আজই কি সিরিজ জয়ের উৎসব?
১৫ মার্চ ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১৫ মার্চ ২০২৪, ১২:০৭ এএম
টি-টোয়েন্টিতে শুরুটা বড় লক্ষ্য তাড়ায় খুব কাছে গিয়েও হয়েছিল স্বপ্নভঙ্গ। পরের ম্যাচে ঘুরে দাঁড়ালেও শেষ ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতায় সিলেটে সিরিজ খোয়াতে হয়েছে বাংলাদেশকে। এবার চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শুরুটা হয়েছে জয় দিয়ে। তবে প্রথম ম্যাচের শুরুতেই সেই টপ অর্ডারে বিপর্যয়, সেখান থেকে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিমকে নিয়ে দুর্দান্ত জোড়া জুটিতে সেঞ্চুরিগড়া ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার নিজেদের পছন্দের সংস্করণ ওয়ানডেতে সিরিজ জয়ের হাতছানি। সে লক্ষ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
আজ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এর আগে ২০২১ সালে দুই দলের সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয় ও ৪২টিতে হেরেছে বাংলাদেশ। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানে ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের আধিপত্যেরই প্রমান মেলে।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে জয় পায় বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেন শান্ত। এবারও সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে ষষ্ঠ ওভারের মধ্যে ২৩ রানে ৩ উইকেট হারানোর পরও, শান্তর অপরাজিত ১২২ রানের ইনিংসের সুবাদে জয়ী হয়ে বীরের বেশে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ৩৭ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হলেও, অপরাজিত ৭৩ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে তৃতীয় সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন শান্ত।
স্থায়ীভাবে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর সদ্যই শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছে শান্তকে। ওয়ানডে ফরম্যাটে সবসময়ই শক্তিশালী দল বাংলাদেশ। সঙ্গত কারণেই নিজের প্রথম অ্যাসাইনমেন্টের সিরিজে হারতে চাইবেন না শান্ত। স্বাভাবিকভাবেই আগের ম্যাচের জয়ী একাদশে কোন পরিবর্তন করতে চাইবে না বাংলাদেশ। এজন্য টাইগারদের দ্বিতীয় ওয়ানডেতের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। অন্যদিকে, প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্বান্তটি ভুল ছিলো বলে স্বীকার করেছে শ্রীলঙ্কা। শিশির যে সমস্যায় ফেলবে সেটি বুঝতে পারেনি তারা। শিশিরের কারনেই বোলিং করতে সমস্যায় পড়ছে বোলাররা। সিরিজে টিকে থাকার জন্য দ্বিতীয় ওয়ানডের দলে পরিবর্তন আনতে পারে লঙ্কানরা।
দলীয় অর্জনের পাশাপাশি এই ম্যাচে আছে ব্যাক্তিগত এক অর্জনেরও হাতছানি। আর মাত্র ২ উইকেট পেলেই বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে ওয়ানডেতে ১শ শিকার পূর্ণ করবেন পেসার তাসকিন আহমেদ। সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট নেন তাসকিন। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই ওয়ানডেতে ১শ উইকেটের ক্লাবে নাম লেখাতে চাইবেন ছন্দে থাকা তাসকিন। তার আগে বাংলাদেশের সাতজন বোলার সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মুর্তজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) এবং মেহেদি হাসান মিরাজ (১০৩) ওয়ানডেতে ১শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন।
২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর বাংলাদেশ দলের পেস আক্রমনের অন্যতম ভরসা হয়ে ওঠেন তাসকিন। ৭১ ম্যাচে এখন পর্যন্ত ৯৮ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি পেসার। অভিষেক ম্যাচে বোলিং ফিগারই তার ক্যারিয়ার সেরা পারফরমেন্স। ক্যারিয়ারে এ পর্যন্ত ইনিংসে মোট চারবার ৪ উইকেট ও দু’বার ৫ উইকেট করে শিকার করেছেন তাসকিন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চীনে শিক্ষা সফর অনুষ্ঠিত
যশোরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাহীন চাকলাদারের ৪ বছরের কারাদণ্ড
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌঁড়ালেন শ্যামনগরের ইউএনও রনী খাতুন
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক গ্রেফতার
ঘরের মাঠে আর্সেনালের সহজ জয়
মাহমুদুল্লাহ-রিশাদ নৈপুণ্যে জিতে প্লে অফের বরিশালের এক পা
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী