ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ

ছিটকে গেলেন মুশফিক, ফিরেই নিষিদ্ধ হাসারাঙ্গা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২০ মার্চ ২০২৪, ১২:০৪ এএম

আগের দিন তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়া পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে মুশফিকুর রহিমের অবস্থাই ছিল সবচাইতে ভালো। বল ধরতে গিয়ে আঙুলে ব্যাথা নিয়ে ম্যাচও চালিয়ে গেছেন অভিজ্ঞ এই কিপার-ব্যাটার। পরে রিশাদ হোসেনের ঝড়ো ক্যামিওতে উপযুক্ত সঙ্গীর মতো দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন মুশফিক। তবে পরদিনই পাওয়া গেল সবচাইতে বড় দুঃসংবাদটি। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে তাকেই আর পাচ্ছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া আঙুলের সেই চোটে ছিটকে গেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
চট্টগ্রামে ৪ উইকেটে জেতা ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। সে সময় ফিজিও বায়েজিদুল ইসলামের শরণাপন্ন হতে হয়েছিল তাঁকে। ব্যথা যে বেশ ভালোই পেয়েছেন, তা চোখেমুখেই স্পষ্ট ছিল। অবশ্য ম্যাজিক স্প্রের পর টেপ পেঁচিয়ে কিপিং চালিয়ে যান। পরে ব্যাটিংয়েও দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৩৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন, সপ্তম উইকেটে রিশাদ হোসেনের সঙ্গে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিরও অংশ ছিলেন।
এমনিতে শ্রীলঙ্কা মুশফিকের অন্যতম প্রিয় প্রতিপক্ষ। ক্যারিয়ার গড় ৩৮.০৯ হলেও লঙ্কানদের বিপক্ষে গড় ৫৩.৮৪। তাদের বিপক্ষেই বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিটিও করেছিলেন তিনি। এবারও শেষ ওয়ানডের পরপরই মুশফিককে রেখেই টেস্ট দল ঘোষণা করা হয়। অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার নাহিদ রানা ও মুশফিক হাসানকে ডাকা হয় সেখানে। সিলেটে প্রথম টেস্টের পর ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দল যখন প্রথম টেস্টের ভেন্যু সিলেটের পথে, গতকাল ঠিক সেই সময় বিসিবির একটি সূত্র জানিয়েছে, স্ক্যানে মুশফিকের আঙুলে হালকা চিড় ধরা পড়েছে। যেটি সেরে উঠতে ৪-৫ সপ্তাহ সময় লাগবে। এর ফলে ২২ মার্চ শুরু টেস্ট সিরিজে তাঁকে পাওয়া যাবে না। বিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর ফলে তার জায়গায় কাউকে নেওয়ার কথাও জানানো হয়নি এখনো। মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘মুশফিকের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। তাকে আমরা পাচ্ছি না। অফিসিয়ালি জানাবো তার বদলে কাকে নেওয়া যায়।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক এখন খেলেন শুধু টেস্ট ও ওয়ানডে। তবে তার টেস্ট মিস করা মোটেও নিয়মিত ঘটনা নয়। ২০০৫ সালে অভিষেক হলেও ২০০৮ সালে টেস্ট দলে নিয়মিত হন, এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ৭টি টেস্ট মিস করেছেন তিনি। সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের কোনো টেস্টে ছিলেন না মুশফিক। সেবার হজ করবেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছিলেন। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তার, ৮৮ ম্যাচে এখন পর্যন্ত ৩৮.০৯ গড়ে করেছেন ৫৬৭৬ রান। এ সিরিজে বাংলাদেশ পাচ্ছে না টেস্টে সর্বোচ্চ আরও দুই রানসংগ্রাহক তামিম ইকবাল ও সাকিব আল হাসানকেও। সাকিব বিশ্রামে আছেন, বিশ্বকাপ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম।
এদিকে মুশফিককে হারানোর ধাক্কায় যখন কাতর বাংলাদেশ শিবির, সেখানে লঙ্কান শিবির উচ্ছ্বসিত একজনের ফেরার খবরে। হুট করে থামিয়ে দেওয়া টেস্ট ক্যারিয়ার নতুন করে শুরু করতে যাচ্ছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অবসর ভেঙে ক্রিকেটের অভিজাত সংস্করণে ফিরেছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। সেটিও এই বাংলাদেশ সফরেই। তাকে রেখেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল সাজিয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজটির জন্য আগের দিনই ১৭ জনের দল ঘোষণা করে শ্রীলঙ্কা। ধানাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বাধীন দলে আছেন দিমুথ কারুনারাতেœ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কুসাল মেন্ডিসের মতো অভিজ্ঞরা।
গত বছরের আগস্টে আচমকা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন হাসারাঙ্গা। মাত্র চার ম্যাচ খেলেই এই সংস্করণের ক্যারিয়ারের ইতি টেনে দেওয়ার কারণ হিসেবে তখন লঙ্কান ক্রিকেটের বিবৃতিতে বলা হয়েছিল, ‘সীমিত ওভারের ক্যারিয়ারকে দীর্ঘ করতে চান’ তিনি। নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। ২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে এই বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন হাসারাঙ্গা। এবার একই দলের বিপক্ষে সাদা পোশাকের ক্যারিয়ার পুনরুজ্জীবিত হতে পারতো তার। তবে টেস্ট দলে ফিরলেও এখনই সাদা পোশাকে মাঠে নামতে পারছেন না ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইসিসির আচরণবিধি ভাঙায় বড় শাস্তি পেয়েছেন তিনি। দুই টেস্টের সিরিজটিতে নিষিদ্ধ থাকবেন লঙ্কান লেগ স্পিনিং অলরাউন্ডার। গতকালই বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা এই শাস্তির ঘোষণা দেয়।
এছাড়া, গত মাসে আফগানিস্তানের বিপক্ষে খেলা একমাত্র টেস্টের দল থেকে এবার নেই আসিথা ফার্নান্দো। চোটের সঙ্গে লড়ছেন এই পেসার। না খেলেই বাদ পড়েছেন ২৭ বছর বয়সী পেসার মিলান রাতœায়েকে। দলে ফিরেছেন আরেক পেসার লাহিরু কুমারা। গত বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে ক্যারিয়ারের ২৬ টেস্টের সবশেষটি খেলেছিলেন এই পেসার। বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডেতে খেলেন তিনি। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা নিশান পেইরিস। এখন পর্যন্ত ৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই অফ স্পিনারের নামের পাশে রয়েছে ১৫৩ উইকেট। ইনিংসে ১০ বার নিয়েছেন পাঁচটি করে উইকেটে। চারটি করে নিয়েছেন ৭ বার। ম্যাচে ১০ উইকেট পেয়েছেন একবার।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু আগামী শুক্রবার, সিলেটে। দ্বিতীয়টি শুরু ৩০ মার্চ, চট্টগ্রামে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা, ওয়ানডেতে একই ব্যবধানে জিতেছে বাংলাদেশ।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান