বিসিবির লেগ স্পিনার হান্ট
২৮ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম
লেগ স্পিনার নিয়ে দেশের ক্রিকেটে হাহাকার অনেক দিনের। সেই আক্ষেপ ফুরিয়ে নতুন এক দিশার খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃণমূল পর্যায় থেকে লেগ স্পিনার বের করে আনার পরিকল্পনা হাতে নিয়েছে দেশের ক্রিকেটের সবেৃাচ্চ নিংন্ত্রক সংস্থা। এরই মধ্যে দেশের আনাচে-কানাচে থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ৮০ জন সম্ভাবনাময় লেগ স্পিনারকে খুঁজে নিয়েছে বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগ। এই বিভাগের কোচ সাবেক পাকিস্তানি লেগ স্পিনার শাহেদ মেহমুদের তত্ত্বাবধানে চলছে লেগ স্পিনার খোঁজার এই বিশেষ কর্মসূচি। আগামী ২ ও ৩ মে হবে তাদের চূড়ান্ত ট্রায়াল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে গতকাল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের শিক্ষাবৃত্তি প্রদান ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এই খবর জানান গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন।
প্রায় ৮ মাস ধরে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করছেন শাহেদ। খেলোয়াড়ি জীবনে ঢাকার ক্লাব ক্রিকেট খেলে যাওয়া পাকিস্তানের প্রথম শ্রেণির সাবেক এই ক্রিকেটার দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু করেছেন লেগ স্পিনার অন্বেষণ। দেশের প্রায় সব জেলার স্থানীয় কোচদের সহযোগিতা নিয়ে পরিচালনা করেছেন লেগ স্পিনার হান্ট। খালেদ মাহমুদ জানালেন, সারা দেশ থেকে বাছাইকৃত বোলারদের নিয়ে মিরপুরের একাডেমি মাঠে আগামী বৃহস্পতি ও শুক্রবার হবে পরবর্তী ট্রায়াল। যে ট্রায়ালের উদ্দেশ্য জানাতে গিয়ে শুরুতেই সুজন উদাহরণ দিলেন বছর দুয়েক আগে জাতীয় স্কুল ক্রিকেট মাতানো লেগ স্পিনার ইমতিয়াজের, যে এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সদস্য, ‘লেগ স্পিনার নিয়ে অবশ্যই আমাদের বাড়তি চিন্তা আছে। (বিসিবির গেম) ডেভেলপমেন্টে শাহেদ মেহমুদ আছেন লেগ স্পিন কোচ হিসেবে। এরই মধ্যে আমরা অনেক লেগ স্পিনার নিয়ে ট্যালেন্ট হান্ট করেছি। ৮০ জনকে খুঁজে বের করেছি। শাহেদ বাংলাদেশের আনাচে-কানাচে গিয়েছে। রংপুর, ফরিদপুর, রাজশাহী... সব জায়গায় গিয়ে কাজ করে ট্যালেন্টগুলো বের করে এনেছে। আমাদের এখানে আজকে ইমতিয়াজ আছে। ও শিক্ষাবৃত্তি পাবে। শিগগিরই আমরা দুই ভাগে ৪০ জন করে ৮০ জনের সঙ্গে ক্যাম্প শুরু করব। আগামী ২ ও ৩ মে এই ক্যাম্প হবে। সেখানে আমরা বাছাই করে এই ক্যাম্পটা আরও ছোট করব। পরে ২০ জনে এনে আমরা তাদেরকে প্রাধান্য দিয়ে কাজ করব।’
২০ জনে নামিয়ে আনার পর তিন সপ্তাহের স্কিল ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে বিসিবির। যেখানে জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদকেও রাখতে চায় গেম ডেভেলপমেন্ট বিভাগ। পরে ওই স্কিল ক্যাম্প শেষে ১২ থেকে ১৫ জন নিয়ে দীর্ঘমেয়াদে পরিকল্পনা করা হবে। সারা দেশ থেকে এত সংখ্যক লেগ স্পিনার উঠে আসায় সন্তুষ্টি ফুটে উঠল খালেদ মাহমুদের কণ্ঠে, ‘আমাদের এখন অনেক লেগ স্পিনার উঠে এসেছে। আমি খুবই খুশি। আগে যথাযথ যতেœর অভাব ছিল। এজন্য লেগ স্পিনার কোচ আমরা একজন নিয়েছি ডেভেলপমেন্টে। আমি খুব খুশি যে, মুশতাক (আহমেদ) ভাই আমাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি মনে করি, উনি যদি বেশি সময় ধরে আমাদের সঙ্গে থাকেন, তাহলে এখান (লেগ স্পিন ক্যাম্প) থেকে বেশ কয়েকজন লেগ স্পিনার পাওয়া যাবে।’
দেশের ক্রিকেট লেগ স্পিনের বর্তমান বাস্তবতাও তুলে ধরেন বিসিবির এই পরিচালক। লেগ স্পিনারদের বেড়ে ওঠার সুযোগ করে দেওয়ার জন্য ঢাকার ক্লাব কর্মকর্তাদের প্রতি একরকম আকুতিই জানালেন তিনি, ‘লেগ স্পিনার যে ম্যাচ জেতায়, এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমি ক্লাব কর্মকর্তাদের বলব, ‘আপনারা লেগ স্পিনারদের সুযোগ দেন। ওরা হয়তো এক ম্যাচে খারাপ করবে, কিন্তু ওই লেগ স্পিনার আপনাকে ম্যাচ জেতাবে।’ এটা আমাদের বিসিবির যেমন দায়িত্ব তাদের উন্নত করা, তেমনি... বিসিবি কিন্তু ক্লাব ক্রিকেট খেলে না, খেলে ক্লাবগুলো। তাদেরও আগ্রহ থাকতে হবে। সুযোগটা তাদেরই দিতে হবে। সুযোগ দিলে তাদের জন্য ফল বয়ে আনবে লেগ স্পিনাররা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা