে ৫ চার ও এক ছক্কার মারে ৫৯ করা মেন্ডিসকে মিডঅফ অঞ্চলে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান তাসকিন। লঙ্কান অধিনায়ককে ফিরিয়ে দ্রুতগতির ৬৯ রানের জুটিও ভাঙেন ডানহাতি এই পেসার। জেনিথ লিয়ানেজের সঙ্গে ৬৮ বলে এই জুটি গড়েন মেন্ডিস। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৬৯ বলে ৩ চার ও ২ ছয়ের মারে ৬৭ রানের ইনিংস খেলে শরিফুলের বলে বিহাইন্ড দ্য উইকেট মুশফিকুর রহিমের হাতে ক্যাচ হন লিয়ানেজ। এরপর হাসারাঙ্গাকে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানান তাসকিন। ফেরার আগে ১৪ বলে একটি করে চারও ছক্কার মারে ১৩ রান করেন হাসারাঙ্গা। প্রমোদ মাধুশান ১৫ বল খেলে এক বাউন্ডারিতে ৮ করে আউট হলেও লাহিরু কুমারা ৭ বলে এক বাউন্ডারিতে ৫ রানে অপরাজিত থাকেন। ফলে ইনিংসের ৭ বল বাকি থাকতেই অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের শরিফুল ৫১, তাসকিন ৬০ ও তানজিম সাকিব ৪৪ রানে পান ৩টি করে উইকেট। আর মেহেদী হাসান মিরাজ ৩৩ রানে শিকার করে ১ উইকেট।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম বলেই শূন্য রানে আউট হন ওপেনার লিটন দাস। তৃতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ১৪ রানে দিলশান মাধুশাঙ্কাকে মারতে গিয়ে থিকসানার তালুবন্দী হন আরেক ওপেনার সৌম্য সরকার। ফেরার আগে তিনি করেন ৯ বলে মাত্র ৩ রান। একই পথে হাঁটেন তাওহীদ হৃদয়ও। ৫.১ ওভারে দলীয় ২৩ রানে প্রমোদ মাধুশানের বলে বোল্ড হন তিনি। ড্রেসিংরুমে ফেরার আগে হৃদয় ৮ বলে করেন ৩ রান। এরপর অভিজ্ঞ মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু’জনের মারমুখি ব্যাটিংয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে স্বাগতিকরা। মাহমুদউল্লাহ ভালোই খেলছিলেন। হঠাৎ ধৈর্যহারা হয়ে লাহিরু কুমারকে মারতে গিয়ে মাধুশাঙ্কার হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে ৩৭ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় করেন ৩৭ রান। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান শান্ত। গড়েন ১৭৫ বলে ১৬৫ রানের পার্টনারশীপ। ওয়ানডেতে যে কোনো উইকেটে এই জুটি লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছর বিশ্বকাপে তৃতীয় উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে শান্তর গড়া ১৬৯ রান এখন পর্যন্ত সেরা জুটি বাংলাদেশের। শেষ পর্যন্ত শান্ত ১২৯ বলে ১৩ চার ও দুই ছক্কায় ১২২ ও মুশফিক ৮৪ বলে ৮ চারের মারে ৭৩ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার মাধুশাঙ্কা ৩৫ রানে পান ২ উইকেট। মাধুসান ও কুমারা পান ১টি করে উইকেট। অবধারতিভাবেই ম্যাচসেরা হন বাংলাদেশের জয়ের নায়ক শান্ত।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনে শিক্ষা সফর অনুষ্ঠিত
যশোরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌঁড়ালেন শ্যামনগরের ইউএনও রনী খাতুন
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক গ্রেফতার
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী