রোমাঞ্চকর ফাইনালে মুলতানকে হারিয়ে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ
১৯ মার্চ ২০২৪, ০১:২৬ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৪, ০১:২৬ পিএম
শেষ ওভার আর শেষ বলের রোমাঞ্চে ঠাসা ফাইনালে মুলতান সুলতান্সকে হারিয়ে পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড। টানা তিন ফাইনালে হারের তিক্ততা পেল মুলতান।
১৬০ রানের লক্ষ্যে শেষ ওভারে ইসলামাবাদের দরকার ছিল ৮ রান। অনেক নাটকীয়তা পেরিয়ে একসময় তা নেমে আসে এক বলে এক রানে। দুর্দান্ত ফ্লিকে বল বাউন্ডারিতে পাঠিয়ে বাঁধনহারা উল্লাসে মাতেন নাসিম শাহের ভাই মুনাইন শাহ। ২ উইকেটের জয় নিশ্চিত হতেই একে একে মাঠে তাকে আলিঙ্গনের জন্য ছুটে আসেন উল্লাসিত সতীর্থরা।
টুর্নামেন্টের প্রথম তিন আসরের দুটিতেই জয়ী দলটি পাঁচ আসর পর আবার পেল শিরোপার স্বাদ। সব মিলিয়ে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন তারাই।
অন্যদিকে ২০২১ আসরের চ্যাম্পিয়ন মুলতান সুলতান্স পরের টানা তিনটি ফাইনালেই হেরে গেল। গত আসরে তারা শেষ বলে এক রানে হেরেছিল রান তাড়ায়, এবার শেষ বলে হারল রান বাঁচানোর চেষ্টায়।
শেষ ওভারে পার্শ্বনায়ক হলেও ইসলামাবাদের জয়ের মূল নায়ক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ক্ষুরধার বোলিংয়ে ২৩ রানে ৫ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ১৭ বলে অপরাজিত ১৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার।
ইসলামাবাদ ২০ ওভারে তোলে ৯ উইকেটে ১৫৯ রান। উসমান খান করেন ৪০ বলে সর্বোচ্চ ৫৭ রান। ইফতিখার আহমেদ ২০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ রিজওয়ান করেন ২৬ বলে ২৬ রান।
ইসলামাবাদের আরেক স্পিনার শাদাব খান ৩২ রানে নেন ৩ উইকেট।
জবাবে মার্টিন গাপটিলের ৩২ বলে ৫০, আজম খানের ২২ বলে ৩০ রানে নাসিম শাহের ৯ বলে ১৭ রানে জয়ের পথ রচনা করে ইসলামাবাদ। ১৭.১ ওভারে সপ্তম উইকেট হারিয়ে চাপে পড়া দলকে পথ দেখান ইমাদ ও নাসিম।
মুলতান্সের হয়ে ২টি করে উইকেট নেন ইফতিখার ও খুশদিল শাহ।
ব্যাট-বলের পারফরম্যান্সে ফাইনালের ম্যাচ-সেরা ইমাদ। আসরে ৩০৫ রান করে ও ১৪ উইকেট নিয়ে ম্যান অব দা টুর্নামেন্ট মনোনীত হন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শাদাব।
১১ ইনিংসে ৫৬৯ রান করে ‘হানিফ মোহাম্মদ ক্যাপ’ পান বাবর আজম। আসরে আর কোনো ব্যাটসম্যান ৪৩০ রানের বেশি করতে পারেননি।
তবে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কার জেতেন উসমান খান। সাত ইনিংসে দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৪৩০ রান করেন তিনি ১০৭.৫ গড় ও ১৬৪.১২ স্ট্রাইক রেটে।
৩৪৫ রান করে ও ৮ উইকেট নিয়ে ‘সুপার অলরাউন্ডার’ স্বীকৃতি পান সাইম আইয়ুব।
টুর্নামেন্টের সেরা ফিল্ডার ইরফান খান নিয়াজি। দুর্দান্ত ফিল্ডিংয়ের পাশাপাশি ১৪০ স্ট্রাইক রেট ১৭১ রান করে আসরের সেরা উদীয়মান ক্রিকেটারও ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান।
২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির ‘ফাজাল মোহাম্মদ ক্যাপ’ পান উসামা মির। আসরের সেরা বোলারের খেতাবও পান এই লেগ স্পিনার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জিল বাংলা সুগার মিলে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৮
আটঘরিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক : বার সভাপতি ব্যারিস্টার খোকন
দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামের মতবিনিময়
ঘরে তালা দিয়ে বোনকে তাড়িয়ে দেন দুই ভাই
নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে আবার বঞ্চিত হবে জনগণ: মির্জা ফখরুল
ইবির প্রধান ফটকে বাস ভাঙচুর, সমন্বয়ক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
বাউফলে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় নিহত ২
ঝালকাঠিতে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান রাজুর ওপর ছাত্রলীগের হামলায় প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামায়াত-শিবিরকে বস্তায় ভরে পাকিস্তানে পাঠানোর ঘোষণা দেওয়া সুন্দরগঞ্জের সেই ইউপি চেয়ারম্যান জহুরুল কারাগারে
সখিপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার
ভারত সফরে যাচ্ছেন বিদ্যুৎ উপদেষ্টা
হালুয়াঘাটে চোরাচালানের সময় ভারতীয় জিরা ও গরু আটক করেছে বিজিবি
‘জাতিকে একটি সুন্দর নিরপেক্ষ সংসদ নির্বাচন উপহার দিতে পারবো’
এবার টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণে চাপ
ঘুষের টাকা প্রতিমাসে ব্যাংকের মাধ্যমে নিতেন আলাউদ্দিন নাসিম
শেরপুরে মাধ্যমিকের এক ট্রাক সরকারি বই উদ্ধার, আটক-১
পীরগঞ্জে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, জনজীবন বিপর্যস্ত
পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে : হাসনাত